সব বিপর্যয় একপ্রকার দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়
All disasters are Hazard, but not all Hazard are disaster
নবম শ্রেণীর ভূগোল
দুর্যোগ ও বিপর্যয়
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা geography এর একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি। সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
সব বিপর্যয় একপ্রকার দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়:
দুর্যোগ হল প্রাকৃতিক বা মানবীয় কারণে সৃষ্ট অপ্রত্যাশিত চরম ঘটনা। এর মাধ্যমে ক্ষয়ক্ষতি ও জীবনহানির সম্ভাবনা থাকলেও সবক্ষেত্রে তা ঘটেনা। এটি একটি বিপদজনক অবস্থা বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে জীবন, সম্পত্তি পরিবেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা মানুষের বিপদের উৎসৰূপে গণ্য হয়। কিন্তু বিপর্যয়ে ব্যাপক জীবন ও সম্পত্তিহানি, পরিবেশগত অবনমন ঘটে ও ক্ষয়ক্ষতি পূরণ অসম্ভব হয়ে। পড়ে।
তাই ভয়াবহ দুর্যোগ হল বিপর্যয়ের কারণ এবং বিপর্যয় হল দুর্যোগের ফল বা পরিণতি। দুর্যোগ আগে এবং বিপর্যয় তার পরে সংঘটিত হয়। ভয়ঙ্কর দুর্যোগের হাত ধরে বিপর্যয়ের আবির্ভাব ঘটে। মাঝ সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড়, জনহীন মরুভূমিতে ভূমিকম্প বা খরা সৃষ্টি হলে সেখানে ক্ষয়ক্ষতির বা ঝুঁকির কোনো সম্ভাবনা থাকে না, ওই প্রাকৃতিক দুর্ঘটনা তখন দুর্যোগরূপে পরিগণিত হয়।
কিন্তু ঘনবসতিযুক্ত এলাকায় ঘূর্ণিঝড়, খরা, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূমিধস, দাবানল, পারমাণবিক বিস্ফোরণ, শিল্প দুর্ঘটনা বিপুল মাত্রায় জীবন ও সম্পত্তিহানি ঘটায় এবং ব্যাপক পরিবেশগত অবনমন হয়। ওই প্রাকৃতিক দুর্যোগগুলি বিপর্যয়রূপে চিহ্নিত হয়।
তাই বিপর্যয় হতে হলে সংশ্লিষ্ট এলাকায় প্রাথমিকভাবে অবশ্যই দুর্যোগ সৃষ্টি হয় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কিন্তু দুর্যোগ হতে গেলে সেখানে আগে বিপর্যয় ঘটেনা। সুতরাং, বিপর্যয় মাত্রই একপ্রকার দুর্যোগ, কিন্তু সকল দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না।
প্রতিনিয়ত এই ধরনের কুইজ মক টেস্টে অংশগ্রহণ করতে আমাদের সাথে যুক্ত হও।
WhatsApp Group Join Now
যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.