Environment MCQ GK quiz mock test in Bengali part 1 | পরিবেশ জিকে প্রশ্ন-উত্তর পর্ব ১
আজ আমি তোমাদের সঙ্গে পরিবেশের একটি মক টেস্ট শেয়ার করলাম। এই মক টেস্টে রয়েছে পরিবেশের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। খুব গুরুত্বপূর্ণ এবং সাধারণ প্রশ্ন।
Environment MCQ GK quiz mock test part 1
ইতিহাস ছাড়াও আরো অন্যান্য বিষয়ে এই ধরনের মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো।
Food SI , WBCS,WBP,SSC TET, RAIL, GROUP D, CLARK etc
তোমরা যদি অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রতিটা অধ্যায়ের সারসংক্ষেপ করতে চাও তো তোমরা পড়তে পারো এই ব্লগের সার্চবারে টাইপ করো class 8 history (ক্লাস এইট হিস্টরি) । এবং প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ তোমরা পেয়ে যাবে।
Environment MCQ Questions
Total Questions | 20 |
Subjects | Environmental Studies |
Time | 30 sec/question |
Exam | all completed exam |
Let's Start the Quiz :
1➤ যে সকল উদ্ভিদ অম্ল মাটিতে জন্মায় তাদের বলা হয়-
2➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অপ্রচলিত শক্তি?
ⓑ কয়লা
ⓒ পেট্রোলিয়াম
ⓓ বায়ু শক্তি
3➤ সুন্দরবনের কোন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়?
ⓑ কন্টক জাতীয় উদ্ভিদ
ⓒ লবণাম্বু উদ্ভিদ
ⓓ উপরের কোনোটিই নয়
4➤ ওজোন স্তরের অবস্থান হল.......
ⓑ মেসোস্ফিয়ার
ⓒ স্ট্যাটোস্ফিয়ার
ⓓ থার্মোস্ফিয়ার
5➤ বাস্তু তন্ত্রের শক্তি প্রবাহের আরম্ভ হয়
ⓑ উৎপাদক থেকে
ⓒ প্রথম সারির খাদক থেকে
ⓓ খাদ্য পিরামিডের যে কোন স্তর থেকে
6➤ নিজের কোনটি একটি প্রথম সারির খাদক?
ⓑ হাঙ্গর
ⓒ জু প্লাংটন
ⓓ কোনোটিই নয়
7➤ ভূমি ব্যবহারের জন্য যে সমস্ত উপাদান দায়ী তা হল
ⓑ শিল্পায়ন
ⓒ নগরায়ন
ⓓ সবকটি
8➤ নিম্নলিখিত শস্য গুলির মধ্যে কোনটিকে চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়?
ⓑ ডাল
ⓒ ছোলা
ⓓ সবকটি
9➤ নিচের কোনটি একটি পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ?
ⓑ সিমলিপাল
ⓒ সুন্দরবন
ⓓ কোনোটিই নয়
10➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি বাস্তুতন্ত্র?
ⓑ সবকটি
ⓒ তৃণভূমি
ⓓ জলভূমি
11➤ লাইকেন বলতে বোঝায়
ⓑ শৈবাল ও ছত্রাক দুটোই একসঙ্গে অবস্থান করলে
ⓒ শুধুমাত্র ছত্রাক
ⓓ কোনোটিই নয়
12➤ বনের বাস্তুতন্ত্রে বাঘ কোন শ্রেণীর খাদক?
ⓑ তৃতীয় শ্রেণীর খাদক
ⓒ দ্বিতীয় শ্রেণীর খাদক
ⓓ কোনটি নয়
13➤ নিচের কোন মরুভূমিটি ভারতে অবস্থিত
ⓑ গোবি মরুভূমি
ⓒ সাহারা মরুভূমি
ⓓ উপরের সবকটি
14➤ ২৫০০ মিটার উচ্চতায় হিমালয়ের কোন ধরনের বনভূমি লক্ষ্য করা যায়?
ⓑ অ্যালপাইন স্ক্রাব
ⓒ সাবঅ্যালপাইন
ⓓ সব ধরনের উদ্ভিদ
15➤ নিম্নলিখিত গুলির মধ্যে কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস?
ⓑ ক্লোরো ফ্লুরো কার্বন
ⓒ মিথেন
ⓓ সবকটি
16➤ কোন শক্তিগুলি দূষণ কম ঘটায়
ⓑ বায়ু শক্তি
ⓒ পেট্রোলিয়াম
ⓓ জ্বালানি কাঠ
17➤ কোনটি ধনাত্মক মিথস্ক্রিয়া?
ⓑ Protocorporation
ⓒ Mutualism
ⓓ সবকটি
18➤ কোনটি ঋনাত্মক মিথস্ক্রিয়া?
ⓑ Exploitation
ⓒ Antibiosis
ⓓ সবকটি
19➤ Full form of EAC
ⓑ Environmental apprasition commission
ⓒ Environment appraisal commission
ⓓ Nothing
20➤ নিম্নলিখিত কোন প্রকল্পের জন্য EIA (ইআইএ) করা উচিত
ⓑ তাপ বিদ্যুৎ প্রকল্প
ⓒ সমুদ্র উপকূলের যে কোন প্রকল্প
ⓓ উপরের সবকটি