মানব শরীরের বিভিন্ন অংশ
Different parts of human body
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এখানে সাধারণ বিজ্ঞান থেকে মানব শরীরের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। এই অংশ থেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোন পরীক্ষায় একটানা একটা কোশ্চেন দিয়েই দেয় যেমন ধরো সবচেয়ে ছোট অন্তক্ষরা গ্রন্থের নাম কি যার উত্তর হল পিনিয়াল বডি। আবার ধরো সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার। অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থী । সবথেকে শক্তিশালী পেশী হলো জিভা। এই ধরনের প্রশ্ন আসে।
মানব শরীরের বিভিন্ন অংশ |
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
বিষয় | সাধারণ বিজ্ঞান |
Topics : | মানব শরীরের বিভিন্ন অংশ |
Exam : | food SI, WBP, clerkship, rail, |
গুরু অঙ্গ বা Master Organ ➡️
ব্রেন বা মস্তিষ্ক।
দেহের ব্যস্ততম অঙ্গ ➡️
হৃদপিণ্ড।
• মানব দেহের কঠিনতম অংশ ➡️
দাঁতের এনামেল।
পরিশ্রুতকরণ অঙ্গ বা ফিল্টার অর্গ্যান ➡️
বৃক্ক বা কিডনি।
যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না ➡️
কিডনি ও হৃৎপিণ্ড।
সবথেকে বড় অঙ্গ বা Largest Organ ➡️
ত্বক বা চামড়া।
• সর্ববৃহৎ (সবচেয়ে ভারী) গ্রন্থি বা Largest Gland ➡️
লিভার বা যকৃত।
ক্ষুদ্রতম গ্রন্থি বা Shortest Gland ➡️
পিনিয়াল বডি।
মিশ্রগ্রন্থি ➡️
অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়।
• সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি ➡️
মস্তিষ্কের পিনুয়্যাল বডি।
সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি ➡️
থাইরয়েড গ্রন্থি।
গুরু গ্রন্থি বা Master Gland ➡️
পিটুইটারি গ্রন্থি।
•সবচেয়ে ছোট হাড় বা অস্থি ➡️
কানের স্টেপিস।
সবচেয়ে বড় অস্থি বা হাড় ➡️
ফিমার।
• সবচেয়ে কঠিনতম হাড় বা অস্থি ➡️
মেণ্ডিবল।
বৃহত্তম কোষ ➡️
পেশি কোষ।
• সর্ববৃহৎ লসিকা গ্রন্থি ➡️
প্লীহা।
ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি ➡️
পিনিয়াল বডি।
• ক্ষুদ্রতম পরিপাক গ্রন্থি ➡️
অক্সিনোটিক গ্রন্থি।
• দীর্ঘতম কোষ ➡️
স্নায়ু কোষ।
• দীর্ঘতম স্নায়ু ➡️
সায়াটিক স্নায়ু ।
• সবচেয়ে লম্বা শিরা ➡️
নিম্ন মধ্যশিরা।
• সবচেয়ে লম্বা ধমনি ➡️
আউর্টিকাস।
• একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে ➡️
300 লিটার।
সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
মানবদেহের যে অঙ্গ যে আকৃতির স্থিতিস্থাপক থলির মতো সেটি হল পাকস্থলী।
যে অঙ্গ গুলি ছাড়াও মানুষ চলতে পারে টনসিল ও এপেন্ডিক্স।
পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে।
সর্বাধিক যতটা পরিমাণ তাপ মানব শরীরের চামড়া সহ্য করতে পারে সেটি হল 40 ডিগ্রি সেলসিয়াস।
ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হল একিডোনা। এদের অস্ট্রেলিয়া ও নিউগিনি তবে সাধারণত লক্ষ্য করা যায়। এছাড়াও প্লাটিপাস প্রজাতিরও প্রাণী স্তন্যপায়ী ী ডিম পাড়তে পারে।
যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
মানব দেহের বিভিন্ন অঙ্গের কাজ pdf
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম বাংলা
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি
মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলা
মানব দেহ pdf
মানব দেহের বিভিন্ন অংশের বাংলা ও ইংরেজি নাম
মানব দেহের অঙ্গ কয়টি
মানব দেহের বিভিন্ন তন্ত্র
মানুষের শরীরে কতটি জয়েন্ট আছে
মানব দেহ পরিচিতি
কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং Exam Related তোমার প্রশ্ন শেয়ার করতে পারো।
।। আমাদের সাথে যুক্ত হও ।।