আলফা, বিটা, গামা সহ বিভিন্ন প্রকার রশ্মির ধারণা
Concept of different types of rays including alpha, beta, gamma
আলফা রশ্মির ধর্ম : হিলিয়ামের নিউক্লিয়াসের চারটি কণার (২টি প্রোটন, ২ টি নিউট্রিন) সমষ্টির বিকিরণে এই বৃশ্মির সৃষ্টি। এটি দ্রুত গতিসম্পন্ন রশ্মি। এর ভেদন ক্ষমতা খুব কম। এর ভর বেশি হওয়ার জন্য একটি কাগজের শিটকে ভেদ করতে পারে না। এই রশ্মি অ্যালুমিনিয়াম পাত দ্বারা শোষিত হয়। রেডিয়াম আলফা রশ্মি দ্বারা সৃষ্টি।
আলফা বিটা গামা রশ্মির ধারণা |
বিটা রশ্মির ধর্ম : দ্রুতগতিম্পন্ন ইলেকট্রনের বিকিরণে বিটা রশ্মির সৃষ্টি। যেহেতু ইলেকট্রনের চেয়ে
হালকা তাই উচ্চতর গতিবেগ হওয়ার জন্য এর ভেদন ক্ষমতা আলফা কনার চেয়ে বেশি (প্রায় ৫০ গুন) । ৫ মিমি একটি অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে।
গামা রশ্মির ধর্ম : এটি ফোটন রশ্মি, আলোর মতো শক্তিশালী। গামা রশ্মি ও এক্স রশ্মি একই রশ্মি। কিন্তু উৎপন্নের দিক থেকে এরা ভিন্ন। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, মানবদেহে ইহা ক্যানসার রোগ সৃষ্টি করে। এই রশ্মি ৮ মিমি অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে। সিসা গামা রশ্মিকে শোষণ করতে পারে। ক্যানসার, টিউমার রোগের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয়।
এক্স রশ্মির ধর্ম :
(১) X-রশ্মি খুব ছোট নিস্তড়িৎ তড়িৎ চুম্বকীয় বিকিরণ।
(২) আলোর সমান গতিবেগ। আলোক রশ্মির মত এক্স রশ্মিও অদৃশ্য এবং সরলরেখায় যায়। এক্স রশ্মি কোনো বস্তুকে দৃশ্যমান করতে পারে না কার এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম ফলে কোনো বস্তুর ওপর পড়লে হয় বস্তু দ্বারা শোষিত হয় বা বস্তুকে ভেদ করে চলে যায় ফলে বস্তুর ওপর এই রশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন হয় না। ফলে বস্তু দৃশ্যমান হয় না।
(৩) তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় চামড়া, কাচ, অ্যালুমিনিয়াম ও মাংসপেশি ভেদ করতে পারে। ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে।
(8) হীরক বিশুদ্ধ কি'না জানা যায়
(e) মেটাল ডিটেক্টর-এর কাজে ব্যবহৃত হয়।
(৬) হাড়ের মধ্যদিয়ে যেতে পারে না। কিন্তু জীবন্ত কোষ নষ্ট করে।
(৭) এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য অ্যাংস্ট্রম একক ব্যবহৃত হয়।
অতিবেগুনি রশ্মির ধর্ম : মানবদেহে এই রশ্মির প্রভাবে ক্যানসার রোগ সৃষ্টি হতে পারে।
অতি লাল রশ্মির ধর্ম : গ্লোবাল ওয়ার্মিং-এর অন্যতম কারণ এই রশ্মি।
বিভিন্ন প্রকার রশ্মির নাম | ||
---|---|---|
আলফা রশ্মি | বিটা রশ্মি | |
গামা রশ্মি | এক্স রশ্মি | |
আল্ট্রাভায়োলেট রশ্মি | দৃশ্যমান আলোক রশ্মি | |
ইনফ্রা রেড রশ্মি | মাইক্রোওয়েভ রশ্মি | |
তাপ বিকিরণ রশ্মি | আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি | |
রেডিও ফ্রিকোয়েন্সি | ভেরি হাই ফ্রিকোয়েন্সি | |
পাওয়ার ফ্রিকোয়েন্সি | পাওয়ার ফ্রিকোয়েন্সি |