সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান ও আবিষ্কারকের নামের তালিকা
List of places and discoverers of Indus Civilization
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা ভারতের ইতিহাস থেকে একটি নতুন পর্ব নিয়ে এসেছি। এখানে আমরা শেয়ার করেছি তোমাদের সঙ্গে সিন্ধু সভ্যতার কয়েকটি শহর বা স্থানের নাম এবং ওই স্থানটিকে কে কত সালে আবিষ্কার করেছেন তার একটি তালিকা।
সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের নাম |
রাজ্য সরকারের বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন ফুড এসআই কিংবা ডব্লিউবিসিএস কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসব পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যেমন ধরো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ? মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন ? লোথাল কে আবিষ্কার করেন? বালাকোট কে আবিষ্কার করেন ইত্যাদি
তোমাদের সামনে যেসব এক্সাম রয়েছে সেগুলোর প্রস্তুতি নিতে বেশ সহায়তা করবে। এখানে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো যেকোনো এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
বিষয় | ভারতের ইতিহাস |
Topics : | সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান ও আবিষ্কারক |
স্থানের নাম | সাল | আবিষ্কারক |
হরপ্পা | 1921 | দয়ারাম সাহানি |
মহেঞ্জোদার | 1922 | রাখালদাস বন্দ্যোপাধ্যায় |
সুতকাজেন্দর | 1929 | স্যার অরেলস্টাইন |
চানহুদারো | 1931 | এন জি মজুমদার |
আমরি | 1935 | এন জি মজুমদার |
কালিবঙ্গান | 1953 | এ ঘোষ |
লোথাল | 1953 | আর রাও |
সুরকোটাডা | 1964 | জেপি জোশি |
বানাওয়ালী | 1974 | আর এস বিস্ত |
বালাকোট | 1979 | জি এফ দালেস |
ঢোলবিরা | 1985 | আর এস বিস্ত |
যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন
দয়ারাম সাহানি
মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
লোথাল বন্দরটি কে আবিষ্কার করেন
আর রাও
কত সালে বালাকো ট শহরটি আবিষ্কার হয়
1979 সালে
কালিবঙ্গান কোথায় অবস্থিত
রাজস্থানে
বালাকোট কোথায় অবস্থিত
করাচিতে
হরপ্পা শহরটি কত সালে আবিষ্কৃত হয়
1921 সালে
মহেঞ্জোদারো শহরটি কত সালে আবিষ্কার হয়
1922 সালে
লোথাল বন্দরটি কত সালে আবিষ্কার হয়
1953 সালে।
হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেন
কালিবঙ্গান কে আবিষ্কার করেন
লোথাল কে আবিষ্কার করেন
হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন
সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা
সিন্ধু সভ্যতা pdf
হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন
মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন
মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন
সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন কত সালে
সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়
সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,
নতুন কুইজ ,
কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং Exam Related তোমার প্রশ্ন শেয়ার করতে পারো।
।। আমাদের সাথে যুক্ত হও ।।