দশম শ্রেণীর ইতিহাস
অষ্টম অধ্যায় | প্রশ্ন ও উত্তর
উত্তর ও উপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব
( 1947-1964 খ্রিষ্টাব্দ)
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন এক নাম্বারের দুটি আসবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি আসবে যার মান থাকবে এক। সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আসবে যার মান থাকবে দুই এবং বিশ্লেষণধর্মী প্রশ্ন হিসেবে দুটি প্রশ্ন করতে হবে যার মান থাকবে চার। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১৫ নম্বর আসবে।
আট নাম্বার এর কোন প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না।
গত মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ ২০১৮ সালের এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন এসেছিল তার এক ঝলক :
- স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধপ্রদেশ গঠিত হয় কত সালে? 1
- গোয়া ভারত ভুক্ত হয় কত সালে? 1
- ভারতবর্ষের রেখা মানচিত্রে দেশীয় রাজ্য জুনাগড় চিহ্নিত কর। 1
- রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? 2
- কোন পরিস্থিতিতে কাশ্মীরে রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন ? 2
- দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। 4
- হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? 4
২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছিল :
- ভারতের লৌহ মানব বলা হয় কাকে? 1
- এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন কে ? 1
- মানচিত্রে দেখাও দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবং পুনর্ গঠিত রাজ্য গুজরাট। 2
- দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি দলিল বলতে কী বোঝো ? 2
- ১৯৫০ সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল ? 2
- স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গত হয়েছিল ? 4
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচে আলোচনা করা হলো :
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন : স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারি।
প্রশ্ন : ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?
উত্তর : ভারতের লৌহ মানব বলা হয় সরদার বল্লভ ভাই প্যাটেল কে।
প্রশ্ন : এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন
উত্তর : এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং।
প্রশ্ন : স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলো সংখ্যা কটি ছিল?
উত্তর : স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলি ছিল ৫৬২টি।
প্রশ্ন : ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সরদার বল্লভ ভাই প্যাটেল।
প্রশ্ন : হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় কত সালে?
উত্তর : ২৬ শে জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি?
উত্তর : ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ।
প্রশ্ন : ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : ভারত স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং।
প্রশ্ন : রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন পাস হয়।
প্রশ্ন : রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল?
উত্তর : রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল তিনজন।
প্রশ্ন : রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর : রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী।
প্রশ্ন : রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় কত সালে
উত্তর : রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় ১৯৫৩ সালে।
প্রশ্ন : কমিউনিস্টদের নেতৃত্বে হায়দ্রাবাদের যে অঞ্চলে কৃষক বিদ্রোহ হয়েছিল তার নাম কি?
উত্তর : তেলেঙ্গানা।
প্রশ্ন : জুনাগড় ভারত ইউনিয়নের যোগ দেয় কত সালে?
উত্তর : ১৯৪৮ সালের জুনাগড় ভারতীয় ইউনিয়নে যোগ দেয়।
প্রশ্ন : কিসের মাধ্যমে জুনাগড় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়।
প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন : ভারত স্বাধীনতা আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন পাস হয়।
প্রশ্ন : ছেড়ে আসা গ্রামের রচয়িতা কে ছিলেন?
উত্তর : ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু।
প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্ন : উত্তর পূর্ব ভারতের নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড তৈরি হয় কত সালে?
উত্তর : ১৯৬৩ সালে।
প্রশ্ন : সুপুরি বনের সারি গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : শঙ্খ ঘোষ।
প্রশ্ন : দেশীয় রাজ্য ছিল না নিচের কোনটি?
উত্তর : (মুম্বাই /ভোপাল/ হায়দ্রাবাদ/ জয়পুর)
প্রশ্ন : গোয়া ভারত ভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
প্রশ্ন : অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় কত সালে?
উত্তর : উনিশ তিপান্ন সালে
প্রশ্ন : কার নেতৃত্বে দর কমিশন গঠিত হয়?
