50 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
important general Knowledge Part 1
Hello friends,
তোমাদের প্রত্যেককে Daily GK Career / ডেইলি জিকে ক্যারিয়ার এ স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ৫০ টি জেনারেল নলেজ করলাম। প্রত্যেক পরীক্ষার জন্য জেনারেল নলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্যাটিক থেকে কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই খুবই গুরুত্বপূর্ণ।
|
Important general knowledge |
পরীক্ষার হলে আন্দাজে এই প্রশ্নের উত্তর করা খুবই অসম্ভব যদি জানা থাকে তো খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে answers দেওয়া যায়। যদি না জানা থাকে তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এবং এই অংশ থেকে নেগেটিভ মার্কিং ও বেশি হয়ে যায়, আন্দাজে উত্তরে টিক দেওয়ার ফলে।
তাই প্রতিদিন কম করে ৫০ টি জি কে করা খুবই দরকার। জিজ্ঞেস সব বিষয় থেকেই করতে হবে যেমন বাংলা ,ইতিহাস ,ভূগোল ,বায়োলজি ,কেমিস্ট্রি, ফিজিক্স ,পলিটি ,অর্থনীতি ,সাইন্স ও টেকনোলজি এবং পরিবেশ থেকে।
তাই সেই কথা মাথায় রেখে বিভিন্ন পরীক্ষার বেশি সে আজ আমি তোমাদের সঙ্গে ৫০টি সব ধরনের প্রশ্ন শেয়ার করলাম যেগুলো প্রায় পরীক্ষার জন্যই।
প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি ভালো করে মন দিয়ে পড়ো। কিংবা যেগুলো মনে রাখার অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো তাহলে খুব সহজেই মনে থাকবে। এবং পরীক্ষার সময় রিভাইস করতে সুবিধা হবে।
চলো তবে শুরু করা যাক,
প্রশ্ন:- ভারতীয় রেলের মূল মন্ত্র কি?
উত্তর:- প্রসন্ন চিত্তে গ্রাহকদের সেবায়।
প্রশ্ন:- বাংলা ভাষা সাহিত্যে সার্থক উপন্যাস এর প্রবর্তক কোন সাহিত্যিক এর ?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই বাংলা ভাষা সাহিত্যে সার্থক উপন্যাস এর আবির্ভাব ঘটে।
প্রশ্ন:- ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে জমির সর্বোচ্চ নিলামের যে ব্যবস্থা করেছিলেন তার সঙ্গে কোন বন্দোবস্তটির সাদৃশ্য ছিল?
উত্তর:- মুঘলদের ইজারাদারি ব্যবস্থা।
প্রশ্ন:- বক্সারের যুদ্ধে ইংরেজ পক্ষের প্রধান সেনাপতির নাম কি ছিল ?
উত্তর:- বক্সারের যুদ্ধে ইংরেজ পক্ষের প্রধান সেনাপতির নাম ছিল হেক্টর মুনরো।
প্রশ্ন:- রেল সপ্তাহ পালিত হয় কোন সময় ?
উত্তর:- রেল সপ্তাহ পালন করা হয় প্রতিবছর 10 থেকে 16 এপ্রিল কারণ ভারতীয় রেল প্রথম যাত্রা শুরু করে ১৬ এপ্রিল ১৮৫৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:- গুজরাটের কোন শাসক যিনি হুমায়ুনের সমসাময়িক ছিলেন এবং যিনি পর্তুগিজদের সঙ্গে লড়াইয়ে তাদের জাহাজ থেকে পড়ে মারা যান ?
উত্তর:- বাহাদুর শাহ।
প্রশ্ন:- নানা সাহেব নামে কে পরিচিত ?
উত্তর:- বালাজি bajirao সাহেব নামে পরিচিত।
প্রশ্ন:- কোন ইউরোপীয় বণিকরা প্রথম চিনাদের সঙ্গে বিস্তৃত আকারে বাণিজ্য করা শুরু করে ?
উত্তর:- ডেন রা ।
প্রশ্ন:- কোন মুঘল সম্রাট একজন বিনা বাদক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ?
