GK (General Studies) in Bengali Part 3
জেনারেল নলেজ প্রশ্ন-উত্তর পর্ব ৩
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের আলোচনার বিষয় হল :
GK (General Studies) in Bengali Part 3
জেনারেল নলেজ প্রশ্ন-উত্তর পর্ব ৩
এই অধ্যায়টি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে কয়েকটি পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় পরীক্ষক দিয়ে থাকেন। তাই এই অধ্যায়টি কোনরকম ভাবেই উপেক্ষা করলে চলবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে এই অধ্যায়টি আলোচনার বিষয়।
এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়ার রয়েছে সেগুলি ভালো করে অবশ্যই রিভিশন দিয়ে রেখো ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
নিচের Start The Quiz বাটনে ক্লিক করে কুইজটি অংশগ্রহণ করো এবং নিচের কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানাও।
বিষয় | GK in Bengali |
Topics : | 3 |
মোট প্রশ্ন সংখ্যা : | 20 |
পূর্ণমান : | 20 |
প্রতিটি প্রশ্নের জন্য সময় : | 60 সেকেন্ড |
Q ➤ প্র.: ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোথায়?
Q ➤ প্র. দামোদর উপত্যকা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র: আরব সাগরের রাজধানী বলা হয় কোনটিকে?
Q ➤ প্র: পশ্চিমবঙ্গের কোচবিহার কেন বিখ্যাত?
Q ➤ প্র: ভারত ও বাংলাদেশের সীমান্তে ফারাক্কা বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর?
Q ➤ প্র: এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র: স্বাধীনতার পর প্রথমবারের মতো 2011 সালে কোন রাজ্য থেকে সামাজিক, অর্থনৈতিক ও বর্ণ শুমারি শুরু হয়েছিল?
Q ➤ প্র. ভারতের অধিকাংশ খনিজ খনি কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র. "জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র" কোন স্থানে অবস্থিত?
Q ➤ প্র: চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র. "জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র" কোন স্থানে অবস্থিত?
Q ➤ প্র: চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাটকল অবস্থিত?
Q ➤ প্র: ভারতে সর্বাধিক বৃষ্টিপাতের কারণ কী?
Q ➤ প্র: পেনগঙ্গা কোন নদীর উপনদী?
Q ➤ প্র: নিচের কোন স্থানটিকে "তৃতীয় মেরু" বলা হয়?
Q ➤ প্র: ONGC-এর পল্টনা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
Q ➤ প্র. ভারতের বেশিরভাগ রাজ্যে বর্ষায় ভারী বৃষ্টিপাত হয়, নিচের কোনটি ব্যতিক্রম?
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.