স্বাধীনতা সংগ্রামে ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের তালিকা
List of various rebellions or movements in the freedom struggle in india
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আন্দোলন বা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছি এখানে বিভিন্ন ধরনের আন্দোলন যেমন হোমরুল আন্দোলন, নব্য বঙ্গ আন্দোলন, সিপাহী বিদ্রোহ ,স্বদেশী আন্দোলন, লক্ষ্ণ চুক্তি, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন ,চৌরিচৌরা ঘটনা সহ আরো অনেক ঘটনার কথা আলোচনা করছি।
বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের তালিকা |
এখানে কোন বিদ্রোহ কত সালে ঘটেছিল এবং ঐ বিদ্রোহের নেতা বা নেত্রী কে ছিলেন এবং তার ফলাফল সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে যেগুলো বিভিন্ন কম্পিটিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
এখান থেকে ধরো হোমরুল আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল বা হোমরুল আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? চম্পারণ্যের সত্যাগ্রহ কোথায় ঘটেছিল এবং এই বিদ্রোহ ঘটার কারণ কি?
বিষয় | ভারতের জাতীয় সংগ্রাম |
Topics : | স্বাধীনতা সংগ্রামে ভারতের বিভিন্ন আন্দোলন |
নিচের তালিকাটি ভালো করে পড়ার জন্য ডানদিক বাঁদিক এ সরিয়ে পড়বেন।
বিদ্রোহ/আন্দোলন | সাল | নেতা/নেত্রী |
চুয়াড় বিদ্রোহ | 1768-99 | কর্ণ গড়ের রানী শিরোমণি, ঘাটশিলার জগন্নাথ ধল, বরাভূমের বিবেকনারায়ণ সিংহ ,কুইলাপালের সুবলা সিংহ, বারুইপুরের দুর্জন সিংহ |
নব্য বঙ্গ আন্দোলন | 1828 | হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও |
সিপাহী বিদ্রোহ | 1857 | ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, কানপুরে তাঁতিয়া টোপি ও নানা সাহেব, বিহারে কুনওয়ার সিংহ। |
স্বদেশী আন্দোলন | 1905 | কৃষ্ণকুমার মিত্র |
লখনৌ চুক্তি | 1916 | --- |
হোমরুল আন্দোলন | 1916 | শ্রীমতি অ্যানি বেসান্ত |
চম্পারণ সত্যাগ্রহ | 1917 | গান্ধীজি |
আমেদাবাদ মীল স্ট্রাইক | 1918 | গান্ধীজী |
খেদা সত্যাগ্রহ | 1918 | গান্ধীজী ও সরদার বল্লভ ভাই প্যাটেল |
অসহযোগ আন্দোলন | 1920 | মহাত্মা গান্ধী |
খিলাফত আন্দোলন | 1920 | মোহাম্মদ আলী ও শওকত আলী |
চৌরিচৌরা ঘটনা | 1922 | আন্দোলনকারী |
স্বরাজ্য দল | 1922 | মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ |
অকালি আন্দোলন | 1920 | মাস্টার সুন্দর সিং লায়লাপুরী |
আইন অমান্য আন্দোলন | 1930 | গান্ধীজী |
ডান্ডি অভিযান | 1930 | গান্ধীজী |
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন | 1930 | মাস্টারদা সূর্য সেন |
ভারত ছাড়ো আন্দোলন | 1942 | গান্ধীজীর আহ্বান |
সরাসরি সংঘাতের আহ্বান | 1946 | মোহাম্মদ আলী জিন্নাহ |
সর্বদয় আন্দোলন | 1950 | মহাত্মা গান্ধী |
যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
নব বঙ্গ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন
আন্দোলন কে কত সালে প্রতিষ্ঠিত করেন
অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন কে
চৌরিচৌরা ঘটনা কোন রাজ্যে ঘটেছিল
ডান্ডি অভিযান কত সালে গঠিত হয়েছিল
ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি
সর্বোদয় আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,
নতুন কুইজ ,
।। আমাদের সাথে যুক্ত হও ।।