উত্তর:- ঔরঙ্গজেব।
প্রশ্ন:- আদাব ই আলমগিরি বলতে কী বোঝায়
উত্তর:- শাহজাহান ও ঔরঙ্গজেবের মধ্যে অর্থনৈতিক নীতি নির্ধারণ গত দ্বন্দ্ব কে বোঝানো হয়।
প্রশ্ন:- শরীরের কোন অংশকে কোষের শক্তিঘর বলা হয় ?
উত্তর:- মাইটোকনড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর।
প্রশ্ন:- ভারতীয় রেলে লাইফ লাইন এক্সপ্রেস বলতে কী বোঝায় ?
উত্তর:- ভারতীয় রেলে লাইভ লাইন এক্সপ্রেস বলতে বোঝায় সাধারণত চলমান রেলওয়ে হাসপাতালকে, যেটি স্থাপিত হয়েছিল ১৬ ই জুলাই ১৯৯১ সালে ।
প্রশ্ন:- পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে ?
উত্তর:- পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন।
প্রশ্ন:- ইন্ডিকা কে লিখেছিলেন ?
উত্তর:- ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্থিনিস।
প্রশ্ন:- গদর পার্টির জন্ম হয় কোন দেশে ?
উত্তর:- আমেরিকাতে গদর পার্টি প্রথম শুরু হয়েছিল।
প্রশ্ন:- ইংরেজি ভাষা সাহিত্যে আধুনিক কবিতার জনক কাকে বলা হয় ?
উত্তর:- জিওফ্রে চসার কে আধুনিক কবিতার জনক বলা হয় ।
প্রশ্ন:- শিলাদিত্য কার ছদ্মনাম ছিল ?
উত্তর:- হর্ষবর্ধনের ছদ্মনাম ছিল শিলাদিত্য।
প্রশ্ন:- অম্ল বৃষ্টির মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কোনটি ?
উত্তর:- এইচ টু এস ও ফোর / H2SO4
প্রশ্ন:- চিনা বাদাম চাষ প্রথম কোন দেশে শুরু হয় ?
উত্তর:- ব্রাজিলে প্রথম চীনা বাদাম চাষ শুরু হয়।
প্রশ্ন:- গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- জহরলাল নেহেরু গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন।
প্রশ্ন:- দৈর্ঘ্য অনুসারে এশিয়াতে ভারতীয় রেলের স্থান কোথায় রয়েছে ?
উত্তর:- দৈর্ঘ্য অনুসারে ভারতীয় রেলের স্থান এশিয়াতে প্রথম।
প্রশ্ন:- ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চলের নাম কি ?
উত্তর:- ঝরিয়া।
প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর:- ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন:- কলিঙ্গ কোন রাজ্যের প্রাচীন নাম?
উত্তর:- ওড়িশা।
প্রশ্ন:- ৩৮ তম প্যারালাল লাইন কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এর মাঝে।
প্রশ্ন:- কে প্রবর্তন করেন সূর্যাস্ত আইন ?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন।
প্রশ্ন:- কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- মোহাম্মদ আলী কমরেড পত্রিকার সম্পাদক ছিলেন।
প্রশ্ন:- শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন ?
উত্তর:- শৈব।
প্রশ্ন:- ভারতের কবে রেল বোর্ড স্থাপিত হয়েছিল এবং কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তর:- ভারতে রেল বোর্ড স্থাপিত হয়েছিল ১৯০৫ সালে দিল্লিতে ।
প্রশ্ন:- গ্রান্ড ব্যাংক একটি........…..।
উত্তর:- গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া।
প্রশ্ন:- ব্রজরুচি গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- অশ্বঘোষ।
প্রশ্ন:- এশিয়ার রোম নামে পরিচিত ভারতের কোন শহর?
উত্তর:- দিল্লি।
প্রশ্ন:- মানবদেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম কি ?
উত্তর:- সায়াটিক।
প্রশ্ন:- শিখ জাতির পঞ্চম গুরু কে ছিলেন ?
উত্তর:- গুরু অর্জুন।
প্রশ্ন:- ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন:- কলেরা রোগটির কারণ কি ?
উত্তর:- ব্যাকটেরিয়া।
প্রশ্ন:- মার্কারির বিষক্রিয়ায় কোন রোগ হয় ?
