কী কারণে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন ?
গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কেনো ?
(Why did Gandhi withdraw the non-cooperation movement? )
উঃ অসহযোগ আন্দোলনের মূল শক্তি ছিল গান্ধির অহিংসা। এই আন্দোলনে ছাত্র-যুবা, আইনজীবী, সরকারি চাকুরেরাও যোগ দেয়। ধীরে ধীরে আন্দোলন অহিংস থেকে উগ্র রূপ ধারণ করে। গান্ধির অসহযোগ আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে আতঙ্কিত ব্রিটিশ সরকার কংগ্রেসের বিরুদ্ধে কঠোর দমননীতি প্রয়োগ করে প্রতিরোধের চেষ্টা করে। কংগ্রেসের ভলেন্টিয়ার বাহিনী সরকার ভেঙে দেয়। জনসভা নিষিদ্ধ করে ও নেতাদের জেলবন্দি করে। মানুষের ওপর তীব্র নির্যাতন শুরু করলে জনতার ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। ফলে আন্দোলনে তীব্র হিংসা প্রবেশ করে। ১৯২২ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে পুলিশ একটি মিছিলের ওপর আক্রমণ করলে ক্রুদ্ধ জনতা পুলিশদের থানায় ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। ফলে ২২ জন পুলিশ পুড়ে মারা যায়।
গান্ধিজি এই ঘটনায় মর্মাহত হন। তিনি বলেন আন্দোলনে হিংসা প্রবেশ করেছে। এ ছাড়া মধ্যবিত্ত শ্রেণির হতাশা, কৃষকদের ওপর পুলিশি পীড়ন, খিলাফৎ সমস্যা মিটে যাওয়ায় অসহযোগ আন্দোলনের প্রতি মুসলিম সমাজের অনীহা ইত্যাদি কারণে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ১৯২২ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি বারদৌলিতে অনুষ্ঠিত কংগ্রেস কার্যকরী কমিটির সভায় তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য হন। তাঁর মতে, দেশবাসী এখনও অহিংস আন্দোলনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি।