আধুনিক পর্যায় সারণির 118 বিভিন্ন মৌলের তালিকা
(List of 118 different elements in the modern periodic table)
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার এ স্বাগত জানাই। এখানে প্রতিদিনের মতো আজও আমরা বিজ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি।
- ১৯২৬ খ্রিস্টাব্দে আধুনিক পর্যায় সারণি বিজ্ঞানী নীলস বোর মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তৈরি করেন।
- এই পর্যায়ে সারণীতে মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে।
- মোট সাতটি পর্যায় এবং 18 টি শ্রেণী রয়েছে।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যার ক্রম অনুযায়ী মৌল গুলিকে সাজানো হয়েছে।
বিষয় | Science and technology |
Topics : | বিভিন্ন মৌলের তালিকা |
সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা 1
এবং সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম যা প্রকৃতিতে পাওয়া যায় যার পারমাণবিক সংখ্যা 92
ইউরেনিয়ামের থেকে ভারী যে মৌল গুলি সেগুলি মনুষ্যদ্বারা সৃষ্টি এবং এদের বলা হয় ট্রান্স ইউরেনিয়াম এদের সৃষ্টি পারমানবিক চুল্লি বা হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ধ্বংসাবশেষ থেকে।
Hydrogen (H) - 1 - হাইড্রোজেন
Helium (He) - 2 - হিলিয়াম ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Lithium (Li) - 3 - লিথিয়াম ( ক্ষার ধাতু )
Beryllium (Be) - 4 - বেরিলিয়াম ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Boron (B) - 5 - বোরন
Carbon (C) - 6 - কার্বন
Nitrogen (N) - 7 - নাইট্রোজেন
Oxygen (O) - 8 - অক্সিজেন
Fluorine (F) - 9 - ফ্লুওরিন
Neon (Ne) - 10 - নিয়ন ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Sodium (Na) - 11 - সোডিয়াম ( ক্ষার ধাতু )
Magnesium (Mg) - 12 - ম্যাগনেসিয়াম ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Aluminium (Al) - 13 - অ্যালুমিনিয়াম
Silicon (Si) - 14 - সিলিকন
Phosphorus (P) - 15 - ফসফরাস
Sulfur (S) - 16 - সালফার বা গন্ধক
Chlorine (Cl) - 17 - ক্লোরিন
Argon (Ar) - 18 - আর্গন ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Potassium (K) - 19 - পটাশিয়াম ( ক্ষার ধাতু )
Calcium (Ca) - 20 - ক্যালসিয়াম। ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Scandium (Sc) 21 - স্ক্যানাডিয়াম
Titanium (Ti) 22 - টাইটেনিয়াম
Vanadium (V) 23 - ভেনাডিয়াম
Chromium (Cr) 24 - ক্রোমিয়াম
Manganese (Mn) 25 - ম্যাঙ্গানিজ
Iron (Fe) 26 - আয়রন বা লোহা
Cobalt (Co) 27 - কোবার
Nickel (Ni) 28 - নিকেল
Copper (Cu) 29 - কপার বা তামা
Zinc (Zn) 30 - জিংক বা দস্তা
Gallium (Ga) 31 - জেলিয়াম
Germanium (Ge) 32 - জার্মেনিয়াম
Arsenic (As) 33 - আর্সেনিক
Selenium (Se) 34 - সেলেনিয়াম
Bromine (Br) 35 - ব্রোমিন
Krypton (Kr) 36 - ক্রিপ্টন ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Rubidium (Rb) 37 - রুবিডিয়াম ( ক্ষার ধাতু )
Strontium (Sr) 38 - স্টনসিয়াম। ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Yttrium (Y) 39 - ইট্রিরিয়াম
Zirconium (Zr) 40 - জিরকোনিয়াম
Niobium (Nb) 41 - নিওবিয়াম
Molybdenum (Mo) 42 - মলিবডেনাম
Technetium (Tc) 43 - টেকনেটিয়াম
Ruthenium (Ru) 44 - রুথেনিয়াম
Rhodium (Rh) 45 - রোডিয়াম
Palladium (Pd) 46 - প্যালাডিয়াম
Silver (Ag) 47 - সিলভার
Cadmium (Cd) 48 - ক্যাডমিয়াম
Indium (In) 49 - ইন্ডিয়াম
Tin (Sn) 50 - টিন
Antimony (Sb) - 51 - অ্যান্টিমনি
Tellurium (Te) - 52 - টেলুরিয়াম
Iodine (I) - 53 - আয়োডিন
Xenon (Xe) - 54 - জেনন ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Cesium (Cs) - 55 - সিজিয়াম ( ক্ষার ধাতু )
Barium (Ba) - 56 - বেরিয়াম ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Lanthanum (La) - 57 - ল্যান্থানাম
Cerium (Ce) - 58 - সেরিয়াম
Praseodymium (Pr) - 59 - প্রাসিওডিয়ামিয়াম
Neodymium (Nd) - 60 - নিওডিয়ামিয়াম
Promethium (Pm) - 61 - প্রমিথিয়াম
Samarium (Sm) - 62 - সামারিয়াম
Europium (Eu) - 63 - ইউরোপিয়াম
Gadolinium (Gd) - 64 - গ্যাডোলিনিয়াম
Terbium (Tb) - 65 - টার্বিয়াম ।
