দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ
আঞ্চলিক ভূগোল
ভারতের জনসম্পদ
প্রতিটি প্রশ্নের মান ১
10th Class Geography and Environment
Regional Geography
India's public resources
Value of each question
দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আঞ্চলিক ভূগোল যাকে কয়েকটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ভারতের জলসম্পদ।
এই জনসম্পদ থেকে পনেরোটি ইম্পরট্যান্ট ছোট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এর পরবর্তী প্রশ্ন গুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে।
Q ➤ 1. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
Q ➤ 2. ভারতের বৃহত্তম মিষ্টিজলের হ্রদ কোনটি?
Q ➤ 3. দক্ষিণ ভারতের পবিত্রতম নদী কোনটি?
Q ➤ 4. কোন রাজ্যে সেচসেবিত কৃষিজমি সর্বাধিক?
Q ➤ 5. উৎসস্থলে সিন্ধুনদের নাম কী?
Q ➤ " ভারতের ‘হ্রদের রাজ্য' কোটি?
Q ➤ 7. গোদাবরী নদীর উৎসস্থল কোথায় ?
Q ➤ ৪. ভারতে জলসেচের প্রধান কারণ কী?
Q ➤ 9. কৃয়া নদীর উৎস কোথায় ?
Q ➤ 10. গঙ্গা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
Q ➤ 11. গঙ্গার ডানতীরের উপনদী কোন্ কোন্ নদী ?
Q ➤ 12. গোদাবরী নদী কোন্ কোন্ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?
Q ➤ 13. কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র ?
Q ➤ 14. ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
Q ➤ 15. রাজস্থানের উল্লেখযোগ্য খাল কোনটি?