বাংলা সাহিত্যের কয়েকটি মহাকাব্য ও তার রচয়িতার তালিকা
Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার ( Daily Gk Career ) এ স্বাগত জানাই। আমরা প্রায় প্রতিনিয়তই তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর জেনারেল নলেজ , কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্ট এর উপর সাধারণ প্রশ্ন ও উত্তর শেয়ার করে থাকি।
এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত জেনারেল নলেজ কুইজ টেস্ট নেওয়া হয়। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ শেয়ার করে থাকি।
যেকোনো ধরনের চাকরির পরীক্ষার ফরম ফিলাপ থেকে শুরু করে যে কোন তথ্য এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজের খবরা-খবর আমরা এখানে শেয়ার করে থাকি।
আজকের বিষয় হল : বাংলা সাহিত্যের কয়েকটি মহাকাব্য এবং তার রচয়িতা
Related Posts
মহাকাব্য | রচয়িতা |
---|---|
মেঘনাদবধ কাব্য | মাইকেল মধুসূদন দত্ত |
মহাশ্মশান | কায়কোবাদ |
কুরুক্ষেত্র | নবীনচন্দ্র সেন |
রামায়ন | বাল্মিকী |
বৃত্রসংহার | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
পৃথ্বীরাজ | যোগীন্দ্রনাথ বসু |
মহাভারত | ব্যাসদেব |
প্রভাস | নবীনচন্দ্র সেন |
রৈবতক | নবীনচন্দ্র সেন |