LIFE SCIENCE
মাধ্যমিক 2024
জীবন বিজ্ঞান প্রশ্ন ২০২৪
Daily GK Career:
হ্যালো বন্ধুরা ডেইলি জিকে ক্যারিয়ারে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের থেকে একটি প্রশ্ন সেট শেয়ার করলাম যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এখানে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো এবারে পরীক্ষার জন্য ১০০ পার্সেন্ট খুবই ইম্পরট্যান্ট।
তাই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি তারা যেন এই প্রশ্নগুলো ওঠে অবশ্যই দেখে যেতে পারে। স্কুলের টেস্ট পরীক্ষার আগে একবার এ প্রশ্নগুলো দেখে যেতে পারো।
তোমরা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রতিটা বিষয়ের সমস্ত অধ্যায় কমপ্লিট করে ডিভাইস দেওয়ার চেষ্টা করো যাতে করে বহু প্রশ্ন প্র্যাকটিস করতে পারো বাকি সময়টাতে।
১ - ১৫ = ১৫ ।
বিভাগ – 'ক'
১।
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাকাটি সম্পূর্ণ করে লেখ। (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
(১.১ নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হল - (ক) জিব্বেরেলিন (খ) অক্সিন (গ) সাইটোকাইনিন (ঘ) থাইরক্সিন।
১.২ নীচের যেটি মেনিনজেস এর অংশ নয়, সেটি হল- (ক) ডুরা ম্যাটার (খ) গ্রে ম্যাটার (গ) অ্যারাকনয়েড ম্যাটার (ঘ) পিয়া ম্যাটার।
১.৩ বল ও সকেট সন্ধি দেখা যায়। (ক) কাঁধে (খ) হাঁটুতে (গ) কব্জিতে (ঘ) কনুইতে।
১.৪ কোশপাত গঠনে সাহায্য করে – (ক) রাইবোজোম (খ) মাইটোকনডিয়া (গ) গলগি বডি (খ) লাইসোজোম।
১.৫ অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপতা সৃষ্টির পদ্ধতিকে বলে (ক) পিডোজেনেসিস (খ) পার্থেনোজেনেসিস (গ) পার্থেনোকার্পি (ঘ) উজেনেসিস।
১.৬ বায়ুর সাহায্যে পরাগ সংযোগ ঘটে – (ক) পদ্মা (খ) ধান (গ) কচু (ঘ) পাতাশ্যাওলা।
১.৭ প্রাণীর একটি ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা (ক) 1টি (গ)44টি (গ) ২টি (ঘ) 46টি।
১.৮ ভিউটেরানেশিয়া রোগে আক্রান্ত ব্যক্তি যে রং দেখতে অক্ষম সেটি হল- (ক) নীল (খ) হলুদ (গ) লাল (ঘ) সবুজ।
১.৯ কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল – (ক) পাপড়ি (খ) বৃতি (গ) গর্ভকেশর (ঘ) পুংকেশর।
১.১০ নীচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় সেটি হল- (ক) সুন্দরী (খ) ক্যাকটাস (গ) গরান (খ) গেঁও।
১.১১ 'কোয়াসারভেট' মতবাদের প্রবক্তা- (ক) মিলার (খ) হ্যালডেন (গ) ফক্স (ঘ) ডারউইন।
1.12 YyRr জিনোটাইপযুক্ত জীবের গ্যামেট পাওয়া যাবে – (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) আট প্রকার।
১.১৩ নীচের ত্রুটিপূর্ণ বক্তব্যটি হল – (ক) ক্যানসার সৃষ্টির প্রথম ধাপ হল টিউমার সৃষ্টি (খ) ক্যানসার সৃষ্টির অস্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়। (গ) অস্বাভাবিক হারে কোশ বিভাজনই ক্যানসারের কারণ (ঘ) সকল প্রকার টিউমার ক্যানসার নয়।
১.১৪ যে অঞ্চ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত সেটি হল – (ক) কোর অঞ্চল (খ) বাফার অঞ্চল (গ) ট্রানসিট অগাল (ঘ) সবগুলি সঠিক।
১.১৫ প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় – (ক) জিনগত জীব বৈচিত্র্যের জন্য (খ) বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য (গ) প্রাণি বৈচিত্র্যের জন্য (ঘ) উদ্ভিদ বৈচিত্র্যের জন্য
বিভাগ-'খ'
2 >নির্দেশ অনুসারে নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখ: ১×২১=২১
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যেকোনো পাঁচটি) : ১x৫=৫
২.১ গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ যোজককে ______বলে।
২.২ মানুষের দেহে সচল সন্ধিতে ______তরল থাকে।
(২.৩) ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে অ্যালিল অবস্থান করে, তাকে ______বলে।
2.8 কয়লাখনির কুলিদের বায়ুদূষণের ফলে________ নামক রোগ ঘটে।
২.৫ ক্রায়োসংরক্ষণে সংরক্ষকরূপে_____ব্যবহার করা হয়।
২.৬ প্রাণি কোশে সাইটোকাইনেসিস_____ পদ্ধতির মাধ্যমে ঘটে।
নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
২.৭ ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়।
২.৮ পিটুইটারি অস্থির অপর নাম এপিফাইসিস।
২.৯ মানুষের একটি অ্যাবডাকটর পেশি হল ডেলটয়েড।
২,১০ ক্রসিং ওভার দেখা যায় মাইটোসিস কোশ বিভাজনে।
২.১১ ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির সৃষ্টি হয়।
২.১২ পাখির ডানা ও পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ।
D. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছটি) :
২.১৯ বিসদৃশটি বেছে লেখো: CO, SO CH, CFC। ২.২০ কোন গ্রন্থিকে রেনাল গ্রন্থি বলে? ২.২১ মানব চক্ষুর কোন অংশে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়?
