দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রথম অধ্যায় | পরিবেশের জন্য ভাবনা
Class 10 physical science lesson 1 |
Class 10 physical science lesson 1
এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন পরপর আলোচনা করা হয়েছে।
পরিবেশের জন্য ভাবনা
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান
প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে?
Q ➤ সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়?
Q ➤ সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ কত ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
Q ➤ প্রধান গ্রীনহাউস গ্যাসটির নাম কী?
Q ➤ গ্রীনহাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি?
Q ➤ গ্রীনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
Q ➤ কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?
Q ➤ গ্রীনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন-ডাই-অক্সাইডের অবদান কত শতাংশ?
Q ➤ ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোন গ্যাস?
Q ➤ সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে ?
Q ➤ সৌরকোশে অর্ধপরিবাহী হিসেবে কী ব্যবহৃত হয়?
Q ➤ বায়োগ্যাসের মূল উপাদানটি কী?
Q ➤ বায়োফুয়েলের মূল উপাদানটি কী?
Q ➤ কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?
Q ➤ আগুনে বরফ বা ফায়ার আইস কাকে বলে?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
Q ➤ পৃথিবীর রক্ষাকবচ বলে কোন স্তরকে?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে জেটপ্লেন গুলি চলাচল করে?
Q ➤ আমাদের রাজ্যে কোন জায়গায় সৌরশক্তির ব্যবহার দেখা যায়?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে জলবায়ু পরিবর্তন হয় ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে?
Q ➤ বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরটি উষ্ণতম স্তর ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ?
Q ➤ বায়ুমন্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে ?
Q ➤ বায়ুমন্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ?
Q ➤ প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কত কমে যায় ?
Q ➤ ভূপৃষ্ঠ থেকে প্রতি কিমি ওপরে উঠলে বাতাসের চাপ কত কমে যায় ?
Q ➤ বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী ?
Q ➤ বায়ুমন্ডলের ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রটির নাম কী ?
Q ➤ বায়ুমন্ডলের এক্সোস্ফিয়ার অংশে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় ?
Q ➤ একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখ ।
Q ➤ একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখ।
Q ➤ বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙ্গে ?
Q ➤ বায়ুমন্ডলে যে বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয় তার নাম কী ?
Q ➤ ওজোন স্তর ক্ষয় হ্রাসের জন্য মন্ত্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কোন সালে ?
Q ➤ জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় ?
Q ➤ উষ্ণ প্রস্রবনের প্রধান উৎস কী ?
Q ➤ কোন কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি ?
Q ➤ মিথেন হাইড্রেট থেকে কোন গ্যাস পাওয়া যায় ?
Q ➤ কোন গ্যাসীয় জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি ?
Q ➤ কোন ব্যাকটেরিয়া জৈব আবর্জনাকে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে ?
Q ➤ পাওয়ার অ্যালকোহল কী ?
Q ➤ বায়োমাসে কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Q ➤ LPG এর প্রধান উপাদান কী ?
Q ➤ CNG এর প্রধান উপাদান কী ?
Q ➤ CFC এর বাণিজ্যিক নাম কী ?
Q ➤ কোন গ্যাসকে সুইট গ্যাস বলে ?
Q ➤ SI তে তাপনমূল্যের একক লেখ।