অজানা তথ্য : জানেন কি হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস থাকে ?
Unknown information: Do you know whether there is any other gas in the oxygen cylinder of the hospital besides oxygen?
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন অজানা তথ্য নিয়ে এসেছি। আমাদের চারপাশে সায়েন্স রিলেটেড অনেক কিছুই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়। তবুও আমরা একবারও ভেবে দেখি না এসবের কথা তাই চলুন দেখে নেওয়া যাক। হসপিটালে অক্সিজেন গ্যাস সিলিন্ডারে শুধুমাত্র যে অক্সিজেন থাকে তা নয় তার সঙ্গে অন্য আরেকটি গ্যাস ও থাকে। তার সঙ্গে আরো কয়েকটি জানা-অজানা প্রশ্ন দেখে নাও আনসার দেখুন বাটনে ক্লিক করে।
Q ➤ অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে-
Q ➤ কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ?
Q ➤ কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি হল-
Q ➤ ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
Q ➤ লেড পেন্সিলে থাকে-
Q ➤ ভিনিগারে উপস্থিত অ্যাসিড হল-
Q ➤ কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়?
Q ➤ কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল-
Q ➤ কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়?
Q ➤ মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়?
Q ➤ ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয়?
Q ➤ ধাতুর উপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলে?
Q ➤ পেট্রোলের রাসায়নিক নাম কী?
Q ➤ কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে?
Q ➤ দার্শনিকের উল কাকে বলে?
Q ➤ ক্যালামাইন কোন মৌলের আকরিক?
Q ➤ হাইড্রোজেন গ্যাসের আবিষ্কার কে করেন?
Q ➤ সবচেয়ে হালকা ধাতু কোনটি?
Q ➤ রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি?
Q ➤ গ্লবার সল্টের রাসায়নিক নাম কী?
Q ➤ কোন গ্যাসকে লাফিং গ্যাস বলে?
Q ➤ রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
Q ➤ গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?
Q ➤ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
Q ➤ কম্পিউটারের 'IC' চিপ তৈরিতে যা ব্যবহৃত হয় তা কি দিয়ে গঠিত হয় ?
Q ➤ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয়?
Q ➤ দর্পণে প্রলেপ দিতে কী ব্যবহৃত হয়?
Q ➤ পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
Q ➤ LPG এর প্রধান উপাদান কী?
Q ➤ কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে কি বলা হয়?
Q ➤ জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে?
Q ➤ প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে কিসের প্রলেপ থাকে?
Q ➤ কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়?
Q ➤ সল্ট টীকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় ?
MockTest টি যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,
নতুন কুইজ ,
।। আমাদের সাথে যুক্ত হও ।।