2.22 সুপ্রারেনাল ডিম্বক:বীজ::গর্ভাশয়:- (শূন্যস্থান পূরণ করো) ২.২৩ প্রদত্ত ক্রসটি কী জাতীয় ক্রস- F জনু জীব × প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিতৃ জনু জীব।
২.২৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত; সে বিষয়টি খুঁজে বার করে লেখো:- বাইভ্যালেন্ট, টেট্রাড, মিয়োসিস, কায়াজমা।
২.২৫ বায়ুবাহিত ও প্রোটোজোয়াঘটিত দুটি রোগের নাম লেখ। 2.26 গুড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য কী জন্য বিখ্যাত?
বিভাগ-'ঋ' ৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যেকোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: 2 × 12 = 24
৩.১ অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? ৩.২ মানুষের গমনে সহায়ক দুটি অস্থি ও দুটি পেশির নাম লেখ। ৩.৩ নিউক্লিওসাইড কী? ৩.৪ ফুলের গর্ভমুণ্ড কেটে বাদ দিলে নিষেকের ক্ষেত্রে কী হবে?
৩.৫ প্রত্যক্ষ পরিস্ফুরণ ও পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায় এমন একটি করে প্রাণীর নাম লেখ। ৩.৬ হিমোফিলিয়া রোগ স্ত্রী দেহের তুলনায় পুরুষের দেহে বেশি দেখা যায় কেন?
৩.৭ অভিব্যক্তি বলতে কী বোঝ? ৩.৮ আচরণ বলতে কী বোঝা? ৩.৯ মৌমাছির ওয়াগল নৃত্যের গুরুত্ব কী?
৩.১০ লেগহিমোগ্লোবিন কোথায় থাকে ও কী কাজ করে? ৩.১১ জীব বিবর্ধন কাকে বলে?
৩.১২ রেড ডাটা বুকের প্রয়োজনীয়তা কী?
৩.১৩ একটি উদ্ভিদের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা যদি ॥৪ হয় তবে ঐ উদ্ভিদের (i) সস্য নিউক্লিয়াসে এবং (ii) নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
৩.১৪ রড কোশ ও কোন কোশের দুটি পার্থক্য লেখ।
৩.১৫ অশ্রুগ্রন্থির ক্ষরণ বন্ধ হয়ে গেলে কী কী ঘটবে তার একটি ঘটনা লেখো।
৩.১৬ একটি প্রোটিনধর্মী ও একটি স্টেরয়েডধর্মী হরমোনের নাম লেখ।
৩.১৭ জিনোটাইপ ও ফিনোটাইপের একটি পার্থক্য লেখো।
বিভাগ-‘ঘ’৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে : ৫×6= 30
৪.১ স্নায়ুকোশের একটি পরিচ্ছন্ন চিত্রাঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) র্যানভিয়ারের পর্ব (খ) ডেনড্রাইট (গ) অথবা,
মানবচক্ষুর উল্লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) রেটিনা (খ)লেন্স (গ) অন্ধবিন্দু (খ) আইরিস। ৪.২ উদ্ভিদ কোশে সাইটোকাইনেসিস কীভাবে সম্পন্ন হয়? প্রক্রিয়া ও আরম্ভকালের উদ্ভিদ ও প্রাণী কোশের মাইটোসিসের দুটি পার্থক্য লেখ।
অথবা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে ও প্রজাতির বিবর্তনে মিয়োসিসের গুরুত্ব সংক্ষেপে লেখো। ক্রোমোজোম, DNA ও জিনের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো।
৪.৩ একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ণ ঘটালে যে যে ধরনের অপতা উদ্ভিদ উৎপন্ন হতে পারে, তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি বিবৃত করো।
অথবা, অসম্পূর্ণ প্রকটতার বংশগতি চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত ব্যাখ্যা করো। মিস্টার ও নন-সিস্টার ক্রোমাটিড কী?
8.8 জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মোর উদাহরণসহ দুটি পার্থক্য লেখ। মেরুদন্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন যে কোনো তিনটি থেকে কীভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ পাওয়া যায়?
অথবা, ফণীমনসার জল সংরক্ষণের জন্য তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সুন্দরী গাছকে 'লুকিং গ্লাস ট্রি' বলে কেন? ৪.৫ জীববৈচিত্র্য ধ্বংসের তিনটি কারণ লেখ।
হটস্পটের দুটি শর্ত উল্লেখ করো। অথবা, ইউট্রোফিকেশনের দুটি ক্ষতিকর প্রভাব লেখ। জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখ। ৪.৬ ভারতে গণ্ডার সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো।
তিনটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম এবং তাদের উৎস উল্লেখ করো। অথবা, ভারতে রেডপান্ডা সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে (দুটি)? হাঁপানির কারণগুলি কী কী (তিনটি)?