বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সরকারি বাসভবনের তালিকা
( List of official residences of heads of state of various countries )
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনের তালিকা
ভারতের মতো বিভিন্ন দেশে যেমন ব্রিটেন কানাডা জার্মান ইরান ইতালির পাকিস্তান রাশিয়া শ্রীলংকা সহ আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রী কিভাবে প্রেসিডেন্ট কিংবা রাজ্য পাবে বা রাজা যে সরকারি বাসভবনে থাকে তার একটি লিস্ট আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
রাজ্য সরকারের বিভিন্ন ধরনের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে।
যেমন ধরো,
বৃটেনের রাজা এবং রানী যে বাসভবনে থাকেন তাকে কি বলা হয়?
আবার, পোপ যে সরকারি বাসভবনে থাকেন তার নাম কি?
তাই এই ধরনের প্রশ্ন এর উত্তর জেনে রাখা অবশ্যই দরকার।
তাই একটি তালিকার মাধ্যমে তোমাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধানের পদ এবং তার সরকারি বাসভবনের নাম আলোচনা করা হলো।
সরকারি পদের নাম | সরকারি বাসভবনের নাম |
---|---|
শ্রীলংকার প্রেসিডেন্ট | temple trees |
ভারতের রাজ্যপাল | রাজভবন |
ভারতের রাষ্ট্রপতি | রাষ্ট্রপতি ভবন |
ভারতের প্রধানমন্ত্রী | সাত নম্বর রেসকোর্স রোড |
বৃটেনের প্রধানমন্ত্রী | ১০ নম্বর ডাউনিং স্ট্রিট |
স্পেনের রাজা | royal palace |
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট | blue house |
কানাডার প্রধানমন্ত্রী | ২৪ নম্বর সাসেক্স ড্রাইভ |
নেপালের রাজা | নারায়ণ হিতি প্যালেস |
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট | ইস্তানা |
ফরাসি প্রেসিডেন্ট | ইলশে প্যালেস |
পোপ | ভ্যাটিকান প্যালেস |
রাশিয়ার প্রেসিডেন্ট | ক্রেমলিন |
পাকিস্তানের প্রেসিডেন্ট | আইওয়ান ই সাদর |
কঙ্গোর প্রেসিডেন্ট | palayas de marabre |
জার্মানির প্রেসিডেন্ট | বেলভিউ প্যালেস |
মালদ্বীপের প্রেসিডেন্ট | মুলিআগে |
কাজাখস্তানের প্রেসিডেন্ট | একে ওরদা প্রেসিডেন্টিয়াল প্যালেস |
ইরান | সাদাবাদ প্যালেস |
ইতালির প্রেসিডেন্ট | কুইরিনাল প্যালেস |
বৃটেনের রাজা ও রানী |
বাকিংহাম প্যালেস |
এই তালিকাটি বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন, WBCS, PSC CLARK, WBP CONSTABLE, RAILWAY Group D, Kolkata police, jail police, SSC GD, food SI এর জন্য খুব গুরুত্বপূর্ণ।