Daily GK Career : Job, Exam, Quiz MockTest, Free Notesতোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily GK Career) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি।
এছাড়াও প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম গ্রুপে ১৫ টি কিংবা তারও অধিক কুইজ কোশ্চেন শেয়ার করা হয়। Quiz অংশগ্রহণ করতে তোমরা আমাদের উপরে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো।
কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিদ্যার নাম ( some important scientific Subjects )
কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিদ্যার জনক
কয়েকটি গুরুত্বপূর্ণবৈজ্ঞানিক বিদ্যার নাম
হ্যালো বন্ধুরা,
ডেইলি জিকে কেরিয়ারে তোমাদের প্রত্যেককে স্বাগতম।
জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বিষয়ে আজ আমি তোমাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ের বিদ্যার নাম সম্বন্ধে আলোচনা করেছি।
এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিদ্যার নাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রায় সময় বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফুড সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সহ বিভিন্ন পরীক্ষায় আসে।
বৈজ্ঞানিক বিদ্যার নামের তালিকা
বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক নাম
পরীক্ষক এখান থেকে সাধারণত তেমন কোন কঠিন বিদ্যা জানতে চায় না যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করি সেগুলোকেই পরীক্ষায় দেয়।
যদি তোমরা কয়েকটি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখো এইখান থেকে সাধারণত খুব সহজ প্রশ্নই জানতে চাওয়া হয়।
Q ➤ পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা কে কি বলা হয়?Ans ➤ অর্নিথলজি।
Q ➤ বানান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ অর্থোগ্রাফি।
Q ➤ প্রাণী পেশী কঙ্কালতন্ত্রের বিভিন্ন গঠনগত ত্রুটি এবং এই তন্ত্রের বিভিন্ন রোগ রোগ নির্ধারণ চিকিৎসা এবং রোগ নিবারণ সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়?Ans ➤ অর্থোপেডিকস
Q ➤ ক্যান্সার সংক্রান্ত চর্চা বা বিদ্যা কে কি বলা হয়?Ans ➤ অঙ্কোলজি।
Q ➤ সুখ এবং কষ্ট সংক্রান্ত চর্চা বা বিদ্যা কে কি বলা হয়?Ans ➤ অলগেডোনিক্স।
Q ➤ চিকিৎসা সাহায্যে রোগ প্রতিকার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ একোলজি।
Q ➤ ফলিত জ্যোতিষ বিদ্যা কে কি বলা হয়?Ans ➤ astrology
Q ➤ মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ অ্যাস্ট্রোজিওলজি।
Q ➤ আবহাওয়া সম্পর্কিত চর্চা কে কি বলা হয়?Ans ➤ অ্যারোলজি।
Q ➤ কৃষি যোগ্য জমি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ অ্যাগ্রলজি।
Q ➤ প্রাণী উদ্ভিদ এবং মানব কাঠামো সম্পর্কিত বিজ্ঞান কে কি বলা হয়?Ans ➤ এনাটমি।
Q ➤ বিমান পরিবহন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এরোনটিক্স।
Q ➤ শ্রবণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ অডিওলজি।
Q ➤ প্রত্নতত্ত্ববিদ্যা কে কি বলা হয়?Ans ➤ আর্কিওলজি।
Q ➤ অর্থনীতি বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ইকোনোমিক্স।
Q ➤ তড়িৎ চুম্বক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ইলেক্ট্রোম্যাগনেটিজম।
Q ➤ বিদ্যুৎ এবং রসায়নের মধ্যেকার সম্পর্কে কে কি বলা হয়?Ans ➤ ইলেক্ট্রোকেমিস্ট্রি।
Q ➤ ইলেকট্রিক বা বিদ্যুৎ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ইলেক্ট্রোলজি।
Q ➤ পরিবেশের সাপেক্ষে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সহিত বিভিন্ন সজীব এবং জড় উপাদানের সম্পর্ক কে কি বলা হয়?Ans ➤ ইকোলজি।
Q ➤ মৎস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ইকথিওলজি।
Q ➤ মহামারী রোগে ব্যবহৃত ওষুধ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এপিডিইমোলজি।
Q ➤ পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এন্টোমোলজি।
Q ➤ খোদাই করা লেখা এবং চিত্র বিষয়ক গবেষণা বা প্রস্তরে লিখিত গুপ্ত লিপি বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এপিগ্রাফি।
Q ➤ মৌমাছির প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এপিকালচার।
Q ➤ মৃত্তিকা বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ইডাফোলজি।
Q ➤ মানুষের আচার আচরণ সম্পর্কিত বিদ্যা কে কি বলা হয়?Ans ➤ এথিকস।
Q ➤ মরুভূমি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এরিমোলজি।
Q ➤ শব্দের উৎপত্তি বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ এটিমলজি।
Q ➤ পর্বত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤
ইউরোলজি।
Q ➤ মহাকাশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ কসমোলজি।
Q ➤ মানচিত্র প্রস্তুত এবং গ্লোব বিষয়ক বিজ্ঞান চর্চা কে কি বলা হয়?Ans ➤ কারটোগ্রাফি।
Q ➤ হৃদরোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ কার্ডিওলজি।
Q ➤ সময় সংক্রান্ত বিদ্যা বা চর্চা কে কি বলা হয়?Ans ➤ ক্রোনোলজি।
Q ➤ পাখির বাসা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ক্যালিওলজি।
Q ➤ তাপ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ক্যালোরিফিক্স।
Q ➤ জীবনকাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ক্রোনো বায়োলজি।
Q ➤ বংশগতি এবং একে নিয়ন্ত্রণকারী বিভিন্ন শর্ত সংক্রান্ত জীববিজ্ঞানগত বিদ্যা বা চর্চাকে কি বলা হয়?Ans ➤ জেনেটিকস।
Q ➤ পৃথিবীর পদার্থ গত বা ভূতত্ত্ব সংক্রান্ত ইতিহাসগত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ জিওলজি।
Q ➤ ভূমিরূপ এর বৈশিষ্ট্য গঠন ও সৃষ্টি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ জিও মারকোলজি।
Q ➤ বিষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ টক্সিকোলজি।
Q ➤ গাছপালা বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ডেনড্রলজি।
Q ➤ ধর্ম নিয়ে পড়াশোনা কে কি বলা হয়?Ans ➤ থিওলজি।
Q ➤ স্নায়ুতন্ত্রের গঠন কার্য এবং ত্রুটি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ নিউরোলজি।
Q ➤ কিডনি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ নেফ্রলজি।
Q ➤ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সম্পর্কে বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ন্যানো টেকনোলজি।
Q ➤ মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ পিসি কালচার।
Q ➤ বার্ধক্য সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ নষ্টলজি।
Q ➤ তাপ গতিবিদ্যা সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়?Ans ➤ থার্মোডাইনামিক্স।
Q ➤ প্রাচীন পুথি থেকে তথ্য উদ্ধার করনের বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ডিপ্লোমাটিক্স।
Q ➤ মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ পেডোলজি।
Q ➤ পরজীবী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ প্যারামাইটোলজি।
Q ➤ সৌরমন্ডলের গ্রহ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ প্লানেটোলজি।
Q ➤ জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ প্যালিঅন্টোলজি।
Q ➤ রোগ নির্ণয় সংক্রান্ত চর্চাকে কি বলা হয়?Ans ➤ প্যাথলজি।
Q ➤ সম্পদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ প্লটলজি।
Q ➤ হস্তলিখিত লিপির সংরক্ষণ এবং তাদের সঠিক নির্ণয় সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ফিলোলজি।
Q ➤ সজীব বস্তুর বিভিন্ন অঙ্গের কার্যকারিতা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ফিজিওলজি।
Q ➤ উচ্চারণ গত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ফোনেটিক্স।
Q ➤ মাথার খুলি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ফ্রেনোলজি।
Q ➤ উদ্ভিদবিদ্যা কে কি বলা হয়?Ans ➤ বোটানি।
Q ➤ জীব বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ বায়োলজি।
Q ➤ মদ তৈরির জন্য আঙ্গুরের চাষ কে কি বলা হয়?Ans ➤ ভিটিকালচার।
Q ➤ ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ভাইরোলজি।
Q ➤ কীট সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ভার্মিওলজি।
Q ➤ মানুষের উপর আবহাওয়ার প্রভাব সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ বায়োমেট্রোলজি।
Q ➤ জীবন্ত প্রাণীর রাসায়নিক প্রক্রিয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ বায়ো কেমিস্ট্রি।
Q ➤ আদ্রতা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হাইগ্লrodজি।
Q ➤ ভূমিষ্ঠ জল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হাইড্রোলজিওলজি।
Q ➤ ঘোড়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হিপোলজি।
Q ➤ রক্ত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হেমাটোলজি।
Q ➤ সূর্য সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হেলিওলজি।
Q ➤ ঘুম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হিপনলজি।
Q ➤ সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ হারপেন্টোলজি।
Q ➤ জলের বিজ্ঞান সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়?Ans ➤ হাইড্রো স্ট্যাটিক্স।
Q ➤ ফুল ফল শাকসবজি প্রভৃতি বাগান করাকে কি বলা হয়?Ans ➤ হর্টিকালচার।
Q ➤ রেশম মথ প্রতিপালন এবং উৎপাদন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ সেরিকালচার।
Q ➤ ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ সিসমোলজি।
Q ➤ কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ সাইটোলজি।
Q ➤ পস্তরের পদ্ধতিগত বর্ণনা সংক্রান্ত চর্চাকে কি বলা হয়?Ans ➤ লিথলজি।
Q ➤ এক্স রশ্মি এবং তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ রেডিওলজি।
Q ➤ পুরাণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ মিথোলজি।
Q ➤ আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ মিটিওরোলজি।
Q ➤ অভিধান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ লেক্সিকোগ্রাফি।
Q ➤ জনগণনা পরিসংখ্যান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?Ans ➤ ল্যারিথমিক্স।
তো বন্ধুরা প্রশ্নগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে।
About the Author
Hello Friends, welcome to our website Daily GK Career , founded on 27 April 2023 by Sandip Sanki.
Daily GK Career is a free professional Education platform where we provide Free online mock test, govt exam, WBCS, RAIL, GROUP D, BANK, POST Office, …
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.