WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসাম রাইফেলস পরীক্ষা, 2024-এ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), SSF-এ কনস্টেবল (GD) এবং রাইফেলম্যান (GD) এ নিয়োগ Constable (GD) in CAPF 2024

আজ এসএসসি এর অফিসের ওয়েবসাইট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এসএসসি জিডি কনস্টেবল এর উপর। যেখানে CAPF এর তরফ থেকে কনস্টেবল এবং আসাম রাইফেল এর তরফ থেকে

  আসাম রাইফেলস পরীক্ষা, 2024-এ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), SSF-এ কনস্টেবল (GD) এবং রাইফেলম্যান (GD) এ নিয়োগ

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination, 2024 


Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। 

SSC GD Constable 2024 এর জন্য এপ্লিকেশন নেওয়া চালু হয়ে গেছে। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তারা অতিসত্বর এই পরীক্ষার জন্য ফরম ফিলাপ করে দাও।

বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।

SSC GD Constable exam application 2024
SSC GD Constable 2024



আজ এসএসসি এর অফিসের ওয়েবসাইট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এসএসসি জিডি কনস্টেবল এর উপর। যেখানে CAPF এর তরফ থেকে কনস্টেবল এবং  আসাম রাইফেল এর তরফ থেকে রাইফেল ম্যান  নেওয়া হবে।

জিডি কনস্টেবল পরীক্ষাটি কন্ডাক্ট করছেন এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এবং ভ্যাকেন্সি অবহিত হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা।

সম্পূর্ণ পরীক্ষাটি অনলাইন বেসড হবে অর্থাৎ অনলাইন এর মাধ্যমে পরীক্ষাটি নেওয়া হবে এবং পরীক্ষার ফর্ম ফিলাপ হবে অনলাইন এর মাধ্যমে। তাই যেসব ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার জন্য এপ্লাই করতে চাও বা এই পরীক্ষায় বসতে চাও তারা অতিশীঘ্রই ডেট শেষ হওয়ার আগে ফরম ফিলাপ করে নিও।

কারণ শেষ মুহূর্তে এই ধরনের এক্সামের লাইক করার সময় সার্ভার প্রবলেম থাকলে পেমেন্ট কিংবা অন্যান্য অসুবিধা সম্মুখীন হতে পারে।



এই পরীক্ষা আগে শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি মাধ্যমে কিন্তু বর্তমানে ইংরেজি ও হিন্দি ভাষা ছাড়া আরো ১৩ টি আঞ্চলিক ভাষা তে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে সে ভাষা গুলি হল আসামিস, বেঙ্গলি, গুজরাটি ,কানাডা, কোঙ্কনী, মালায়ালাম, মনিপুরী, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, এবং উর্দু।


অনলাইন এপ্লিকেশন
শুরু হয়েছে
24/11/2023
এপ্লিকেশন জমা
দেওয়ার শেষ তারিখ
31/12/2023
পেমেন্ট করার
শেষ তারিখ :
01/01/2024
এপ্লিকেশন ফর্ম
 কারেকশন করা যাবে :
04/01/2024
- 6/1/2024
পরীক্ষা হওয়ার
সম্ভাব্য তারিখ :
 ফেব্রুয়ারি কিংবা
মার্চ


NCC শংসাপত্র ধারকদের প্রণোদনা: 'NCC সার্টিফিকেট' ধারকদের প্রণোদনা নিম্নলিখিত স্কেলে দেওয়া হবে:

  • এনসিসি ‘সি’ সার্টিফিকেট’ পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ৫% 
  • এনসিসি ‘বি’ সার্টিফিকেট পরীক্ষার সর্বোচ্চ নম্বরের  ৩%
  •  এনসিসি ‘এ’ সার্টিফিকেট পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ২% 

প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন প্রচুর সংখ্যক কনস্টেবল জিডি হিসেবে ছেলেমেয়েদের নিয়োগ করেন। 

People also Search 🔍 / Click on Questions : 

SSC GD Constable 2024 ফরম ফিলাপের শেষ তারিখ কত ?

৩১শে ডিসেম্বর।

SSC GD Constable 2024 এক্সাম কবে হবে?

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

SSC GD Constable এ কতজন male নেবে ?

23347 জন।

SSC GD Constable এ কতজন female নেবে ?

2799 জন।

SSC GD Constable পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি হওয়া দরকার?

এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা হবে ক্যান্ডিডেট কে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে।

SSC GD Constable 2024 এর জন্য বয়স কত হওয়া প্রয়োজন ?

18 - 23

SSC GD Constable পদের জন্য application fees কত ?

