বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্থানান্তর কৃষির বিবিধ নাম এর তালিকা
List of different names of shifting agriculture in different regions of the world
হ্যালো বন্ধুরা,
Daily GK Career এ তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের টপিক নিয়ে আলোচনা করব। বিশ্বে এমন কতগুলি স্থান রয়েছে যেখানে স্থানান্তর কৃষির প্রচলন লক্ষ্য করা যায় খুব বেশি পরিমাণে। তাই স্থানীয় ভাষা অনুসারে এই স্থানান্তর কৃষির নাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। ভারতের ক্ষেত্রে যেমন ঝুম চাষ বিশেষ করে উত্তর পূর্ব ভারত এ পরিচিত তেমনি ভারতের বাইরে অন্যান্য এলাকায় স্থানান্তর কৃষির নাম বিভিন্ন রকম হয়ে থাকে।
বিশ্বের বিভিন্ন অঞ্চল যেমন শ্রীলংকা, মায়ানমার, ফিলিপাইনস, ব্রাজিল, ভেনেজুয়েলা, মাদাগাস্কার, মেক্সিকো, থাইল্যান্ড, জাভা, ইন্দোনেশিয়া, কঙ্গো এলাকায় ভিন্ন প্রকার হয়।
আর এই ধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় আসে তো অবশ্যই তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে বড় বড় পরীক্ষাগুলো রয়েছে সেখানেও এই ধরনের প্রশ্ন আসে।
তাই এই অধ্যায় কোনোভাবেই এভোয়েড করা উচিত নয় তাই সেই দিকে লক্ষ্য রেখে বিশ্বের বিভিন্ন স্থানের নাম এবং সেখানকার স্থানান্তর কৃষির নাম একটি ছকের মাধ্যমে আলোচনা করা হয়েছে।
স্থানান্তর কৃষির নাম | অঞ্চলের নাম |
---|---|
রে | ভিয়েতনাম |
তাভি | মাদাগাস্কর |
মাসোল | কঙ্গো |
ফ্যা্ং | নিরক্ষীয় অঞ্চলের আফ্রিকান দেশ |
লোগান | পশ্চিম আফ্রিকা |
কোমাইল | মেক্সিকো |
মিলপা | যুকেতান ও গুয়েতেমালা |
একহালিন | গোয়াদেলুপ |
মিল্যা | মেক্সিকো ও মধ্য আমেরিকা |
হুমা | জাভা ও ইন্দোনেশিয়া |
তামরাই | থাইল্যান্ড |
লাদাং | জাভা ও ইন্দোনেশিয়া |
চেনা | শ্রীলংকা |
তুঙ্গা | মায়ানমার |
কাইনজিন | ফিলিপাইনস |
চেতিমিনি | উগান্ডা, জিম্বাবুয়ে ও জাম্বিয়া |
রোকা | ব্রাজিল |
কোনুকো | ভেনেজুয়েলা |