উত্তর : এস কে দরের নেতৃত্বে দর কমিশন গঠিত হয়।
প্রশ্ন : ভাষা কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে ভাষা কমিশন গঠিত হয়।
প্রশ্ন : জেভিপি কমিটি কবে গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ সালে।
প্রশ্ন : চন্দননগর কাদের উপনিবেশ ছিল?
উত্তর : চন্দননগর ফরাসীদের উপনিবেশ ছিল।
প্রশ্ন : দেশ ভাগ নিয়ে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় লেখা একটি গ্রন্থের নাম বলো?
উত্তর : উদ্বাস্তু।
প্রশ্ন : বর্তমানে ভারতীয় সংবিধান দ্বারা সরকারি ভাষার সংখ্যা কটি?
উত্তর : ২২ টি।
প্রশ্ন : দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থের নাম লেখ?
উত্তর : প্রফুল্ল কুমার চক্রবর্তী রচিত প্রান্তিক মানব।
প্রশ্ন : মিডনাইটস চিলড্রেন গ্রন্থটি কার লেখা?
উত্তর : সালমান রুশিদ।
প্রশ্ন : সূর্য দীঘল বাড়ি, প্রথাটি কার লেখা?
উত্তর : আবু ইসহাক।
প্রশ্ন : হায়দ্রাবাদের ভারতীয় সেনাবাহিনীর অভিযান কি নামে পরিচিত?
উত্তর : অপারেশন পোলো।
প্রশ্ন : কি হায়দ্রাবাদ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেয়?
উত্তর : জেনারেল জয়ন্ত নাথ চৌধুরী।
প্রশ্ন : কার পরিকল্পনায় ভারত বিভাগ ঘোষিত হয়েছিল?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা।
প্রশ্ন : কত খ্রিস্টাব্দে ভারতীয় বাহিনী পর্তুগিজ উপনিবেশ দখল করে?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর।
প্রশ্ন : জুনাগর ভারত ইউনিয়নের যোগ দিলে জুনাগড়ের নবাব কোথায় চলে যান?
উত্তর : পাকিস্তান।
:::::;;;;;;;;;;;::::::::::::;;;;;;;;;;;;;:::::::::::::;;;;;;;;;;:::::::::;
..
ভারতীয় স্বাধীনতা আইনে কি বলা হয়েছে?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় এবং 18 জুলাই আইনটি রাজকীয় সম্মতি লাভ করে ।এই আইনে বলা হয়েছে
(i) 15 আগস্ট ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারত দ্বিখণ্ডিত হয়ে ‘ভারত
ও ‘পাকিস্তান' নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে। (ii) ভারতীয় ভূখণ্ডে অবস্থিত দেশীয় রাজ্যগুলি নিজেদের ইচ্ছানুসারে ভারত বা পাকিস্তানে যোগদানের অথবা নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার অধিকার পায়।
2. বিভিন্ন দেশীয় রাজন্যবর্গকে ভারতভুক্ত করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল-এর ভূমিকা কী?
উঃ বিভিন্ন দেশীয় রাজন্যবর্গের শাসনাধীন রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল মুখ্য ভূমিকা নেন। প্রথমে তিনি দেশীয় রাজন্যবর্গকে ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ায় সুবিধাগুলি বোঝাতে চেষ্টা করেন। অন্যদিকে যারা সহযোগী মনোভাব পোষণ করেননি তাদের রাজ্যগুলি বলপূর্বক সংযুক্তিকরণে উদ্যোগী হন। এই
নীতিকে ‘Carrot and Stick' নীতি বলে।
3. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দুটি কারণ লেখো।
উঃ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দুটি কারণ হল – (i) দেশীয় রাজ্যগুলি ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এলাকা; তাই তা ভারতের ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় সংহতির পক্ষে ছিল বিপদজনক। (ii) ভারতের স্বাধীনতা আইনে বলা হয় যে, দেশীয় রাজ্যগুলির ভারত বা পাকিস্তানে যোগদান বা স্বাধীন থাকা তাদের উপরেই নির্ভরশীল। তাই বেশ কিছু রাজ্য ভারতে যোগ না দিয়ে পাকিস্তানে যোগ দিতে অগ্রসর হয়।
4. দেশীয় রাজ্য বলতে কী বোঝো?
