ভারতের জাতীয় আন্দোলন
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব 1
হ্যালো বন্ধুরা ,
Daily GK Career এ তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে শেয়ার করব যেগুলো wbcs পরীক্ষার এবং মেন্স এর জন্য গুরুত্বপূর্ণ।
ভারতের জাতীয় আন্দোলন প্রশ্ন ও উত্তর |
যারা যারা ডাবলুবিসিএস/WBCS পরীক্ষা গতবারের দিয়েছিলে এবং এবারেও দিচ্ছ তারা অবশ্যই জানো যে ভারতের জাতীয় আন্দোলন এই পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
প্রতিবারই ভারতের জাতীয় আন্দোলন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এসেই যায়। তাই এই অধ্যায়ের কোন প্রশ্ন যাতে মিস না যায় তার জন্য আজকে এই অধ্যায়ের এই 15 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
Indian National Movement part 1 important questions answers
ভারতের জাতীয় আন্দোলন পর্ব 1
প্রশ্ন সংখ্যা 15 টি।
WBCS পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষা এর জন্য গুরুত্বপূর্ণ।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
প্রশ্ন :- কত সাল থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলিতে পঠন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ?
উত্তর :- ১৯০৪ সাল থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন পাঠানোর কাজ শুরু হয়েছিল।
প্রশ্ন :- মুঘল আধিপত্যের অধীনতা বাস ছিন্ন করে কর্নাটকে একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর :- সাদাতুল্লা খান কর্নাটকে একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন :- ১৭৭৯ সালের ওয়ারগাঁও চুক্তি ইংরেজদের সঙ্গে মারাঠাদের পক্ষে কে সম্পাদিত করেছিলেন?
উত্তর :- মহাদজি সিন্দিয়া ।
এই অধ্যায়ের বাকি প্রশ্ন গুলো অবশ্যই পড়ে নিও। কারণ এই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ।
প্রশ্ন :- ১৯১৮ সালে প্রতিষ্ঠিত মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রথম সভাপতি হিসেবে মিস্টার বিপি ওয়াদিয়া কোন জাতীয়তাবাদী আন্দোলনটির সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর :- হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ।
প্রশ্ন :- রবীন্দ্রনাথ ঠাকুর কোন স্বাধীনতা সংগ্রামী কে দেশ নায়ক এ ভূষিত করেছিলেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়কে ভূষিত করেছিলেন।
প্রশ্ন :- কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত ছিলেন ?
উত্তর :- রামাস্বামী নাইকার।
প্রশ্ন :- নিউ এজ বা নিউ যুগান্তর বিপ্লবী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ মহিলা বিপ্লবী ছিলেন কে ?
উত্তর :- ননীবালা দেবী।
প্রশ্ন :- জহরলাল নেহেরু নেতৃত্বে ১৯৪৬ খ্রিস্টাব্দে যে অন্তবর্তী সরকার গঠিত হয়েছিল সেই সরকারের শিক্ষা দপ্তরের দায়িত্ব কে নিয়েছিলেন ?
উত্তর :- চক্রবর্তী রাজা গোপালচারি।
প্রশ্ন :- দীপাবলি ঘোষণাপত্র যার মাধ্যমে ভারতকে উপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং সাইমন কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে একটি গোল টেবিল বৈঠক আহ্বান করা হবে। এই ঘোষণাপত্রের শুভ শখ ছিলেন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ?
উত্তর :- লর্ড আরউইন।
প্রশ্ন :- ১৯৩০ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত উপদেশে একটি মুসলিম রাজ্য গঠনের বিখ্যাত ঐতিহাসিক প্রস্তাব দিয়েছিলেন কে ?
উত্তর :- মোহাম্মদ ইকবাল।
প্রশ্ন :- গণপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজুলেশন টির নাম কি ?
উত্তর :- অবজেক্টিভ রেজুলেশন।
প্রশ্ন :- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে গান্ধীবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন খান আব্দুল গফফার খান এক্ষেত্রে তার প্রধান সহযোগী কে ছিলেন ?
উত্তর :- ডক্টর খান সাহিব।
প্রশ্ন :- সর্বভারতীয় জাতীয়তাবাদী মুসলিম সম্মেলনের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর :- আবুল কালাম আজাদ।
প্রশ্ন :- ১৮৫৭ সালের মহাবিদ্রোহ চলাকালীন কোনুয়ার সিং এর নেতৃত্বে বিহারে যে বিদ্রোহ শুরু হয়েছিল তাকে প্রাথমিকভাবে দমন করেছিলেন যে ২ নিয়ে সেনাপতি তাদের একজন হলেন ভিনসেন্ট আয়ার অন্যজনের নাম কি ?
উত্তর :- উইলিয়াম টেলার।
প্রশ্ন :- ১৯৩৭ সালে অনুষ্ঠিত ব্রিটিশ ভারতের প্রথম সাধারণ নির্বাচনে মুসলিম লীগ মোট ৪৮২ টি আসনের মধ্যে কতগুলো আসনে জয় লাভ করেছিলেন ?
উত্তর :- মাত্র ৫১ টি আসনে জয়লাভ করেছিলেন।