এপ্লিকেশন ফ্রিজ মাত্র ১০০ টাকা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এবং এসসিএসটি ক্যাটাগরি ছাত্রছাত্রীদের জন্য কোন fees লাগবে না

question pattern কেমন হবে?

reasoning 20 question 40 marks // General knowledge 20 question 40 marks // Mathematics 20 question 40 marks // English Or Hindi 20 question 40 marks

পরীক্ষার জন্য মোট সময় ধার্য করা হয়েছে

এক ঘন্টা

অনলাইনে এপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে 24 শে নভেম্বর থেকে এবং অ্যাপ্লিকেশন নেওয়ার শেষ তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত।

অনলাইনে পেমেন্ট করার জন্য শেষ তারিখ হল পয়লা জানুয়ারি 2024 পর্যন্ত।

Form কারেকশন করা যাবে 4 ই জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত।

এবং পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় হলো ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস।

Telegram GroupJoin Now

WhatsApp Group Join Now


স্টাফ সিলেকশন কমিশন   এসএসসি গ্রুপ ডি এর 2024 এর ভেকেন্সিতে পুরুষ এবং মহিলাদের জন্য মোট 26146 ভ্যাকেন্সির জন্য আবেদন নিবে।

পে স্কেল : Pay level 3 (Rs. 21,700-69,100)।

SSC GD Constable application 2024
SSC GD Constable 


Fees : 

ফর্ম ফিলাপের জন্য মাত্র ১০০ টাকা ধার্য করা হয়েছে।

মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং প্রাক্তন সৈনিক (ESM) এর অন্তর্গত প্রার্থীরা সংরক্ষণের জন্য যোগ্য ফি প্রদান থেকে অব্যাহতিপ্রাপ্ত। 

বয়সসীমা: 

01-01-2024 তারিখে 18-23 বছর। প্রার্থীদের স্বাভাবিক নিয়মে 02-01-2001 এর আগে এবং 01-01-2006 এর পরে জন্মগ্রহণ করলে এই পরীক্ষায় বসতে পারবে না।


Vacancies :26146
বয়স: 18-23
  বয়স
 

প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


কম্পিউটার ভিত্তিক পরীক্ষা: কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় একটি উদ্দেশ্যমূলক টাইপ পেপার থাকবে যার মধ্যে 80টি প্রশ্ন থাকবে যার প্রতিটিতে 2 নম্বর থাকবে, নিম্নলিখিত রচনাটি থাকবে: 

Part-A 

 General Intelligence and Reasoning  

Part-B 

General Knowledge and General Awareness 

Part -C 

Elementary Mathematics 

Part-D English/ Hindi 


এক্সামটি নেওয়া হবে চারটি স্টেজের মাধ্যমে প্রথম স্টেজে রেটিং এক্সাম কম্পিউটার বেস্ট হবে আইসিটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেন এর মান ২ এইখানে প্রশ্ন থাকবে general intelligence এবং রিজনিং থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাথমেটিক্স এবং ইংলিশ অথবা হিন্দি থাকে। প্রতিটি অধ্যায় থেকে মোট কুড়িটি করে মোট আইসিটি কোশ্চেন করা হবে।


দ্বিতীয় স্টেজে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে যেখানে ছেলেদের পাঁচ কিমি দৌড়াতে হবে ২৪ মিনিটে এবং মেয়েদের দৌড়াতে হবে ১.৬ কিমি ৮ মিনিটে।


এই পরীক্ষার তৃতীয় স্টেজে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। যেখানে হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হবে। তার পাশাপাশি দৃষ্টি শক্তিও নির্ণয় করা হবে।

এবং সর্বশেষ স্টেজ এ মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং এই টেস্টের মাধ্যমে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে।

উচ্চতা: 

পুরুষ: 170 সেমি 

মহিলা: 157 সেমি 


Vacancies: 

 টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২৬,১৪৬ টি। এর মধ্যে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স নেওয়া হবে ৬১৭৪ টি।

 CISF বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নেয়া হবে ১১০২৫ টি। 

CRPF বা সেন্ট্রাল রেজাল্ট পুলিশ ফোর্স নেয়া হবে ৩৩৩৭ টি।

সশস্ত্র সীমা বল ssb নেয়া হবে ৬৩৫টি।

ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ নেয়া হবে 3189 টি।

Secretariat security force / SSF নেওয়া হবে 296 টি।

Rifleman general duty in Assam rifle নেয়া হবে ১৪৯০ টি।



People also search 🔍 for / Related Search : 

 What is the age limit of SSC GD 2024?

How to apply SSC GD 2024?

Can I apply SSC GD?

Is SSC GD exam held every year?

What is the last date of SSC GD 2020?

Ssc gd constable 2024 syllabus

Ssc gd constable 2024 registration

Ssc gd constable 2024 notification

SSC GD New Vacancy 2024

SSC GD New Vacancy 2023-24

SSC GD Notification 2024 PDF

SSC GD Vacancy 2024 PDF

SSC GD Notification 2024 PDF

SSC GD Result 2024


কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং Exam Related তোমার প্রশ্ন শেয়ার করতে পারো।




About the Author

Hello Friends, welcome to our website Daily GK Career , founded on 27 April 2023 by Sandip Sanki. Daily GK Career is a free professional Education platform where we provide Free online mock test, govt exam, WBCS, RAIL, GROUP D, BANK, POST Office, …

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.