পুরাণের কয়েকটি সংখ্যা তত্ত্ব এর তালিকা
List of some number theories in Puranas
হ্যালো বন্ধুরা,
Daily GK Career এ তোমাদের প্রত্যেককে স্বাগতম।
আজ আমি তোমাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি যেখান থেকে আপাতত দৃষ্টিতে কোন পরীক্ষাতেই তেমন কোন প্রশ্ন আসে না।
শুধুমাত্র জানার তাগিদের জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে।
আজকের টপিক হল কয়েকটি উল্লেখযোগ্য সংখ্যাতত্ত্ব পুরান ভিত্তিক।
অর্থাৎ পুরাণ অনুযায়ী আমরা অনেক সংখ্যা কে বিভিন্ন রকম ভাবে চিনে থাকি। যেমন একই চন্দ্র দুইয়ে পক্ষ অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। চার বেদ অর্থাৎ ঋকবেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই ধরনের কিছু ইন্টারেস্টিং সংখ্যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে।
সংখ্যা | বিষয় |
---|---|
পক্ষ | শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ |
ত্রিভুবন | স্বর্গ, মর্ত্য ও পাতাল |
ত্রিকাল | বর্তমান, অতীত ও ভবিষ্যৎ |
ত্রিকুল | পিতৃকুল মাতৃকুল ও শশুরকুল |
ত্রিগুণ | সতঃ রজঃ ও তমঃ |
ত্রিমূর্তি | ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর |
ত্রিপাপ | অতিপাতিক উপপাতিক মহাপাতিক |
ত্রিদশা | পিতৃদশা মাতৃ দশা ও গুরু দশা |
তিন অহংকার | সাত্ত্বিক রাজসিক তামসিক |
চার যুগ | সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ কলি যুগ |
চতুরাশ্রম | ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্ত সন্ন্যাস |
চার ধাম | বদ্রীনাথ পুরি দ্বারকা রামেশ্বরম |
ছোট চার ধাম | বদ্রিনাথ কেদারনাথ যমুনোত্রী গঙ্গোত্রী |
চতুরবর্গ | ধর্ম অর্থ কাম মোক্ষো |
পঞ্চরত্ন | মনি মুক্তা প্রবাল স্বর্ণ রুপা |
পঞ্চগব্য | দধি, দুগ্ধ গোময় গোমূত্র ঘৃত |
পঞ্চ দেবতা | সূর্য বিষ্ণু শিব দুর্গা গণেশ |
পঞ্চ শস্য | ধান মাস কলাই মুগ কলাই / সাদা সরষে যব তিল |
পঞ্চবট | অশ্বথ বট আমলকী বিল্ব অশোক |
পঞ্চকন্যা |
অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী |
পঞ্চতীর্থ | গয়া গঙ্গা কুরুক্ষেত্র পুষ্কর প্রভাস |
পঞ্চ রং | কালো সাদা সবুজ লাল হলুদ |
পঞ্চ কেদার | কেদারনাথ তুঙ্গনাথ রুদ্র নাথ মধ্যমহেশ্বর কল্পেশ্বর |
পঞ্চপান্ডব | যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব |
পঞ্চ ভূত | ক্ষিতি অপ তেজ মরুত ব্যোম |
পঞ্চামৃত | দধি দুগ্ধ ঘৃত চিনি মধু |
পঞ্চ যজ্ঞ | ব্রহ্ম যজ্ঞ পিতৃ যজ্ঞ দেবযজ্ঞ ভূত যজ্ঞ নৃযজ্ঞ |
পঞ্চ পল্লব | অশ্বথ বট আম পাকুর যজ্ঞ ডুমুর |
পঞ্চ কষায় | বট শিমুল জাম বকুল কুল |
পাঁচফোড়ন | কালো জিরে মেথি মৌরি রাধুনী জিরে |
ষড়রিপু | কাম ক্রোধ মোহ লোভ মদ মৎসর্য |
ষড়দর্শন | সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা / বেদান্ত |