উঃ ভারতের স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোটো বড়ো মিলিয়ে প্রায় 562টি স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল এবং এগুলির অধিকাংশই ছিল ভারতের তুলনায় পশ্চাৎপদ। এগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল।
5. J.V.P. কমিটি কী ?
উ: 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহর, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়াকে নিয়ে জে. ভি. পি. কমিটি গঠিত হয়। এর কাজ ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিষয় সম্পর্কে অনুসন্ধান করা।
6. উদ্বাস্তু কাকে বলে?
উঃ দেশভাগ কথাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কথাটি হল উদ্বাস্তু। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা ও ভারত ভাগের পর যে বিপুল সংখ্যক অসহায় নিরাশ্রয় ঘরছাড়া, ছন্নছাড়া মানুষ পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে জীবন-জীবিকা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার খোঁজে বিশাল হিমবাহের মতো স্বভূমি ছেড়ে ভারতে এসেছিলেন বা আসতে বাধ্য করা হয়েছিল, তাদের বলে উদ্বাস্তু।
7. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?
উ: 1946 খ্রিস্টাব্দ থেকে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিবর্তিত পরিস্থিতিতে জিন্নার একগুঁয়েমি, জওহরলাল ও প্যাটেলের সম্মতিতে সায় দিয়ে মাউন্টব্যাটেন তাঁর ভারত বিভাগ সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপিত করেন। 1947 খ্রিস্টাব্দের 3 জুন এই পরিকল্পনা পাকা হয় যা মাউন্টব্যাটেন পরিকল্পনা রূপে পরিচিত।
৪. হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়?
উত্তর: হায়দ্রাবাদের শাসক বিভিন্নভাবে নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে ও ভারত সরকারের নির্দেশ অমান্য করতে সচেষ্ট হয়। এই পরিস্থিতিতে ভারতের সামরিক
বাহিনীর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে হায়দ্রাবাদ দখল করে নেয় (18 সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দ)। 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন এবং 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়।
9. রাজাকার কারা ?
উত্তর: স্বাধীনতার পর দেশীয় রাজ্য হায়দরাবাদ ভারতের সঙ্গে সংযুক্ত না-হয়ে স্বাধীন রাজ্য হিসেবেই তার অস্তিত্ব বজায় রাখতে চাইলে সেখানে প্রচণ্ড গণবিক্ষোভ দেখা দেয়। কারণ শাসক নিজাম মুসলমান হলেও তার প্রজাদের 85 শতাংশই ছিল হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিল। এই অবস্থায় নিজাম হিন্দু প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র দাঙ্গাবাহিনী গড়ে তোলেন। এরাই রাজাকার নামে পরিচিত।
10. আজাদ কাশ্মীর কী ?
উত্তর: 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পাক হানাদার বাহিনী ও সেনাবাহিনী একযোগে কাশ্মীরে ঢুকে পড়লে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন এবং 'ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। 27 অক্টোবর প্রায় 100টি বিমানে ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং পাক হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে। 31 অক্টোবর ভারতীয় বাহিনীর ছত্রছায়ায় শেখ আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরে আপৎকালীন শাসনব্যবস্থা প্রবর্তিত হয় এবং এই সরকারের বিরোধিতা করে পাকিস্তান তার দখলিকৃত কাশ্মীরে ‘আজাদ কাশ্মীর' নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে।
11. স্বাধীনতা পাওয়ার প্রথম দিকে কংগ্রেস সরকার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি স্বীকার করেননি কেন?
