নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল - প্রথম অধ্যায় | গ্রহ রূপে পৃথিবী - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ( Class 9 geography lesson 1)
নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল - প্রথম অধ্যায়
হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালই আছো। সবে মাত্র অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো যেসব ছাত্র-ছাত্রীরা তাদের জন্য ভূগোলের মধ্যে প্রথম অধ্যায় হিসেবে আমরা পড়ব গ্রহ রূপে পৃথিবী।
আরো পড়ুন:
https://dailygkcareer.blogspot.com/2023/07/wbp-jail-warder-recruitment-2023.html
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত নবম শ্রেণীর ভূগোলে বিশেষ করে প্রাকৃতিক ভূগোলের মধ্যে একটি অধ্যায় হল গ্রহ রূপে পৃথিবী। এই অধ্যায় থেকে আমরা যেসব বিষয়ে জানব সেগুলো হলো -
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত ? পৃথিবীর ক্ষেত্রফল কত ? পৃথিবীর ব্যাস ,পরিধি, ঘনত্ব কেমন ? এবং অতীত কাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকারের কিরকম পরিবর্তন ঘটেছে ? সেই সব বিষয়ে আমরা জানবো। পৃথিবীর আকৃতি সম্পর্কে, অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতি কেমন ? তার পাশাপাশি মানুষের বাসযোগ্য হিসেবে পৃথিবী এবং জিপিএস সহ আরো অন্যান্য বিষয় সম্বন্ধে আমরা বিশদে জানতে পারবো।
এই অধ্যায় প্রবেশ করার আগে যে বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার সেগুলো একবার দেখে নেওয়া যাক।
অফিশিয়ালি ভাবে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো প্রায় ১৫ কোটি কিলোমিটার।
সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হল আমাদের এই পৃথিবী।
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হল ১২৭৫৭ কিলোমিটার এবং মেরু ব্যাস হল ১২৭১৪ কিমি।
পৃথিবীর ঘনত্ব পাঁচ গ্রাম/ সেমি কিউব।
পৃথিবীর পরিধি প্রায় 40 হাজার কিলোমিটার।
পৃথিবীর আকৃতি প্রায় অভিগত গোলাকার অর্থাৎ জিওড।
পৃথিবীর উপরিভাগের ক্ষেত্রফল হল ৫১ কোটি ৪৭ লক্ষ বর্গ কিলোমিটার।
তো বন্ধুরা আমরা এতক্ষণ যে ইনফরমেশন গুলো পড়লাম সেগুলো আমাদের প্রত্যেককেরই জানা দরকার।
এখন আমরা এই অধ্যায় থেকে যে ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
Q ➤ প্রাচীনকালে মানুষ কি দেখে উত্তর দিক নির্ণয় করত?
Q ➤ মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত?
Q ➤ দিক নির্ণয় করার যন্ত্রের নাম কি?
Q ➤ নেপচুন এর একবার পরিক্রমণ করতে কত সময় লাগে?
Q ➤ ইউরেনাস গ্রহের বর্ণ কি প্রকৃতির?
Q ➤ চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় নেয়?
Q ➤ পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি?
Q ➤ আমাদের ছায়াপথের নাম কি?
Q ➤ পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি?
Q ➤ কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই?
Q ➤ একটি বলয় যুক্ত গ্রহের নাম লেখ?
Q ➤ পৃথিবীকে একটা ঘুরতে চাঁদের কত সময় লাগে?
Q ➤ পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি?
Q ➤ দিনের বেলায় বুধ গ্রহের উষ্ণতা কত হয় প্রায়?
Q ➤ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
Q ➤ পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি?
Q ➤ ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি?
Q ➤ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Q ➤ সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি?
Q ➤ কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থিত?
Q ➤ কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
Q ➤ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
Q ➤ সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র এর নাম কি?
Q ➤ সূর্যের কাছের গ্রহের নাম কি?
Q ➤ সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি?
Q ➤ পৃথিবীর আকৃতি কেমন ?
Q ➤ কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার ?
Q ➤ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন কে?
Q ➤ বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কটি?
Q ➤ ইউরেনাস গ্রহের রং সবুজ কেন?
Q ➤ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার পরিধি এর কিরূপ পরিবর্তন হয়?
Q ➤ ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থাটির নাম কি ?
Q ➤ সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহের নাম কি?
Q ➤ কোন গ্রহের আবর্তনের সময় পরিক্রমণের সময় অপেক্ষা বেশি?
Q ➤ এরাটোস্থেনিসের মতে পৃথিবীর পরিধি কত?
Q ➤ কুলীন গ্রহের সংখ্যা কটি?
Q ➤ ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
Q ➤ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এ কথা প্রথম কে বলেন?
Q ➤ কোন অভিযাত্রী সমুদ্রপথে সমগ্র পৃথিবী ঘোরে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দিয়েছিলেন?
Q ➤ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু বেসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার?
Q ➤ পৃথিবীর গোলত্ব প্রমাণে ইংল্যান্ডের বেডফোর্ড পরীক্ষা করেন কে?
Q ➤ কত সালে বেডফোর্ড লেভেল পরীক্ষা করা হয়?
Q ➤ প্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন কে?
Q ➤ পৃথিবী গোলাকার মনে করে জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে?
Q ➤ পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
Q ➤ সৌরজগতের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি?
Q ➤ পৃথিবীর গড় ব্যাস কত?
Q ➤ সর্বাধিক উপগ্রহ রয়েছে কোন গ্রহের?
Q ➤ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
Q ➤ পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
Q ➤ ইউরেনাস গ্রহের জমজ গ্রহের নাম কি?
Q ➤ পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ কি?
Q ➤ গণিতের যে শাখায় পৃথিবীর আকার ও আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে কি বলা হয়?
Q ➤ পৃথিবীর গোলাপ আকার আকৃতির সর্ব শেষ তম প্রমাণ হল কি?
Q ➤ বহিঃস্থ গ্রহের একটি উদাহরণ দাও?
Q ➤ অভিগত গোলক শব্দের অর্থ কি?
Q ➤ সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহের নাম কি?
Q ➤ ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম ঘোষিত হয় যে পৃথিবী গোল সমতল বা চ্যাপ্টা নয়, এই ঘোষণাটি কে করেছিলেন?
Q ➤ পৃথিবীর ক্ষেত্রফল কত?
Q ➤ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
Q ➤ কুলীন গ্রহের মধ্যে আবর্তনের সময় সবচেয়ে বেশি হয় কোন গ্রহের?
Q ➤ গ্রিক পন্ডিত এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেন তার মতে পৃথিবীর পরিধি কত ছিল?
Q ➤ সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম?
Q ➤ জিপিএস এর পুরো নাম কি?
Q ➤ বেডফোর্ড খালটি কোন দেশে অবস্থিত?
Q ➤ মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম লেখ?
Q ➤ পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কে?
Q ➤ কোন গ্রিক বিজ্ঞানের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবী ঠিক সমতল আয়তকার দেখতে?
Q ➤ কয়েকজন গ্রিক দার্শনিকের নাম লেখ?
Q ➤ দুজন রোমান দার্শনিকের নাম লেখ?
Q ➤ পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
Q ➤ কোন গ্রহকে পৃথিবীর জমজ ভাই বলা হয়?
Q ➤ বামন গ্রহের মধ্যে সবথেকে বড় গ্রহের নাম কি?
Q ➤ নাসা শব্দের ফুল ফর্ম কি?
Q ➤ কোন গ্রহকে সন্ধ্যা তারা ও শুকতারা বলা হয়?
Q ➤ সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি?
Q ➤ সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি?
Q ➤ এক স্টেডিয় সমান কত কিলোমিটার?
Q ➤ পৃথিবীর মেরু ব্য াস কি?
Q ➤ নাসা কি এটি কোথায় অবস্থিত?
Q ➤ Full form of GIS.
Q ➤ Full form of GPRS.
Q ➤ Full form of iau.