ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষের নামের তালিকা

 ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষের নামের তালিকা

রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ উদযাপিত হয় বছরের বিভিন্ন সময়। আর বিভিন্ন সময়ে নববর্ষ উদযাপনের জন্য আঞ্চলিক ভাষায় সেই সব নববর্ষের নাম ভিন্ন নামের ডাকা হয়। যেমন বিহারে নববর্ষ হোলি নামে পরিচিত , হরিয়ানাতে বৈশাখী নামে পরিচিত, আবার উড়িষ্যাতে মহাবিষুবও সংক্রান্তি নামে পরিচিত। আবার পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ নামে পরিচিত।

এইভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে নববর্ষ পরিচিত। তাই সব রাজ্যের নববর্ষ কে কি নামে ডাকা হয় তার একটি তালিকা আমরা এই পোস্টের মাধ্যমে শেয়ার করলাম। বর্তমানে আর্ট এবং কালচার থেকে বিভিন্ন পরীক্ষায় খুব উন্নত মানের এবং সাম্প্রতিক প্রশ্নগুলো আসছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকের উচিত আর্ট এন্ড কালচার বিষয়টি খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে রাজ্যভিত্তিক করে রাখা দরকার।

আর্ট এন্ড কালচার থেকে যে ধরনের প্রশ্ন আসে যেমন নৃত্য থেকে প্রশ্ন আসে বিভিন্ন উৎসব থেকে প্রশ্ন আসে আবার গান বাজনা থেকে প্রশ্ন আসে চিত্রশিল্পী থেকে পেন্টিং তবলা সানাই ইত্যাদি থেকে প্রতিবছর কোনো না কোনো পরীক্ষায় আসে। বর্তমানে মন্দির ও উৎসব থেকে প্রশ্ন আসে। এই দিকটা সবাই নজর রাখবে।


Related Posts

রাজ্যের নাম নববর্ষের নাম
জম্মু ও কাশ্মীর নভরে
হিমাচল প্রদেশ চৈতি, বাসোয়া
হরিয়ানা বৈশাখী
গুজরাট বেস্তু বরস
বিহার হোলি
ছত্রিশগড় হোলি
আসাম বোহগ বিহু, সাঙকেন
অরুণাচল প্রদেশ সাঙকেন
অন্ধপ্রদেশ উগাদি
ঝাড়খন্ড হোলি
কর্ণাটক উগাদি
কেরল বিশু
মধ্যপ্রদেশ হোলি
মহারাষ্ট্র দেওয়ালি, গুড়ি পাদোয়া
মেঘালয় কা বম খানা শ্নং
মনিপুর চেইরোবা
উড়িষ্যা মহাবিষুব সংক্রান্তি
পাঞ্জাব বৈশাখী
রাজস্থান হোলি
সিকিম লুসাং
তামিলনাড়ু পুথান্ডু
তেলেঙ্গানা গুড়ি পাদোয়া
ত্রিপুরা পহেলা বৈশাখ
উত্তরাখণ্ড হোলি
উত্তর প্রদেশ হোলি
পশ্চিমবঙ্গ পহেলা বৈশাখ


إرسال تعليق

أحدث أقدم