ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর
(Indian Constitution MCQ Question 2023)
Indian constitution question in Bengali |
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। তোমাদের সামনে যে এক্সাম রয়েছে Food SI, Clerkship সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
নিচের স্টার্ট দ্যা কুইজ বাটনে ক্লিক করে কুইজটি অংশগ্রহণ করো এবং নিচের কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানাও।
বিষয় | ভারতের সংবিধান |
Topics : | ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন |
মোট প্রশ্ন সংখ্যা : | 21 |
পূর্ণমান : | 21 |
প্রতিটি প্রশ্নের জন্য সময় : | 60 সেকেন্ড |
1. ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের
অধিবেশন কে ডাকেন?
(A) অধ্যক্ষ
(B) প্রধানমন্ত্রী
(C) রাষ্ট্রপতি ✅
(D) উপরাষ্ট্রপতি
2. ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার কত জন সদস্যকে মনোনীত করেন?
(A) 11
(B) 12✅
(C) 13
(D) 14
3. রাজ্যসভার কোনো সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর?
(A) 5
(B) 6✅
(C) 4
(D) 4 1/2
4. রাষ্ট্রপতি ক্ষমতাকে ক'টি ভাগে ভাগ করা যায়?
(A) 3
(B) 4
(C) 5✅
(D) 6
5. সংসদ অনুমোদন না দিলে আর্থিক জরুরি অবস্থার মেয়াদ কত মাস থাকে?
(A) 2✅
(B) 3
(C) 5
(D) 6
6. যে কোনো সাংসদকে কোন আইনে গ্রেপ্তার করা যায়?
(A) ফৌজদারি অভিযোগে
(B) নিবর্তনমূলক আটক আইনে
(C) A ও B উভয় কারণে✅
(D) দেওয়ানী মামলায়
7. সুপ্রিম কোর্টের ক্ষমতা কয় প্রকার?
(A) 3 (B) 4✅ (C) 5
(D) অনির্দিষ্ট
8. জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদা
কেমন?
(A) পূর্ণমন্ত্রীর মতো
(B) রাষ্ট্রমন্ত্রীর মতো✅
(C) উপমন্ত্রীর মতো
(D) এদের কোনোটিই নয়
9. ভারতের ক'টি অঙ্গরাজ্যের আইনসভা
দ্বিকক্ষ বিশিষ্ট?
(A) 3 (B) 4 (C) 5 (D) 6✅
10. নতুন পশ্চিমবঙ্গ পৌর আইন কার্যকরী হয় কবে?
(A) 1993, 1 এপ্রিল
(B) 1994, 1 জুন✅
(C) 1995, 1 সেপ্টেম্বর
(D) 1996, 1 জানুয়ারি
11. ভারত সরকারকে কে আইনগত পরামর্শ দিতে পারেন?
(A) অ্যাটর্নি জেনারেল✅
(B) সলিসিটর জেনারেল
(C) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
(D)ডেপুটি জেনারেল
12. যুগ্ম তালিকার অন্তর্গত বিষয় সংখ্যা ক'টি?
(A) 96
(B) 61
(C) 52 ✅
(D) 41
13. সংবিধানের কত নম্বর ধারায় সংঘ বা সমিতি গঠন করার অধিকার স্বীকৃত?
(A) 18
(B) 19✅
(C) 25
(D) 36
14. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অরুণাচল প্রদেশকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়?
(A) 25
(B) 36
(C) 55 ✅
(D) 46
15. সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান- সংশোধনের বিষয়টির উল্লেখ আছে?
(A) 348
(B) 362
(C) 364
(D) 368✅
16. কত সালে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়?
(A) 1950
(B) 1951✅
(C) 1952
(D) 1954
17. সংবিধানের 24 তম সংশোধন কোন বিষয়েরা
সঙ্গে সম্পৃক্ত?
(A) মৌলিক অধিকার
(B) প্রস্তাবনা
(C) সংবিধানের যে কোনো বিষয়কে সংশোধন করার জন্য সংসদকে ক্ষমতা অর্পণ ✅
(D) মৌলিক কর্তব্য
18. এস.কে. ধর কমিশন কোন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত?
(A) দেশের সীমান্ত সমস্যা
(B) নতুন রাজ্য গড়া
(C) নদীর জল সমস্যা
(D) রাজ্যগুলির পুনর্গঠন✅
19. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ন লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 হয়?
(A) 31✅
(B) 32
(C) 34
(D) 42
20. নিচের ব্যক্তিদের মধ্যে কে প্রধানমন্ত্রী হওয়ার সময় রাজ্যসভার সদস্য ছিলেন?
(A) ইন্দিরা গান্ধী✅
(B) লাল বাহাদুর শাস্ত্রী
(C) বিশ্বনাথ প্রতাপ সিং
(D) চরণ সিং
21. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রন্থের 1 অনুপাত কত?
(A) 4:2
(B)3:2✅
(C) 4:3
(D) 5:3
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.