GK in Bengali Part 2
General Studies প্রশ্ন উত্তর পর্ব ২
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের আলোচনার বিষয় হল :
GK in Bengali Part 2
General Studies প্রশ্ন উত্তর পর্ব ২
এই অধ্যায়টি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে কয়েকটি পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় পরীক্ষক দিয়ে থাকেন। তাই এই অধ্যায়টি কোনরকম ভাবেই উপেক্ষা করলে চলবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে এই অধ্যায়টি আলোচনার বিষয়।
এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়ার রয়েছে সেগুলি ভালো করে অবশ্যই রিভিশন দিয়ে রেখো ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
GK in Bengali Part 2
General Studies প্রশ্ন উত্তর পর্ব
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? - জুরিখ, সুইজারল্যান্ড)
তিলাইয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? - বরাকর নদী
আন্তর্জাতিক সৌর সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? - গুরগাঁও (হরিয়ানা)
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? - সাংহাই, চীন )
আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? - জেনেভা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কবে প্রতিষ্ঠিত হয়? - 1919 সাল
এশীয় উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? - 19 ডিসেম্বর 1966
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? - ম্যানিলা, ফিলিপাইন)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে প্রতিষ্ঠিত হয়? - 7 এপ্রিল 1948
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? - জেনেভা, সুইজারল্যান্ড)
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা 'ইন্টারপোল' কবে প্রতিষ্ঠিত হয়? - 7 সেপ্টেম্বর 1923
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কবে প্রতিষ্ঠিত হয়? - 16 অক্টোবর 1945।
FAO বা Food and Agriculture Organisation এর সদর দপ্তর কোথায়? - রোম, ইতালি ।
জাতিসংঘের সংস্থা (UNO) কবে প্রতিষ্ঠিত হয়? - 24 অক্টোবর 1945।
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? - নিউইয়র্ক।
পাকিয়ং বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? - সিকিম।
সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? - আহমেদাবাদ (গুজরাট)।
ভারতের সর্বোচ্চ বিমানবন্দর কোনটি? কুশোক বকুলা রিপোচে বিমানবন্দর (লেহ, জম্মু ও কাশ্মীর)।
যদুগুদা কার সাথে সম্পর্কিত? ইউরেনিয়াম খনন থেকে।
ভারতে সবচেয়ে বেশি লিগনাইট উৎপাদক কোনটি? - তামিলনাড়ু।
পান্না মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান কোন খনির জন্য বিখ্যাত? - হীরা।
ভারতের কোন অংশে খনিজ সম্পদের সবচেয়ে বেশি মজুদ রয়েছে? - দক্ষিণ পূর্ব অংশে।
ভারতে প্রথম তেল পরীক্ষা কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ডিগবয় (আসাম)।
ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য কোনটি? - মহারাষ্ট্র
ভারতে শক্তির প্রধান উৎস কি? - তাপ বৈদ্যুতিক শক্তি
ভারতের বৃহত্তম লোহা উৎপাদনকারী রাজ্য কোনটি? - ওড়িশা