ভূগোল কুইজ প্রশ্ন উত্তর
Geography GK in Bengali
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন ভূগোল কুইজ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এই ভূগোল কুইজ প্রশ্ন উত্তর টি তোমাদের সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
ভূগোল কুইজ প্রশ্ন উত্তর |
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
Q ➤ ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম কী ---
Q ➤ ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ---
Q ➤ রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ---
Q ➤ ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ---
Q ➤ ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ---
Q ➤ ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ---
Q ➤ ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ---
Q ➤ ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ---
Q ➤ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ---
Q ➤ পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয় ---
Q ➤ ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ---
Q ➤ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ---
Q ➤ ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ---
Q ➤ কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ---
Q ➤ ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ---
Q ➤ ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ---
Q ➤ প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত ---
Q ➤ মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা –
Q ➤ ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ---
Q ➤ ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে ---
Q ➤ ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ---
Q ➤ ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ---
Q ➤ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত হয় ---
Q ➤ ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ---
Q ➤ ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ---
Q ➤ সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ---
Q ➤ হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ---
Q ➤ হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ---
Q ➤ কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ---
Q ➤ ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ---
Q ➤ আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ---
Q ➤ (dailygkcareer.in)প্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি ---
Q ➤ লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ---
Q ➤ কোন শহরকে ‘গোলাপি শহর’ বলা হয় ---
Q ➤ ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ---
Q ➤ কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ---
Q ➤ বরোদা শহরের নতুন নাম কী ---
Q ➤ দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোথায় অবস্থিত ---
Q ➤ কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ---
Q ➤ কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ---
Q ➤ হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ---
Q ➤ হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ---
Q ➤ ভারতের সর্বশ্রেষ্ঠ্র সামুদ্রিক বন্দর কোনটি ---
Q ➤ যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান ---
Q ➤ মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম ---
Q ➤ ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ---
Q ➤ ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ---
Q ➤ বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ---