নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য
Difference Between Equator and Prime Meridian in Bengali
নবম শ্রেণির ভূগোল
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ নিয়ে এসেছি। নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে এখানে ১০টিরও বেশি পার্থক্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তোমাদের সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য |
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য
নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা হল পৃথিবীর দুটি গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা। এই দুটি রেখার মধ্যে কয়েকটি পার্থক্য নিচে আলোচনা করা হলো,
নিরক্ষরেখা
- পৃথিবীর কেন্দ্রকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে বিভক্ত করে।
- সমুদ্রের জোয়ার-ভাটা সবচেয়ে বেশি।
- পৃথিবীর বৃহত্তম বৃত্ত।
- ভূত্বক সবচেয়ে পাতলা।
- পৃথিবীকে দুই ভাগে ভাগ করে, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ।
- জলবায়ু সবচেয়ে উষ্ণ।
- সবচেয়ে দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট দিনের স্থান।
- সূর্য সবচেয়ে উঁচুতে থাকে।
- বায়ুচাপ সবচেয়ে কম।
মূল মধ্যরেখা
- স্থানীয় সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
- পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত।
- নিরক্ষরেখার সাথে ৯০ ডিগ্রি কোণে ছেদ করে।
- পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে।
- পৃথিবীর সমস্ত মানচিত্র ও গ্লোব তৈরির ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্যসমূহ
অবস্থান :-
পৃথিবীর কেন্দ্রকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে ভাগ করেছে।
পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে ।
আকার :-
পৃথিবীর বৃহত্তম বৃত্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ,
দুটি মূল মধ্যরেখা যুক্ত করলে একটি বৃত্ত হয় এবং বৃত্তটি উত্তর দক্ষিণে বিস্তৃত।
ছেদ :-
; মূল মধ্যরেখার সাথে ৯০ ডিগ্রি কোণে ছেদ করে
; নিরক্ষরেখার সাথে ৯০ ডিগ্রি কোণে ছেদ করে ।
ভূখণ্ডের বিভাজন :-
পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে
; পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে ।
দিনের দৈর্ঘ্য :-
সবচেয়ে দীর্ঘ দিন ও সবচেয়ে ছোট দিনের স্থান
; দিনের দৈর্ঘ্য নিরক্ষরেখার সাথে প্রায় সমান ।
সূর্যের অবস্থান :-
সূর্য সবচেয়ে উঁচুতে থাকে ;
সূর্যের অবস্থান নিরক্ষরেখার সাথে প্রায় সমান ।
ভূত্বকের পুরুত্ব :-
; ভূত্বক সবচেয়ে পাতলা
; ভূত্বক সবচেয়ে পুরু নয় ।
জলবায়ু :-
; জলবায়ু সবচেয়ে উষ্ণ ;
জলবায়ু নিরক্ষরেখার সাথে প্রায় সমান ।
বায়ুচাপ :-
; বায়ুচাপ সবচেয়ে কম
; বায়ুচাপ নিরক্ষরেখার সাথে প্রায় সমান ।
সমুদ্রের জোয়ার-ভাটা :-
সমুদ্রের জোয়ার-ভাটা সবচেয়ে বেশি ;
সমুদ্রের জোয়ার-ভাটা নিরক্ষরেখার সাথে প্রায় সমান ।
স্থানীয় সময় :-
স্থানীয় সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয় না
; স্থানীয় সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয় ।
মানচিত্র ও গ্লোব :-
মানচিত্র ও গ্লোব তৈরির ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় না ;
মানচিত্র ও গ্লোব তৈরির ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় ।
নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, যেখানে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে।
প্রতিনিয়ত এই ধরনের কুইজ মক টেস্টে অংশগ্রহণ করতে আমাদের সাথে যুক্ত হও।
WhatsApp Group Join Now
MockTest টি যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার পার্থক্য
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা pdf
মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত
মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা কাকে বলে
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ছবি
অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য
নিরক্ষরেখা ও বিষুবরেখা
নিরক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে গেছে
নিরক্ষরেখা কাকে বলে
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য
কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং Exam Related তোমার প্রশ্ন শেয়ার করতে পারো।