উত্তর:- মিনামাটা।
প্রশ্ন:- দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তর:- দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী।
প্রশ্ন:- ঋক বৈদিক যুগের একটি প্রধান পশু হিসেবে ঘোড়ার গুরুত্ব অপরিসীম আর এই ঘোড়ার নাম উল্লেখ ঋকবেদে মোট কতবার করা হয়েছে ?
উত্তর:- ২১৫ বার ঋকবেদে ঘোড়ার নাম উল্লেখ করা হয়েছে।
প্রশ্ন:- ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়?
উত্তর:- ফরাসি বিপ্লব।
প্রশ্ন:- কোন শূর শাসকের হিন্দু সেনাপতি ছিলেন হিমু যিনি পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে আফগানদের নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর:- মোহাম্মদ আদিল শাহ।
প্রশ্ন:- রেল বাজেট কবে পাস করা হয় ?
উত্তর:- রেল বাজেট পাস করা হয় 26 শে ফেব্রুয়ারি প্রতিবছর ।
প্রশ্ন:- মহাসাগরীয় শৈলশিরা দুপাশে কোন প্রকার শিলার অস্তিত্ব লক্ষ্য করা গেছে ?
উত্তর:- ব্যাসল জাতীয় শিলা লক্ষ্য করা গেছে।
প্রশ্ন:- সমুদ্র বক্ষের বিস্তার সম্পর্কিত মতবাদ কে দিয়েছিলেন ?
উত্তর:- হ্যারি হেস।
প্রশ্ন:- কমেডি অফ এররস গ্রন্থের অনুসরণে বিদ্যাসাগর যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম কি ?
উত্তর:- কমেডি অফ এররস গ্রন্থের অনুসরণে বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস নামক গ্রন্থটি লিখেছিলেন।
প্রশ্ন:- গ্যালিলিও প্রথম কোন পেশায় নিয়োজিত হন ?
উত্তর:- গ্যালিলিও প্রথম পিসা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষকতায় নিয়োজিত হয়েছিলেন।
প্রশ্ন:- দিল্লির কোন সুলতান প্রথম তার রাজপ্রাসাদের সামনে একটি বিশাল ঘন্টা টাঙিয়েছিলেন যাতে তার রাজ্যের যেকোনো ক্ষতিগ্রস্ত প্রজা যেকোনো সময় ওই ঘন্টা বাজিয়ে সুলতানকে তার ক্ষতিগ্রস্ততার কথা অবহিত করতে পারেন ?
উত্তর:- বলবন
প্রশ্ন:- ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য লর্ড ডালহৌসি কোন কোন পথ বেছে নিয়েছিল ?
উত্তর:- প্রথমত প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে রাজ্য বিস্তার করেছিলেন , দ্বিতীয়ত সত্ববিলোপ নীতির মাধ্যমে রাজ্য বিস্তার করেছিলেন , তারপর কুশাসনের অজুহাতে রাজ্য জয় করেছিলেন এবং হস্তান্তর নীতির দ্বারা রাজ্য বিস্তার করেছিলেন।
প্রশ্ন:- কারক বিভক্তি নির্মাণ করো : আমাদের ট্রেন¹ অনেক আঁকা বাঁকা পথ² অতিক্রম করিয়া ধীরে ধীরে³ উপরে⁴ উঠিতে লাগিল।
উত্তর:- 1 - কর্তৃকারকের শূন্য বিভক্তি
2 - কর্মকারকে শূন্য বিভক্তি
3 - করণ কারকে এ বিভক্তি
4 - অধিকরণ কারকে এ বিভক্তি।
প্রশ্ন:- ভারতের কোথায় রেলওয়ে টেস্টিং এন্ড রিসার্চ সেন্টার অবস্থিত ?
উত্তর:- ভারতের লখ্নো রেলওয়ে টেস্টিং এন্ড রিসার্চ সেন্টার রয়েছে ।
এই ছিল আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান /। General knowledge থেকে প্রশ্ন এবং উত্তর।
হাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী পোস্ট এ।
বা পরবর্তী পোস্টটি তে সহজে আপডেট পেতে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো।