ভারতের বিভিন্ন কৃষি গবেষণাগার তালিকা
List of various agricultural laboratories in India
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই।
ভারতের কৃষি গবেষণাগার তালিকা |
আজ আমরা ভারতের বিভিন্ন কৃষি গবেষণাগার কেন্দ্র সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ কোন কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সেই সম্বন্ধে। 2023 এর WBCS Prelims পরীক্ষায় এই রিলেটেড একটি প্রশ্ন করেছিল সেটি হল ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত ?
তাই এই বিষয়টিকে খুব ভালো করে ঝালাই করে নেওয়া বর্তমানে খুবই জরুরী। তারই একটি লিস্ট নিচে দেওয়া হল।
এখানে রয়েছে অরণ্য গবেষণা কেন্দ্র সহ কটন ,কাজুবাদাম, ডেয়ারি, কফি, চা, পাট, পোল্ট্রি, মৌমাছি, রাবার সহ আরো অন্যান্য পিসি এত দ্রব্যের গবেষণা কেন্দ্র।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, UPSC ,SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস, ভূগোল, সায়েন্স, সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী
ভারতের বিভিন্ন কৃষি গবেষণাগার তালিকা
বিষয় | জেনারেল নলেজ |
অধ্যায়: | ভারতের বিভিন্ন কৃষি গবেষণাগার তালিকা |
গবেষণা কেন্দ্র | অবস্থান |
অরণ্য গবেষণা কেন্দ্র | দেরাদুন, উত্তরাখন্ড |
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ | নিউ দিল্লি |
ইন্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন | আনন্দ, গুজরাট |
ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট | রাচি, ঝাড়খন্ড |
ইন্ডিয়ান গ্রাস ল্যান্ড এন্ড ফডার রিসার্চ ইনস্টিটিউ | ঝাঁসি, উত্তর প্রদেশ |
ইন্টারন্যাশনাল সেন্টার ফর প্লান্টেশন অ্যাফেয়ার | ব্যাঙ্গালোর |
এগ্রিকালচারাল রিসার্চ ইউনিট | আলমোরা, উত্তরাখন্ড |
কটন রিসার্চ ইনস্টিটিউ | নাগপুর,মহারাষ্ট্র |
কাজুবাদাম গবেষণা কেন্দ্র | দীঘা,পূর্ব মেদিনীপুর |
কফি গবেষণা কেন্দ্র | কাসারগার, কেরালা |
গোট রিসার্চ ইনস্টিটিউট | মথুরা, উত্তরপ্রদেশ |
চা রিসার্চ ইনস্টিটিউট | যোড়হাট, অসম |
জুট রিসার্চ ইনস্টিটিউট | ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ |
টোকলাই এক্সপেরিমেন্টাল স্টেশন | যোড়হাট, অসম |
টোবাকো রিসার্চ ইনস্টিটিউ | রাজামুন্দ্রী, অন্ধপ্রদেশ |
ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট | কারনাল, হরিয়ানা |
ন্যাশনাল বিউরো অফ সয়েল সার্ভে এন্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং | নাগপুর, মহারাষ্ট্র |
ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর স্পাইসেস | কালিকট কেরালা |
পটেটো রিসার্চ ইনস্টিটিউট | সিমলা, হিমাচল প্রদেশ |
পুষা ইনস্টিটিউট(গম) | নিউ দিল্লি |
পোল্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট | বেঙ্গালুরু |
মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট | পুনে, মহারাষ্ট্র |
রাবার রিসার্চ ইনস্টিটিউট | কট্টায়ম, কেরালা |
লেদার রিসার্চ ইনস্টিটিউ | চেন্নাই |
সিল্ক রিসার্চ ইনস্টিটিউট | মহীশূর, কর্ণাটক |
সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট | লখনৌ ,উত্তরপ্রদেশ |
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট | কটক, উড়িষ্যা |
সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট | চিকমাগালু, কর্ণাটক |
সেন্ট্রাল স্টেট ফার্ম | সুরাটগড়, রাজস্থান |
সেন্ট্রাল মাসরুম রিসার্চ ইনস্টিটিউট | সোলান, হিমাচল প্রদেশ |
সেন্ট্রাল কোকোনাট রিসার্চ স্টেশন | কাশেরগড়, কেরল |
হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউ | বেঙ্গালুরু, কর্ণাটক |
General knowledge টি যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত
ভারতের আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র
ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ভারতের ধান গবেষণা কেন্দ্র
ভারতের আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
ছাগল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত
উত্তর প্রদেশের মথুরাতে।
ভারতের হটিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত
কর্নাটকের ব্যাঙ্গালোর।
ভারতের আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর প্রদেশের লখনউ
রাবার রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত?
কেরালায়।
ভারতের মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত।
ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে।
গম গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?
দিল্লির পুসা।
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরাখণ্ডের দেরাদুনে।
ভারতের তুলো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?