নদীর তীরে অবস্থিত ভারতের প্রধান শহরের তালিকা
হ্যালো বন্ধুরা,
Daily GK Career এ তোমাদের প্রত্যেককে স্বাগতম।
আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ শেয়ার করতে চলেছি। একটি ছকের মাধ্যমে কয়েকটি গু খুব গুরুত্বপূর্ণ ভারতের নদী এবং তার তীরে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তোমরা ইতিমধ্যেই নোটিফিকেশন পেয়েছ food SI AND SSC CHSL এর।
SSC CHSL এর ফরম ফিলাপ চালু হয়ে গিয়েছে। এই পরীক্ষাটি এবার ের বাংলায় চালু হতে চলেছে অর্থাৎ বাংলা মাধ্যমেও এই পরীক্ষা দেওয়া যাবে। তাই যেসব ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে পরীক্ষা হওয়ার জন্য ভয় পেয়েছিলে তারাও এই পরীক্ষায় বসতে পারবে খুব সহজেই।
৯ই মে থেকে ফরম ফিলাপ চালু হয়ে গিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফরম ফিলাপ কি করে নাও। অতি অবশ্যই।
তাই বেশি আর না কিছু বলে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ নদী এবং শহরের তালিকাটি শেয়ার করলাম ভালো করে পড়ে নিও।
এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
শহর | নদী |
---|---|
নাসিক | গোদাবরী নদী |
বিজয়ওয়াড়া | কৃষ্ণা নদী |
শ্রীনগর | ছিলাম |
ডিব্রুগড় | ব্রহ্মপুত্র |
গৌহাটি | ব্রহ্মপুত্র |
কলকাতা | হুগলি |
এলাহাবাদ | গঙ্গা |
আমেদাবাদ | সবরমতি |
আগ্রা | যমুনা |
উজ্জয়নী | শিপ্রা |
হাম্পি | তুঙ্গভদ্রা |
কুরনুল | তুঙ্গ ভদ্রা |
কোটা | চম্বল |
জলপাইগুড়ি | তিস্তা ও করলা |
শ্রীরঙ্গপত্তম | কাবেরী |
দিল্লি | যমুনা |
ফিরোজপুর | শতদ্রু |
পানাজি | মান্ডবী |
দুর্গাপুর | দামোদর |
তিরুচিরাপল্লী | কাবেরী |
জব্বলপুর | নর্মদা |
কৃষ্ণনগর | জলঙ্গি |
কটক | মহানদী |
আগরতলা | হাওরা |
অযোধ্যা | সরযূ |
পাটনা | গঙ্গা |
কেদারনাথ | |
লখনও | গোমতী |
লুধিয়ানা | শতদ্রু |
বারানসি | গঙ্গা |
ঋষিকেশ | গঙ্গা |
মানালি | বিপাশা |
সুরাট | তাপ্তি |
হায়দ্রাবাদ | মুশী |
বদ্রিনাথ | অলকানন্দ |
হরিদ্দার | গঙ্গা |
কুলু | বিপাশা |
সম্বলপুর | মহানদী |
বোলপুর | কোপাই |
মালদহ | গঙ্গা |