সপ্তপুরী | উত্তরপ্রদেশের অযোধ্যা দ্বারকা শিব মন্দির কান্চিপুরাম এর কামাক্ষী আম্মাম মন্দির উত্তরপ্রদেশের হরিদ্বার উজ্জয়িনী এর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ বেনারসের শিব মন্দির মথুরার কৃষ্ণ মন্দির |
সপ্ত লোক | ভুঃ ভবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য |
সপ্ত সমুদ্র | লবণ ইক্ষুরস সূরা ঘৃত দধি সাদুদক ক্ষীর |
সপ্তদ্বীপ | জম্মু প্লক্ষ কুশ শক পুষ্কর শল্মলি ------ |
সপ্ত স্বর্গ | ভুঃ ভবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য |
সপ্ত পাতাল | পাতাল অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল |
সপ্তরথী | দ্রোণাচার্য কর্ণ অশ্বথামা শকুনি দুর্যোধন দূঃসাসন ভীষ্ম |
সপ্তর্ষী | বশিষ্ট্ অত্রি অঙ্গীরা মরীচী পুলস্ত ক্রতু পুলহ |
অষ্ট দিকপাল | ইন্দ্র মরুৎ বহ্নি কুবের ঈশান যম নৈরিত বরুণ |
অষ্টনাগ | অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট শঙ্খ |
অষ্টযুগ | যম নিয়ম প্রায়নাম প্রত্যাহার আসন ধ্যান ধারণা সমাধি |
অষ্টধাতু | সোনা রুপা রঙ্গ নাসারঙ্গ লোহা সিসা তামা মসদ |
নবরত্ন | মুক্তা মানিক্য বৈদুর্য গোমেদ হীরক নালশক্তি বিদ্রুম পুষ্পরাগ মরকত |
নবগ্রহ | সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি কেতু রাহু শুক্র শনি |
নবপত্রিকা | কলা ডালিম কালো কচু অশোক হরিদ্রা বিল্ব ধান্য জয়ন্তী মান কচু |
নব দূর্গা | পার্বতী সিদ্ধিদাত্রী কালরাত্রি ব্রহ্মচারীনি চন্দ্রঘন্টা কুষ্মাণ্ডা। স্কন্দ মাতা মহাগৌরি কাত্যায়নি |
দশ মহাবিদ্যা | কালী তারা কমলা ছিন্নমস্তা ষোড়শী ধুমাবতী ভুবনেশ্বরী বগলা ভৈরবী মাতঙ্গী |
দশ দিক | উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি বায়ু নৈরীত ঊর্ধ্ব অধঃ |
দশ অস্ত্র দেবী দুর্গার | ডান হাতে- নিচ থেকে উপরের দিকে শঙ্খ ,চক্র, ত্রিশূল, দন্ড, ধনু ও তৃণীর। বাম হাতে- নিচ থেকে উপরের দিকে নাগাহার ,কুঠার, বজ্রান্তর, খর্গ ও ঢাল , পদ্ম |
দশাবতার বিষ্ণুর | মৎস্য কূর্ম নরসিংহ বামন কল্কি পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ |
১০ মৃত্তিকা | নদীর উভয় কুলের মাটি, বরাহ দন্ত মৃত্তিকা চতুষ্পদ মৃত্তিকা গঙ্গামাটি বৃষশৃঙ্গের মাটি পর্বত শৃঙ্গ মৃত্তিকা উইঢিবির মৃত্তিকা গজদন্ত মৃত্তিকা রাজদ্বার মৃত্তিকা বেশ্যাগৃহের মৃত্তিকা |
দ্বাদশ রাশি | মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি |
পুরান | ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু ,শৈব ,ভাগবত, ব্রহ্মাণ্ড ,নারদীয় ,মারকণ্ডেয় ,আগ্নেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, গড়ুর ,লিঙ্গ ,বরাহ, স্কন্ধ ,বামন, কুর্ম, মৎস্য। |
পক্ষ | শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। |
বেদ | ঋগ্বেদ, সামবেদ ,যজুর্বেদ, অথর্ববেদ |
ছয় ঋতু | গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। |