বিভিন্ন প্রকার প্রতীক বা চিহ্ন এর তালিকা
List of different types of symbols or signs
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন লক্ষ্য করি যেগুলো কোন না কোন বিষয়কে নির্দেশ করে যেমন ধরো কখনো জাতীয় শোক মানলে বা পালন করলে অর্ধনমিত পতাকা রাখা হয়।
কিংবা কোথাও বিপদের সংকেত থাকবে সেখানে উপরে একটি মাথার খুলি এবং তার নিচে দুটি হাড় পরস্পরকে ক্রস করে থাকে আবার হসপিটাল এর রেট ক্রস লক্ষ্য করা যায় কিংবা আবার ট্রাফিক লাইনে বিভিন্ন ধরনের আলো ব্যবহার করা হয়।
তাই এগুলোকে একটি তালিকা বা ছকের মাধ্যমে আমরা উল্লেখ করেছি। এরমধ্যে বেশিরভাগটাই আমরা জানি তবে কিছু কিছু প্রতীক চিহ্ন রয়েছে যেগুলো আমরা প্রায় সময় দেখে থাকি ।
কিন্তু তাদের অর্থ আমরা বুঝি না তাই নিজের ছকে প্রতীক চিহ্ন এবং কোন বিষয়কে নির্দেশ করছে তার একটি তালিকা তৈরি করেছি এগুলি আশা করি তোমাদের প্রত্যেককেই তোমাদের দৈনন্দিন জীবনে কাজে দেবে।
প্রতীক বা চিহ্ন এর তালিকা
প্রতীক | যে বিষয়ে নির্দেশ করে |
---|---|
জলপাইগুচ্ছ | শান্তির প্রতীক |
কলম | সংস্কৃত ও সভ্যতা |
উল্টো ভাবে উত্তলিত পতাকা | দুর্দশা |
গোপুরম | তামিলনাড়ু সরকারের প্রতীক |
কাস্তে ও হাতুড়ি | রাশিয়ার জাতীয় পতাকা |
ইউনিয়ন জ্যাক | ইংল্যান্ডের জাতীয় পতাকা |
ত্রিবর্ণ রঞ্জিত সঙ্গে চক্র | ভারতের জাতীয় পতাকা |
তারা এবং দন্ড | আমেরিকার জাতীয় পতাকা |
হলুদ পাতাকা | একটি জাহাজে যদি ছোঁয়াচে রোগী বহন করা হয় তাহলে হলুদ পতাকা থাকে |
সাদা পতাকা | শান্তি ও বিশ্বাস |
লাল পতাকা | বিপ্লব ও বিপদের চিহ্ন |
অর্ধনমিত পতাকা | জাতীয় শোক |
কালো পতাকা | প্রতিবাদ |
চক্র | প্রগতি |
মাথার খুলি ও তার নিচে দুটি হাড় ক্রস ভাবে রাখা | বিপদ |
পায়রা | শান্তি |
একজন চোখ বাধা দাড়িপাল্লা ধরা মহিলা | বিচার |
কালো আর্মব্যান্ড | শোক বা প্রতিবাদের চিহ্ন |
সবুজ আলো | রাস্তা পরিষ্কার থাকার চিহ্ন |
লাল আলো | ট্রাফিকের স্টপ চিহ্ন ছাড়াও বিপদের চিহ্ন |
জলপাই শাখা | শান্তি |
পদ্মফুল | সভ্যতা ও সংস্কৃতি |
রেডক্রস | হসপিটাল |
রেড ট্রাইংগেল | পরিবার পরিকল্পনা |
মহারাজা | এয়ার ইন্ডিয়া |