বিখ্যাত বিশ্ব-ব্যক্তিত্ব
কনফুসিয়াস:
চিনের সু প্রদেশের শাসনকর্তা কনফুসিয়াস (খ্রিস্টপূর্ব ৫৫১ অব্দ) কনফুসীয় ধর্মের প্রবর্তন করেন। শ্রদ্ধা ও মর্যাদার চিহ্ন হিসেবে পূর্বপুরুষদের আরাধনার ওপর তিনি জোগ দিয়েছিলেন। তিনি কোনো ধর্মমত প্রচার করেন নি, তিনি শুধু বলেছিলেন যে রাজাদের কীভাবে শাসন করা উচিত, মানুষ কীভাবে তাদের নিজস্ব চরিত্র গঠন করবে যার মাধ্যমে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবে এর পন্থা। তাঁর উপদেশাবলি লিপিবদ্ধ আছে দা এনালেক্টস-এ। সেজন্য তাকে মহান শিক্ষক বলা হতো।
আলেকজান্ডার (খ্রিস্টপূর্ব ৩৫৬-৩২৩ অব্দ) :
গ্রিসের ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করেন খ্রিস্টপূর্ব ৩৩৫ অব্দে। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। তাঁর উপাধি ছিল পারস্যের মহান রাজা। ইতিহাসে 'আলেকজান্ডার দ্য গ্রেট' নামে পরিচিত। বিশ্ব জয় করার উদ্দেশ্যে তিনি ভারতসহ বহু দেশ জয় করেন। হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারত আক্রমণ করেন। ঝিলাম নদীর তীরে পৌরবরাজ পুরুর সাথে হিদাস্পাসের যুদ্ধে জয়লাভ করে ভারত অভিযান শুরু করেন। যুদ্ধে পুরু পরাজিত ও বন্দি হন। আলেকজান্ডার তাঁর শৌর্যবীর্য দর্শন করে এত প্রীত হন যে তিনি তাকে হৃতরাজ্য প্রত্যার্পণ করে তাঁর সঙ্গে মিত্রতা স্থাপন করেন। ভারতে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন। তক্ষশিলার রাজা অস্তি। আলেকজান্ডার ১৯ মাস ভারতে ছিলেন। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। আলেকজান্ডারের শুরু (গৃহশিক্ষক) ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিলেন প্লেটো এবং প্লেটোর গৃহশিক্ষক ছিলেন সক্রেটিস। খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে আলেকজান্ডারের পাঞ্জাব অভিযান প্রথম ঐতিহাসিক তারিখের সন্ধান দেয়। প্রকৃতপক্ষে আলেকজান্ডারের আক্রমণকাল থেকে ভারতের লিখিত ইতিহাস শুরু হয়। গ্রিক ও ভারতীয় শিল্পরীতির মিশ্রণে প্রখ্যাত গান্ধার শিল্প' আলেকজান্ডারের ভারত অভিযানের পরোক্ষ ফল। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয় মাত্র ৩২ বছর বয়সে।
আমেরিগো ভেসপুচ্চি (১৪৫৪-১৫১২ খ্রি.) :
ইতালির অভিযাত্রী। ১৪৯৭ সালে তিনি আমেরিকা আবিষ্কার করেন। তাঁরই নামানুসারে আমেরিকা নামকরণ হয়েছে।
উইলিয়াম সেক্সপিয়ার (১৫৬৪-১৬১৬ খ্রি.) :
ইংরেজ কবি ও নাট্যকার। সর্বকালের শ্রেষ্ঠ ইংরেখা সাহিত্যিক মনে করা হয় তাকে। তাঁর রচনাবলি চারটি ভাগে বিভক্ত ট্রাজেডি, কমেডি, ঐতিহাসিক নাটক ও সনেট। ট্রাজেডির মধ্যে রোমিও ও জুলিয়েট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যান্টনি এবং ক্লিয়াপেট্রা, কোরিওলেনাস উল্লেখযোগ্য। কমেডির মধ্যে লাভ লেবারস লস্ট, দা কমেডি অব এররস। এ মিড সামার নাইটস ড্রিম ইত্যাদি এবং ঐতিহাসিক নাটকের মধ্যে হেনরি ফোর, হেনরি ফাইভ, জুলিয়াস সিজার উল্লেখযোগ্য। তাঁর রোমারী নাটক হল দ্য উইন্টারস টেল এবং দা টেমপেস্ট। মোট দেড়শর বেশি সনেট রচনা করেছিলেন। তিনি।