WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC স্টেনোগ্রাফারের ২০০৬ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে । শীঘ্রই আবেদন করুন।

SSC স্টেনোগ্রাফারের ২০০৬ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে । শীঘ্রই আবেদন করুন।

SSC স্টেনোগ্রাফারের ২০০৬ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে । শীঘ্রই আবেদন করুন।


Daily GK Career : তোমাদের প্রত্যেককে ডেইলি জিকে কেরিয়ার  ( Daily GK Career)  এ স্বাগত জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেকোনো ধরনের পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি।

 এছাড়াও প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম গ্রুপে ১৫ টি কিংবা তারও অধিক কুইজ কোশ্চেন শেয়ার করা হয়। Quiz অংশগ্রহণ করতে তোমরা আমাদের উপরে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো।

SSC staff selection commission stenographer recruitment 2024

যেসব ছাত্রছাত্রীরা সরকারি চাকরির পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছো তাদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এসএসসি স্টেনোগ্রাফারের বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০০৬ টি শূন্য পদের কথা বলা রয়েছে। যারা যারা এই পদের জন্য এপ্লাই করতে ইচ্ছুক তারা কিভাবে এপ্লাই করবেন তার বয়সসীমা কত এবং আবেদন করতে আবেদন ফিস কত দরকার সমস্ত কিছু এই পোস্টে দেওয়া রয়েছে তাই খুব মনোযোগ সহকারে পোস্টটি পড়ে নাও। তারপরও যদি কোন রকম সমস্যা থাকে এখানে কমেন্ট করতে পারো। যত শীঘ্রই সম্ভব তার উত্তর দেওয়া হবে। 

Table of Contents

SSC stenographer recruitment 2024 in details : 

  • নিয়োগ প্রক্রিয়ার সংস্থার নাম : স্টাফ সিলেকশন কমিশন। 
  • Exam level : National level
  • পদের নাম : স্টেনোগ্রাফার grade C, grade D
  • মোট শূন্য পদ : ২০০৬ টি।
  • আবেদন প্রক্রিয়ার শুরু তারিখ : ২৬ শে জুলাই।
  • আবেদন জমা নেওয়ার  শেষ  তারিখ : ২৪ শে আগস্ট
  • টাকা জমা দেওয়ার শেষ তারিখ : 
  • আবেদন মোড : অনলাইন।
  • পরীক্ষার মোড : অনলাইন।
  • সর্বাধিক বেতন : 
  • বয়সগত সীমা : ১৮ থেকে ৩০।
  • শিক্ষাগত যোগ্যতা : ১২ পাশ।
  • Selection process : written test and skill test 
  • Exam date : to be notified 
  • অফিসিয়াল ওয়েবসাইট : www.ssc.gov.in

শিক্ষাগত যোগ্যতা (education qualification for stenographer recruitment 2024) 


এই পদের আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোন recognised বোর্ড থেকে। 

Exam Name Stenographer
Organization SSC
Post name Grade C & D
Vacancy 2006
Apply start 26th July
Last date to apply 24th August
Website ssc.gov.in
Age Limit 18-30
Exam mode Online
Fees gen/OBC - 850+18% gst ,Others 100
leve National
apply mode Online
Exam date to be notified
selection process written test,skill test

বয়সগত সময়সীমা ( age limit for stenographer recruitment 2024) 

এই পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারী যদি গ্রেড সি পদের জন্য আবেদন করেন তাহলে তার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 

এবং যদি আবেদনকারী গ্রেড ডি পদের জন্য আবেদন করেন তাহলে তার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।


আবেদন মূল্য (application fees for stenographer recruitment 2024) 

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আবেদনকারীকে অবশ্যই application fees জমা দিতে হবে। কোন কারণবশত যদি application fees জমা না দেওয়া হয় তাহলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে না। 

  1. জেনারেল ও ওবিসি যুক্ত আবেদনকারীকে আবেদন মূল্য হিসেবে ৮৫০ টাকা এবং ১৮% জিএসটি দিয়ে আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ করতে হবে। এবং 
  2. বাকিদেরকে ১০০ টাকা এবং ১৮% জিএসটি দিতে হবে। 
Related Posts

আবেদনের শেষ তারিখ (last date for apply stenographer 2024) 


আবেদনের শেষ তারিখ হলো ২৪ শে আগস্ট। ওই দিনে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ করতে হবে। 


আবেদন করার পদ্ধতি ( how to apply for stenographer recruitment 2024) 

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। 

কিন্তু যারা স্টাফ সিলেকশন কমিশনের কোন এক্সাম এখনো দাওনি যারা প্রথমবার এই অর্গানাইজেশনের পরীক্ষা দিতে চাও তারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নাও। 

রেজিস্ট্রেশনের সময় তোমার সমস্ত ডিটেলস সহ এডুকেশন qualification address প্রভৃতি আপলোড করতে হবে। 

আপলোড হয়ে গেলে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে তোমরা প্রত্যেকে একটি রেজিস্ট্রেশন আইডি পাবে এবং সেই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। 

লগইন করার পর নিচের দিকে এপ্লিকেশন নামে একটি ট্যাপ থাকবে সেখানে stenographer recruitment 2024 এই নামে একটি নোটিফিকেশন দেখতে পাবে। 

সেখানে এপ্লাই নাও এ ক্লিক করে এপ্লাই করতে হবে। 

অফিসিয়ার ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করার সময় সমস্ত ডিটেইলস আগে থেকেই দেওয়া ছিল তাই এপ্লাই করার সময় এইসব ডিটেলস গুলো ভালোভাবে একবার দেখে নিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করে এক্সাম সেন্টার অপশন গুলি চুজ করতে হবে। 

তিনটি এক্সাম সেন্টার চুজ করার অপশন থাকবে প্রতিটাই করতে হবে ।

এরপর নির্দিষ্ট মাপের সিগনেচারের ফটো এবং নিজস্ব লাইভ ফটো আপলোড করতে হবে

এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করে online এর মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে রেখে দিও। 


এইভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

এরপরে যদি কোন সমস্যা হয় তখন স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গে কন্টাক্ট করতে হবে। 


যে বিষয়গুলি পড়তে হবে ( main subject )


এই এক্সামের জন্য যে বিষয়গুলি থেকে প্রশ্ন করা হয় সেগুলি হল, 

Reasoning and general intelligence 

Mathematics 

English 

General knowledge 


বিগত বছরের ন্যায় এ বছরও একই সিলেবাসে এক্সাম প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং এই এক্সামে লিখিত পরীক্ষায় পাস করলে বিভিন্ন পদ অনুযায়ী টাইপিং স্পিড অন্যান্য কিছু টেস্ট হিসেবে এক্সাম নেওয়া হবে।

About the Author

Hello Friends, welcome to our website Daily GK Career , founded on 27 April 2023 by Sandip Sanki. Daily GK Career is a free professional Education platform where we provide Free online mock test, govt exam, WBCS, RAIL, GROUP D, BANK, POST Office, …

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.