আধুনিক পর্যায় সারণির পরবর্তী মৌল গুলি হল,
Dysprosium (Dy) - 66 - ডিসপ্রোসিয়াম
Holmium (Ho) - 67 - হলমিয়াম
Erbium (Er) - 68 - এর্বিয়াম
Thulium (Tm) - 69 - থুলিয়াম
Ytterbium (Yb) - 70 - Ytterbium
Lutetium (Lu) - 71 - লুটেটিয়াম
Hafnium (Hf) - 72 - হাফনিয়াম
Tantalum (Ta) - 73 - ট্যানটালাম
Tungsten (W) - 74 - টংস্টেন
Rhenium (Re) - 75 - রেনিয়াম
Osmium (Os) - 76 - অসমিয়াম
Iridium (Ir) - 77 - ইরিডিয়াম
Platinum (Pt) - 78 - প্লাটিনাম
Gold (Au) - 79 - সোনা
Mercury (Hg) - 80 - বুধ
Thallium (Tl) - 81 - থ্যালিয়াম
Lead (Pb) - 82 - সীসা
Bismuth (Bi) - 83 - বিসমাথ
Polonium (Po) - 84 - পোলোনিয়াম
Astatine (At) - 85 - অ্যাস্টাটাইন
Radon (Rn) - 86 - রেডন ( নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস )
Francium (Fr) - 87 - ফ্রান্সিয়াম ( ক্ষার ধাতু )
Radium (Ra) - 88 - রেডিয়াম ( ক্ষার মৃত্তিকা ধাতু )
Actinium (Ac) - 89 - অ্যাক্টিনিয়াম
Thorium (Th) - 90 - থোরিয়াম
Protactinium (Pa) - 91 - প্রোট্যাক্টিনিয়াম
Uranium (U) - 92 - ইউরেনিয়াম
Neptunium (Np) - 93 - নেপচুনিয়াম
Plutonium (Pu) - 94 - প্লুটোনিয়াম
Americium (Am) - 95 - আমেরিকান
Curium (Cm) - 96 - কিউরিয়াম
Berkelium (Bk) - 97 - বার্কেলিয়াম
Californium (Cf) - 98 - ক্যালিফোর্নিয়াম
Einsteinium (Es) - 99 - আইনস্টাইনিয়াম
Fermium (Fm) - 100 - ফার্মিয়াম
Mendelevium (Md) - 101 - মেন্ডেলভিয়াম
Nobelium (No) - 102 - নোবেলিয়াম
Lawrencium (Lr) - 103 - লরেন্সিয়াম
Rutherfordium (Rf) - 104 - রাদারফোর্ডিয়াম
Dubnium (Db) - 105 - ডাবনিয়াম
Seaborgium (Sg) - 106 - সিবোরজিয়াম
Bohrium (Bh) - 107 - বোহরিয়াম
Hassium (Hs) - 108 - হাসিয়াম
Meitnerium (Mt) - 109 - মেইটনেরিয়াম
Darmstadtium (Ds) - 110 - ডার্মস্ট্যাডটিয়াম
Roentgenium (Rg) - 111 - রোন্টজেনিয়াম
Copernicium (Cn) - 112 - কোপার্নিশিয়াম
Nihonium (Nh) - 113 - নিহোনিয়াম
Flerovium (Fl) - 114 - ফ্লেরভিয়াম
Moscovium (Mc) - 115 - মাসকোভিয়াম
Livermorium (Lv) - 116 - লিভারমরিয়ম
Tennessine (Ts) - 117 - টেনেসিনে
Oganesson (Og) - 118 - ওগানেশন
নিচের মৌলগুলোর এখনো আবিষ্কৃত হয়নি।
Ununennium (Uue) - 119
Unbinilium (Ubn) - 120
Unbiunium (Ubu) - 121
Unbibium (Ubb) - 122
Unbiquadium (Ubq) - 124
Unbipentium (Ubn) - 124
Unbihexium (Ubh) - 126
Unbiseptium (Ubs) - 127
Unbioctium (Ubo) - 128
কিছু জানা অজানা প্রশ্ন উত্তর
উত্তর দেখার জন্য কোশ্চেন এর উপর ক্লিক করো
প্রাকৃতিক সবচেয়ে ভারী ধাতুর নাম কি
পারমাণবিক গুরুত্ব অনুযায়ী ইউরেনিয়াম।
সবচেয়ে হালকা ধাতুর নাম কি
লিথিয়াম
সবচেয়ে ভারী অধাতুর নাম কি
আয়োডিন
সবচেয়ে হালকা অধাতুর নাম কী
হাইড্রোজেন গ্যাসীয় হিসেবে।
সবচেয়ে ভারী তরল ধাতুর নাম কি
পারদ।
সবচেয়ে হালকা তরল ধাতুর নাম কি
গ্যালিয়াম
সবচেয়ে ভারী কঠিন অধাতুর নাম কি
কার্বন
সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস এর নাম কি
রেডন
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌলের নাম কি
হিলিয়াম
সবচেয়ে কঠিন মৌলের নাম কি
হীরক
সবচেয়ে হালকা মৌলের নাম কি
করানডাম
সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল এর নাম কি
ফ্লুরিন
সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি
সিজিয়াম
কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি
টাংস্টেন (৩৪১০ ডিগ্রী সেলসিয়াস)
কোন ধাতুর গলনাংক সবচেয়ে কম
পারদ
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
People also search 🔍 for / Related Search :
Bangla gk quiz with answers ,
Bangla gk quiz pdf ,
বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
Bangla quiz ,
Gk questions in bengali pdf ,
বাংলা gk প্রশ্ন উত্তর ,
Quiz questions in bengali ,
Gk questions bengali 2023 ,
Quiz questions with answers ,
অনলাইন জিকে কুইজ ,
ছোটদের বাংলা কুইজ ,
নতুন কুইজ ,
কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স, রিজনিং কিংবা অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর সমাধানে কোনো রকম সমস্যা হলে, আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো।