নিরক্ষরেখা বরাবর সময় এবং মূল মধ্যরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয় কেন?
Climate change with prime meridian time change equator ?
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন Geographical information নিয়ে এসেছি।
নিরক্ষরেখা বরাবর সময় এবং মূল মধ্যরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয় কেন? |
নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ
এটি তোমাদের সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ
নিরক্ষরেখা বরাবর সময় এবং মূল মধ্যরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয় কেন?
পৃথিবী ২৪ ঘণ্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আবার পৃথিবীর কোণ তথা দ্রাঘিমার সমষ্টি ৩৬০°।
তাই আবর্তনের জন্য ১ degree দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট (২৪× ৬০ মিনিট/ ৩৬০ = ৪ মিনিট)। নিরক্ষরেখা প্রতিটি দ্রাঘিমারেখাকে সমকোণে ছেদ করে। একজন পর্যটক নিরক্ষরেখা বরাবর হাটলে সে দ্রাঘিমারেখাগুলি অতিক্রম করে এবং সময় পরিবর্তন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে।
তাই পূর্ব বা পশ্চিম দিকে গেলে প্রতি ১ degree-তে ৪ মিনিট হারে সময় যথাক্রমে বাড়ে বা কমে। আবার উত্তর-দক্ষিণে বিস্তৃত মূল মধ্যরেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। একজন পর্যটক মূল মধ্যরেখা বরাবর হাঁটলে সে অক্ষরেখা গুলিকে অতিক্রম করে এবং উষ্ণতা বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে।
কারণ পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে ৬৬°৩০' কোণে হেলে অবস্থান করায় নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকে। ফলে সূর্যরশ্মির তাপীয়ফলের তীব্রতা তথা উষ্ণতা হ্রাস পেতে থাকে। জলবায়ু ক্রমশ শীতলতর হতে থাকে।
নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রতিনিয়ত এই ধরনের আরও প্রশ্ন ও উত্তর পেতে আমাদের সাথে যুক্ত হও।
WhatsApp Group Join Now
General knowledge টি যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ : madhyamik
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ
People also search 🔍 for / Related Search :
নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ
মূলমধ্য রেখা
নিরক্ষরেখা বরাবর সময় পরিবর্তন
মূল মধ্যরেখা বরাবর জলবায়ু পরিবর্তন
নিরক্ষরেখা
দ্রাঘিমা রেখা
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য
নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন
মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত
মূল মধ্যরেখা কাকে বলে
মূল মধ্যরেখার অপর নাম কি
মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে
মূল মধ্যরেখার মান কত
লন্ডনের কোন জেলা প্রাইম মেরিডিয়ান এর নাম রেখেছিলেন
দ্রাঘিমা নির্ণয় অংক
কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং Exam Related তোমার প্রশ্ন শেয়ার করতে পারো।