উত্তর: স্বাধীনতার পূর্বে কংগ্রেস প্রচার করেছিল যে, স্বাধীনতার পরবর্তীকালে প্রতিটি প্রধান ভাষাগোষ্ঠীর জন্য পৃথক পৃথক ভাষাভিত্তিক রাজ্য গঠিত হবে। কিন্তু ভারতের স্বাধীনতা লাভের পর ভারতের জাতীয় সংহতি ও প্রশাসনিক কারণে কংগ্রেস ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এমনকি কংগ্রেস দলের সদস্যদের নিয়ে গঠিত জে.ভি.পি. কমিটির রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিষয়টিকে ঠেকিয়ে রাখা হয়।
12. স্মৃতিকথা' কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
উ: উদ্বাস্তু সমস্যা ও প্রভাব নিয়ে নানা তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং বাস্তব অভিজ্ঞতার আকর ওই সময়ের স্মৃতিকথাগুলি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ কীভাবে প্রভাবিত হয়েছিল। সেই ইতিহাস জানার উপাদান হিসেবে স্মৃতিকথা ব্যবহার করা যায়। তবে ব্যবহারের সময় ওই লেখার নৈর্ব্যক্তিক বিচারবিশ্লেষণ করা প্রয়োজন। যেমন হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের ‘উদ্বাস্তু’।
13. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে কবে গঠিত হয়? এই কমিশনের মূল বক্তব্য কী ছিল ?
উঃ বিচারপতি এস. কে. দর-এর নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের আপত্তি জানিয়ে বলেন যে, ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হবে। এর ফলে প্রাদেশিক জটিলতা দেখা দেবে।
14. কে, কবে 'দেশীয় রাজ্য দফতর' স্থাপন করেন? এর সেক্রেটারি কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেল 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে দেশীয় রাজ্য দফতর প্রতিষ্ঠা করেন। দেশীয় রাজ্য দফতরের সেক্রেটারি ছিলেন ভি. B: ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সদার বালভাই প্যাটেল 1947 খ্রিস্টাব্দের জুলাই পি. মেনন।
15. 'পুনর্বাসনের যুগ' বলতে কী বোঝায় ?
B 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম পাঁচ বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এজন্য 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 'পুনর্বাসনের যুগ' হিসেবে চিহ্নিত করা হয়।
16. পত্তি শ্রীরামালু কে ছিলেন?
B: দক্ষিণ ভারতের গান্ধিবাদী নেতা ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন (19 অক্টোবর, 1952)। 58 দিন অনশনের পর তাঁর মৃত্যু হয় এবং তাঁর মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশে তিনদিন ধরে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে দাঙ্গা, বিক্ষোভ প্রদর্শন, হরতাল পালিত হয়। তিনি পৃথক অন্ধ্রপ্রদেশ-এর উদ্গাতা নামে পরিচিত।
17. পেপসু কী?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় সংহতি সমস্যার সমাধান করতে ছোটো দেশীয় রাজ্যগুলিকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত করেন। অপেক্ষাকৃত ছোটো ছোটো রাজ্যগুলিকে এক-একটি সংঘের অন্তর্ভুক্ত করেন। পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গড়ে তোলেন পেপসু (PEPSU)।
18. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায় ?
উত্তর: ভারত স্বাধীনতা লাভের পর ভারত সরকার দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নে এক বলিষ্ঠ নীতি গ্রহণ করেছিল। 1947 খ্রিস্টাব্দের 27 জুন সর্দার বল্লভভাই প্যাটেলের অধীনে স্থাপিত হল দেশীয় রাজ্য দপ্তর এবং এর সচিব হলেন ভি. পি. মেনন। প্যাটেল মাউন্টব্যাটেন পরামর্শে প্রায় সমস্ত দেশীয় রাজ্যগুলিকে বিশাল পরিমাণ ভাতা, খেতাব, ও অন্যান্য সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে 'Instrument of Accession' নামে একটি দলিলে স্বাক্ষর করে ভারত ইউনিয়নে যোগদান করান। এটিই দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল
নামে খ্যাত।
1950 সালে কেন নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল?
উত্তর: 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট স্বাধীনতার পর ভারতের কাছে প্রধান সমস্যা ছিল ‘উদ্বাস্তু”। পাকিস্তান থেকে ভারতে বহু শরণার্থী চলে আসে এবং ভারত থেকে পাকিস্তানে বহু শরণার্থী চলে যায়। দাঙ্গা বহুল এই সমস্যার মোকাবিলা করার জন্য 1950 সালের ৪ এপ্রিল নেহরু-লিয়াক চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ভারত সরকার 1947-1952 খ্রিস্টাব্দ পর্যন্ত উদ্বাস্তুদের পুনর্বাসনে উদ্যোগী হয়।