লর্ড কর্নওয়ালিশের ভূমি-রাজস্ব নীতি বর্ণনা করো।
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
আজকের বিষয় হল :লর্ড কর্নওয়ালিশের ভূমি-রাজস্ব নীতি বর্ণনা করো।
Land revenue policy by lord cornwallis |
লর্ড কর্নওয়ালিশের ভূমি-রাজস্ব নীতি বর্ণনা করো।
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংসের পর বড়োলাট হয়ে ভারতে আসেন লর্ড কর্নওয়ালিশ। কর্নওয়ালিশ ভূমিরাজস্ব ক্ষেত্রে বেশ কিছু সংস্কারসাধন করেন। ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত একসালা বন্দোবস্ত তুলে দিয়ে কর্নওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তাঁর উদ্দেশ্য ছিল ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা ও ব্রিটিশের মিত্র হিসেবে জমিদারগোষ্ঠী তৈরি করা।
ভূমি-রাজস্ব বিষয়ে কর্নওয়ালিশ ১৭৮৬-১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত নানা তথ্য সংগ্রহ। করেন। শেষে ১৭৮৯ খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে এবং ১৭৯০ খ্রিস্টাব্দে ওডিশার দশসালা ব্যবস্থা চালু করেন। এই দশসালা ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য তিনি চার্লস গ্রান্ট, জন শোর, ফিলিপ ফ্রান্সিস, থর্নটন প্রমুখের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। অবশেষে ১৭৯৩ খ্রিস্টাব্দে ২২ মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। মূলত জমিদার ও কোম্পানির মধ্যে এই ব্যবস্থা গড়ে ওঠে বলে এই ব্যবস্থা জমিদারি বন্দোবস্ত নামেও পরিচিত ছিল। কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে জমিদারদের আনুগত্য ও ভূমি থেকে রাজস্ব আয়ের স্থিরতা আনতে চেয়েছিলেন।
🔥 যেসব পরীক্ষার 📓 জন্য গুরুত্বপূর্ণ :
WBCS, Rail, Group C, Group D, Bank, SSC CGL, CHSL, MTS, GD; West Bengal Police, Post office, SSC TET, Food SI, Clarkship etc.
: People Also Search :
- Bangla gk quiz with answers ,
- Bangla gk quiz pdf ,
- বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর ,
- Bangla quiz ,
- Gk questions in bengali pdf ,
- বাংলা gk প্রশ্ন উত্তর ,
- Quiz questions in bengali ,
- Gk questions bengali 2023 ,
- Quiz questions with answers ,
- অনলাইন জিকে কুইজ ,
- ছোটদের বাংলা কুইজ ,
- নতুন কুইজ ,