বিভিন্ন বস্তুর pH এর মাত্রা
রক্ত, সমুদ্রের জল, সাধারণ জল, কস্টিক সোডা, বৃষ্টির জল এর pH
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের আলোচনার বিষয় হল :
বিভিন্ন বস্তুর pH এর মাত্রা
রক্ত, সমুদ্রের জল, সাধারণ জল, কস্টিক সোডা, বৃষ্টির জল এর pH
এই অধ্যায়টি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে কয়েকটি পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় পরীক্ষক দিয়ে থাকেন। তাই এই অধ্যায়টি কোনরকম ভাবেই উপেক্ষা করলে চলবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে এই অধ্যায়টি আলোচনার বিষয়।
এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়ার রয়েছে সেগুলি ভালো করে অবশ্যই রিভিশন দিয়ে রেখো ।
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
সমুদ্র জলের pH রক্তের pH এবং সাধারণ জলের pH খুবই গুরুত্বপূর্ণ।
pH বলতে সাধারনত কোন বস্তুর মূলত্ব ও ক্ষারকদের পরিমাপকে বোঝানো হয়। যা একটি স্কেলের মাধ্যমে দেখানো হয়।
এই স্কেলে শূন্য থেকে 14 পর্যন্ত দেখানো হয়। pH এর মাত্রা যদি সাতের কম হয় তবে ওই বস্তুর অম্লত্ব বৃদ্ধি পায় অর্থাৎ যত কম হবে অম্লত্ব তত কমবে, যেমন ব্যাটারি আবার ৭ এর যত বেশি হবে অর্থাৎ ৭ থেকে ১৪ পর্যন্ত কোন বস্তুর ক্ষারত্বের পরিমাণ বাড়তে থাকে।
বিষয় | বিভিন্ন বস্তুর pH এর মাত্রা |
বস্তু | pH মাত্রা |
মোটর গাড়ির ব্যাটারি pH | 1 |
লেবুর রস pH | 2.4 |
আপেলের রস pH | 3 |
ভিনিগার pH | 4 |
বৃষ্টির জল pH | 5.6 |
দুধ pH | 6.6 |
বিশুদ্ধ সাধারণ জল pH | 7 |
রক্ত এর pH | 7.5-8 |
সমুদ্র জলের pH | 7.8 |
বেকিং সোডার pH | 8.5 |
অ্যামোনিয়ার pH | 12 |
কস্টিক সোডা এর pH | 14 |
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.