বিখ্যাত বাঙ্গালীদের আত্মজীবনী তালিকা
List of autobiographies of famous person Bengal
বিখ্যাত বাঙ্গালীদের আত্মজীবনী তালিকা |
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন general knowledge নিয়ে এসেছি। আজকের পর্বে আমরা কয়েকজন বিখ্যাত বাঙ্গালীদের আত্মজীবনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকজন রয়েছেন যেমন মান্না দে, রবীন্দ্রনাথ ঠাকুর, মনিশ ঘটক ,পন্ডিত রবিশঙ্কর সহ আরো অন্যান্য।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই নিজের তালিকাটি তোমরা একবার ভালো করে দেখে নিও। পারলে স্ক্রিনশট করে রাখতে পারো।
বিষয় | General knowledge |
Topics : | আত্মজীবনীর তালিকা |
জীবনীকার | আত্মজীবনী |
আলী আকবর খান | আপনাদের সেবায় |
অমলা শংকর | সাত সাগরের পারে |
কানন দেবী | সবারে আমি নমি |
চিন্তামণি কর | স্মৃতি চিহ্নিত |
নিরোদ সি চৌধুরী | অটোগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। |
দেবব্রত বিশ্বাস | ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত |
পন্ডিত রবিশঙ্কর | মাই মিউজিক, মাই লাইফ |
প্রতিভা বসু | জীবনের জলছবি |
মণীশ ঘটক | মান্ধাতার বাবর আমল |
মমতা বন্দ্যোপাধ্যায় | উপলব্ধি |
মধু বসু | আমার জীবন |
মান্না দে | জীবনের জলসাঘরে |
মৃণাল সেন | অলওয়েজ বিইং বর্ন |
রবীন্দ্রনাথ ঠাকুর | আমার স্মৃতিকথা |
রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনস্মৃতি |
হেমন্ত মুখোপাধ্যায় | আনন্দধারা |
শম্ভু মিত্র | বিচিত্র জীবন- পরিক্রমা |
শিবরাম চক্রবর্তী | ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা |
শুভাপ্রসন্ন | অন্য নাগরিক |
সাধনা বসু | শিল্পী আত্মকথা |
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | a nation in the making |
সুশীল ধারা | প্রবাহ |
সোমনাথ চট্টোপাধ্যায় | keeping the faith: memories of a parlia- mentarian |
মান্না দে | memories come alive |
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,