সাধারণ জ্ঞান কুইজ মক টেস্ট পর্ব ৩
General knowledge quiz mock test part 3
হ্যালো বন্ধুরা ডেইলি জি কে ক্যারিয়ারে আপনাদের প্রত্যেককে স্বাগতম।
কুইজ মক টেস্ট পর্বে আজ আমরা পর্ব 3 এ 15 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বই পড়ার সাথে সাথে বর্তমানে মক টেস্ট দেওয়া খুবই জরুরী। প্রতিনিয়ত কমপক্ষে একটি করে ফুল মক টেস্ট দেওয়া খুবই জরুরী যে কোন চাকরি প্রার্থী দের।
যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং খুব কঠোর পড়াশোনা করছেন তারা ওই নির্দিষ্ট পরীক্ষার জন্য নির্দিষ্ট সাবজেক্টে প্রতিনিয়ত মক টেস্ট দেওয়াটা খুবই জরুরী।
তাই আজিকের পর্বে আমরা বিভিন্ন বিষয় থেকে পনেরোটি জেনারেল নলেজ এর প্রশ্ন প্রস্তুত করেছি। রাজ্য সরকারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন wbcs, psc ক্লার্ক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি পুলিশ কনস্টেবল, ফুড এসআই ইত্যাদি। এছাড়াও সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের যেসব পরীক্ষা বাংলা মাধ্যমেও দেওয়া যায় সেইসব পরীক্ষাগুলোর জন্য এইসব জেনারেল নলেজ কবি গুরুত্বপূর্ণ যেমন এসএসসি এর সিএইচএসএল (CHSL), এমটিএস (MTS) প্রভৃতি। dailygkcareer.in
তো বন্ধুরা স্টার্ট দা কুইজ (Start the Quiz) বাটনে ক্লিক করে কুইজ দিতে অংশগ্রহণ করো।