International court of justice |
আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
International court of justice question answer
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন জেনারেল নলেজ নিয়ে এসেছি। এই জেনারেল নলেজ টি তোমাদের সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর International court of justice question answer
Q ➤ ১| আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়?
Q ➤ ২| আন্তর্জাতিক আদালতের বিচারকার্য শুরু হয় কবে থেকে?
Q ➤ ৩| আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
Q ➤ ৪| আন্তর্জাতিক আদালতের একজন বিচারকের কার্যকাল কত বছর?
Q ➤ ৫| আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন?
Q ➤ ৬| জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা আইনজীবী কে?
Q ➤ ৭| আন্তর্জাতিক আদালতের এশীয় বিচারক কে?
Q ➤ ৮| আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে???
Q ➤ ৯| আন্তর্জাতিক আদালতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হব কত বছরের জন্য???
Q ➤ ১০| আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হন???
Q ➤ ১১| আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যাবলী কী???
Q ➤ ১২| সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাইজেরিয়ার তেল সমৃদ্ধ কোন দ্বীপটি ক্যামেরুনকে ছেড়ে দেয়ার জন্য রায় দিয়েছে?