ভারতের বিভিন্ন আইন সাল ভিত্তিক তালিকা
(List of various laws of India)
ভারতের বিভিন্ন আইন |
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন জেনারেল নলেজ নিয়ে এসেছি। এখানে পঞ্চাশটিরও বেশি বিভিন্ন সময়ে বিভিন্ন আইন ও আইন সংশোধন বিভিন্ন গভর্নর জেনারেল দ্বারা সংগঠিত হয়েছিল সেগুলির একটি তালিকার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
যেমন রয়েছে পাঁচশালা বন্দোবস্ত, রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, অধিনতা মূলক মিত্রতা নীতি, স্বত্ব বিলোপ নীতি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট ,ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় বিবাহ আইন, সংবাদপত্র আইন, ইলবার্ট বিল, ফ্যাক্টরি আইন ,রাওলাট আইন, মন্টেগু চেমসফোর্ড আইন সহ আরো অনেক আইন যেগুলি লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস লড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড লিটন এর মত গভর্নর জেনারেলরা ছিলেন।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
ভারতের বিভিন্ন আইন তৈরির সালভিত্তিক তালিকা। তালিকাটি যদি পড়তে অসুবিধা হয় তাহলে ডান দিক বাদিক স্ক্রল করে পড়তে পারো।
বিষয় | General knowledge |
Topics : | ভারতের বিভিন্ন আইন |
সাল | আইন | গভর্নর জেনারেল |
1772 | পাঁচশালা বন্দোবস্ত | লর্ড ওয়ারেন হেস্টিংস |
1773 | রেগুলেটিং অ্যাক্ট | লর্ড ওয়ারেন হেস্টিংস |
1777 | একশালা বন্দোবস্ত | লর্ড ওয়ারেন হেস্টিংস |
1784 | চার্টার আইন | লর্ড ওয়ারেন হেস্টিংস |
1784 | পিটের ভারত শাসন আইন | লর্ড ওয়ারেন হেস্টিংস |
1790 | দশশালা বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস |
1793 | চার্টার আইন | লর্ড কর্নওয়ালিস |
1793 | চিরস্থায়ী বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস |
1798 | অধীনতামূলক মিত্রতা নীতি | লর্ড ওয়েলেসলি |
1813 | চার্টার আইন | আর্ল অফ মিন্টো |
1818 | তিন কাঠিয়া | মারকুইস অফ হেস্টিংস |
1820 | রায়তওয়ারি বন্দোবস্ত | মারকুইস অফ হেস্টিংস |
1822 | মহলওয়ারি ব্যবস্থা | মারকুইস অফ হেস্টিংস |
1823 | প্রথম প্রেস আরডিনেন্স | মারকুইস অফ হেস্টিংস |
1829 | সতীদাহ নিবারণ আইন | লর্ড উইলিয়াম বেন্টিক |
1833 | চার্টার আইন | লর্ড উইলিয়াম বেন্টিক |
1848 | স্বত্ববিলোপ নীতি | লর্ড ডালহৌসি |
1853 | চার্টার আইন | লর্ড ডালহৌসি |
1854 | ম্যাগনাকার্টা | লর্ড ডালহৌসি |
1856 | বিধবা বিবাহ আইন | লর্ড ডালহৌসি |
1858 | মহারানীর ঘোষণাপত্র | লর্ড ক্যানিং |
1861 | ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট | লর্ড ক্যানিং |
1861 | ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট | লর্ড ক্যানিং |
1861 | ইন্ডিয়ান পেনাল কোড | - |
1872 | ভারতীয় বিবাহ আইন | - |
1876 | নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন | লর্ড লিটন |
1878 | মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন | লর্ড লিটন |
1878 | অস্ত্র আইন | লর্ড লিটন |
1879 | দাক্ষিণাত্য কৃষিজীবি আইন | লর্ড লিটন |
1881 | ফ্যাক্টরি আইন | লর্ড লিটন |
1883 | ইলবার্ট বিল | লর্ড রিপন |
1892 | দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল এক্ট | লর্ড ল্যান্স ডাইন |
1900 | কলকাতা কর্পোরেশন আইন | লর্ড কার্জন |
1903 | সিক্রেট আমেন্ডমেন্ট আইন | লর্ড কার্জন |
1904 | ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন | লর্ড কার্জন |
1905 | কার্লাইল সার্কুলার | লর্ড কার্জন |
1908 | সংবাদপত্র আইন | লর্ড মিন্টো |
1908 | বিস্ফোরণ সামগ্রী আইন | লর্ড মিন্টো |
1908 | ১৪ নম্বর সংশোধিত ফৌজদারি আইন | লর্ড মিন্টো |
1909 | ইন্ডিয়ান কাউন্সিল আইন এ মর্লে মিন্টো সংস্কার | লর্ড মিন্টো |
1909 | ইন্ডিয়ান কাউন্সিল এক্ট | লর্ড মিন্টো |
1911 | রাজদ্রোহ মূলক জনসভা নিবারক আইন | লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ |
1915 | ভারত রক্ষা আইন | লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ |
1916 | মন্টেগু চেমসফোর্ড আইন | লর্ড চেমসফোর্ড |
1918 | ভারতীয় চলচ্চিত্র আইন | লর্ড চেমসফোর্ড |
1919 | রওলাট আইন | লর্ড চেমসফোর্ড |
1921 | ভারত সরকার আইন (মন্টেগু চেমসফোর্ড সংস্কার) | লর্ড চেমসফোর্ড |
1927 | ভারতীয় নৌবাহিনী আইন | লর্ড আরউইন |
1928 | সাইমন কমিশন | লর্ড আরউইন |
1931 | গান্ধী আরউইন চুক্তি | লর্ড আরউইন |
1932 | সাম্প্রদায়িক রোয়েদাদ ও পৃথক নির্বাচন | লর্ড ওয়েলিংটন |
1932 | বেঙ্গল ক্রিমিনাল অ্যাক্ট | লর্ড ওয়েলিংটন |
1935 | ভারত শাসন আইন (সংশোধনী) | লর্ড ওয়েলিংটন |
1942 | ক্রিপস মিশন | লর্ড লিনলিথগো |
1945 | ওয়েবেল প্লান | লর্ড ওয়েবেল |
1946 | ক্যাবিনেট মিশন | লর্ড ওয়েবেল |
1947 | ভারত স্বাধীন আইন | লর্ড মাউন্টব্যাটেন |
1955 | অস্পৃশ্যতা আইন | জওহরলাল নেহেরু |
2000 | বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন | অটল বিহারী বাজপেয়ি |
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,