GK in Bengali Part 4 ( General Studies) জিকে সাধারণ জ্ঞান পর্ব 1
জিকে সাধারণ জ্ঞান পর্ব 1
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের আলোচনার বিষয় হল :
GK in Bengali Part 4 ( General Studies) জিকে সাধারণ জ্ঞান পর্ব 1
এই অধ্যায়টি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে কয়েকটি পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় পরীক্ষক দিয়ে থাকেন। তাই এই অধ্যায়টি কোনরকম ভাবেই উপেক্ষা করলে চলবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে এই অধ্যায়টি আলোচনার বিষয়।
এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়ার রয়েছে সেগুলি ভালো করে অবশ্যই রিভিশন দিয়ে রেখো ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
নিচের কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানাও।
বিষয় | GK in Bengali |
Topics : | 4 |
মোট প্রশ্ন সংখ্যা : | 13 |
পূর্ণমান : | 13 |
প্রতিটি প্রশ্নের জন্য সময় : | 60 সেকেন্ড |
1. ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ মাপা হয়?
উঃ ডবসন একক ..
2. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় ?
উঃ ওজোন স্তরকে।
3.কোন যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
উঃ স্পেকটোমিটার।
4. কার নাম অনুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়?
উঃ ডবসন এর নাম অনুসারে।
5. ওজোন হোল সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উঃ ডঃ ফারমেন।
6. নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ২৫০ DU এর মতো।
7. নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ৩৫০ DU এর কাছাকাছি।
8. মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত?
উঃ প্রায় ৪৫০ DU
9. কত সালে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮৭ সালে।
10. আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস
উঃ ১৬ ই সেপ্টেম্বর।
11. কত সালে ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে।
12. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন green house gas দায়ী?
উঃ Co2।
13. কত সালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৮৫ সালে।
(These 13 questions are collected from telegram.
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.