Gk in Bengali part 5 ( General Studies - সাধারণ জ্ঞান)
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের বিষয় হল :
Gk in Bengali part 5 ( General Studies - সাধারণ জ্ঞান)
নিচের কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানাও।
- বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ? Ans :- নেফ্রন।
- গ্লোমেরুলাস ও মাইপিজিয়ান কণিকা কোন অঙ্গে থাকে ? Ans :- বৃক্কে।
- মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় ? Ans :- যকৃতে।
- মেরুদন্ডী প্রাণীর প্রধানের রেচন অঙ্গের নাম কি ? Ans :- বৃক্ক।
- মানুষের মুত্রে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের নাম কি ? Ans :- ইউরিয়া।
- উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের নাম কি ? Ans :- শতমূলের পিষ্টিলোড।
- বিবর্তনের ইতিহাসে মৎসের পরবর্তী শ্রেণীতে কি ? Ans :- উভচর।
- ল্যামার্কের সম্পূর্ণ নাম কি ? Ans :- জাঁ ব্যাপটিস দ্যা মনেট ল্যামার্ক।
- ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম কি ? Ans :- ইওহিপ্পাস।
- সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি ? Ans :- প্লাটিপাস।
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
: People Also Search :
- Bangla gk quiz with answers ,
- Bangla gk quiz pdf ,
- বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
- Bangla quiz ,
- Gk questions in bengali pdf ,
- বাংলা gk প্রশ্ন উত্তর ,
- Quiz questions in bengali ,
- Gk questions bengali 2023 ,
- Quiz questions with answers ,
- অনলাইন জিকে কুইজ ,
- ছোটদের বাংলা কুইজ ,
- নতুন কুইজ ,