বিভিন্ন জৈব যৌগের ব্যবহার
ইথিলিন, ক্লোরোফর্ম, গ্লিসারল, ফেনাল, মিথেন সহ বিভিন্ন ধরনের জৈব যৌগের ব্যবহার
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের আলোচনার বিষয় হল :
বিভিন্ন জৈব যৌগ যেমন গ্লিসারিন, ক্লোরোফর্ম, ইথিলিন, মিথেন, ফিনাল বা কার্বলিক অ্যাসিড এর ব্যবহার।
এই অধ্যায়টি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে কয়েকটি পরীক্ষায় প্রশ্ন প্রায় সময় পরীক্ষক দিয়ে থাকেন। তাই এই অধ্যায়টি কোনরকম ভাবেই উপেক্ষা করলে চলবে না। সেই দিকে লক্ষ্য রেখেই আজকে এই অধ্যায়টি আলোচনার বিষয়।
এখানে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়ার রয়েছে সেগুলি ভালো করে অবশ্যই রিভিশন দিয়ে রেখো
বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন পরীক্ষায় যেমন wbcs, SSC CGL, CHSL, MTS, Rail recruitment, food si, clerkship, Primary TET, CTET, Group D, Group C, West Bengal police সহ যেকোনো পরীক্ষার জন্য প্রতিযোগী হার খুব বেশি তাই এখানে স্মার্ট ওয়ার্ক না করলে পরীক্ষায় সফল হওয়াটা খুব কঠিন হয়ে পড়বে।
তাই সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্টে ইতিহাস কিংবা ভূগোল কিংবা সায়েন্স কিংবা সংবিধান বা অর্থনীতি ধাপে ধাপে অধ্যায় শেষ করার মাধ্যমে মক টেস্ট দেওয়া খুবই জরুরী।
পরবর্তী স্টাডি মেটিরিয়ালস এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো।
ফেনল বা কার্বলিক অ্যাসিড এর ব্যবহার : - ফটোগ্রাফি শিল্পে এবং ছত্রাক ধ্বংস করতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়।
মিথেন বা মার্স গ্যাস এর ব্যবহার : -
তাপ উৎপাদন করতে, জ্বালানি ও কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে, antitlein উৎপন্ন করতে, ছাপারকালী প্রস্তুত করতে, গ্রামো ফোন রেকর্ড করতে, জুতোর কালি তৈরি করতে, রাবার, পেইন্ট তৈরি করতে মিথেন ব্যবহার করা হয়।
পিরিডিন এর ব্যবহার : -
শিল্প ক্ষেত্রে পিরিডিন ব্যবহার করা হয়।
বেনজিন এর ব্যবহার : -
তেল ও চর্বির দ্রাবক রূপে, পশম ও রেশম বস্ত্রের ড্রাইভ ওয়াশে, নাইট্রোবেনজিন, টলুইন প্রভৃতি প্রস্তুত করতে বেনজিন ব্যবহার করা হয়।
WhatsApp গ্রুপ : Join Now
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.