ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ০১ আগস্ট ২০২৪ – ( Today Current Affairs Practice Set 1st August 2024)
ডেইলি জিকে কেরিয়ার (Daily GK Career) এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এইসব পরীক্ষার জন্য বহু ছাত্র-ছাত্রী প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু এর মাঝেও বহু ছাত্রছাত্রী এখনো ঠিক মত ভাবে তাদের প্রিপারেশন শুরু করতে পারেনি। তাই তাদের সুবিধার জন্য এবং যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। আজ পহেলা আগস্ট আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর mcq gk প্র্যাক্টিস সেট শেয়ার করা হলো। যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশ সহায়তা করবে।
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ০১ আগস্ট ২০২৪ – ( Today Current Affairs Practice Set 1st August 2024)
আজকের প্র্যাকটিস সেটে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এ র গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন শেয়ার করা হলো।
Table of Contents
১. সবচেয়ে কম বয়সে কোন ভারতীয় প্যারাসুইমার বিশ্বে প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছে ?
ক) Jiya Rai
খ) Rimo Saha
গ) Satyendra Singh
ঘ) Niranjan Mukundan
উত্তর: Jiya Rai
In Details:
> জিয়া রাই, মুম্বাইয়ে বসবাস করেন। বয়স ১৬। ২৮ ও ২৯ এ জুলাই ২০২৪ সালে ৩৪ কিলোমিটার ১৭ ঘন্টা পঁচিশ মিনিটে ইংলিশ চ্যানেলটি পার হয়েছেন। এটি ইংল্যান্ড ও ফ্রান্স এর মধ্যভাগে অবস্থিত।
২. সাম্প্রতিক কোন Hamas Leader ইরানে মারা গেছেন ?
ক) Khaled Meshaal
খ) Ismail Haniyeh
গ) Masoud Pezeshkian
ঘ) উপরের কেউ নন।
উত্তর: Ismail Haniyeh
In Details:
> Hamas হল একটি প্যালেস্টাইনের মিলিটারি গ্রুপ।
৩. ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান লাঞ্চ করল অ্যাপ্রেন্টিস শিপ ও ট্রেনিং পোর্টাল 2.O এবং তার পাশাপাশি কত কোটি টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করল ?
ক) ৩১৫ কোটি টাকা
খ) ২০০ কোটি টাকা
গ) দেড়শ কোটি টাকা
ঘ) ১০০ কোটি টাকা
উত্তর: 100 কোটি টাকা।
In Details:
> তিনি ডিবিটি মোডের মাধ্যমে শিক্ষানবিশদের 100 কোটি টাকা উপবৃত্তি বিতরণ করেছেন।
NATS পোর্টাল 2.0 শিক্ষানবিশকে গণতান্ত্রিক করার এবং দক্ষতার ব্যবধান পূরণ করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা।
Related Posts
৪. ভারতে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট কত পারসেন্ট এর বৃদ্ধি পেয়েছে ? ( 9.39 billion dollar)
ক) 15.28%
খ) 10.27%
গ) 11.37%
ঘ) 12.37%
উত্তর: 10.27%
In Details:
> বৈদ্যুতিক যন্ত্রপাতি, মোটর যান, লোহা ও স্টিলের পণ্য, অটো যন্ত্রাংশ এবং যন্ত্রাংশ এবং শিল্প যন্ত্রপাতির চালান বৃদ্ধির কারণে এই বৃদ্ধি।
৫. গ্লোবাল ওয়াটার টেক সামিট 2024-এ 'ওয়াটার ডিপার্টমেন্ট অফ দ্য ইয়ার' বিভাগের অধীনে GEEF গ্লোবাল ওয়াটারটেক অ্যাওয়ার্ড কোন সংস্থাকে দেওয়া হয়েছিল?
ক)National Water Commission (NWC)
খ)International Water Association (IWA)
গ)Global Water Partnership (GWP)
ঘ)Central Water Commission (CWC)
উত্তর: Central Water Commission (CWC)
In Details:
>গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (জিইইএফ) নতুন দিল্লিতে গ্লোবাল ওয়াটার টেক সামিট 2024 এর আয়োজন করেছে।
৬. প্যারিস অলিম্পিক 2024-এ, মনু ভাকের এবং সরবজোত সিং তাদের কোরিয়ান প্রতিদ্বন্দ্বী ওহ ইয়ে জিন এবং লি ওনহোকে পরাজিত করার পরে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন?
ক)Mixed 50 m rifle prone
খ)Mixed 25 m rapid fire pistol
গ)Mixed 10 m air pistol
ঘ) Mixed 10 m air rifle
উত্তর: Mixed 10 m air pistol
In Details:
>মনু ভাকের এবং সরবজোত সিং প্যারিস অলিম্পিক 2024-এ তাদের কোরিয়ান প্রতিদ্বন্দ্বী ওহ ইয়ে জিন এবং লি ওয়ানহোকে পরাজিত করার পরে মিশ্র 10 মিটার এয়ার পিস্তলে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
৭. নিচের কোন ব্যক্তি ভি ভেঙ্কাইয়া এপিগ্রাফি অ্যাওয়ার্ড 2024 জয় লাভ করেছেন ?
ক) Swami Nagaswamy
খ) Charles Wilkins
গ) Charles Wilkins
ঘ) V. Vedachalam
উত্তর: V. Vedachalam
In Details:
> V. Vedachalam, একজন বিশিষ্ট তামিল লিপিকার এবং ইতিহাসবিদ, 2024-এর জন্য V Venkayya Epigraphy পুরস্কার পেয়েছেন।
ডাঃ বেদাচলম এপিগ্রাফি, সংখ্যাবিদ্যা, এর মতো বিষয়ের উপর 25টিরও বেশি বই লিখেছেন।
৮. স্যাড গোল্ড এন্ড সিলভার মাইন সাম্প্রতিক UNESCO এর লিস্ট এ অন্তর্ভুক্ত হয়েছে এটি কোন দেশে অবস্থিত?
ক) চীন
খ) জাপান
গ) থাইল্যান্ড
ঘ) ভিয়েতনাম
উত্তর: জাপান
In Details:
> এই এলাকাটি বর্তমানে টুরিস্টদের বেশি একটা অ্যাট্রাকশন করে।
৯. ডিফেন্স মিনিস্টার এবং নিচের কোনটির যৌথ উদ্যোগে ডিফেন্স সেক্টরে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এ সহায়তার জন্য হাত মিলিয়েছে ?
ক) Bangalore Stock Exchange
খ) OTC Exchange of India
গ) National Stock Exchange
ঘ) Bombay Stock Exchange
উত্তর: National Stock Exchange
In Details:
> প্রতিরক্ষা খাতে ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং উদীয়মান সংস্থাগুলিকে সমর্থন করার জন্য, প্রতিরক্ষা মন্ত্রক জাতীয় স্টক এক্সচেঞ্জের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
১০. সাপ্লাই চেইন কাউন্সিল এর বর্তমান ভাইস চ্যান্সেলর কোন দেশ ?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) শ্রীলংকা
ঘ) মালয়েশিয়া
উত্তর: ভারত।
In Details:
> কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং অন্যান্য আইপিইএফ অংশীদার দেশগুলির মন্ত্রীদের সাথে প্রথম ধরণের আইপিইএফ সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা চুক্তিতে স্বাক্ষর করেছেন৷
|||||||||||||||||||||||||||||
কারেন্ট অ্যাফেয়ার্স এর এই দশটি কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমাদের উপর দেওয়া টেলিগ্রাম গ্রুপ এ জয়েন হতে পারো এখানে প্রতিনিয়ত মক টেস্টের জেনারেল নলেজ কুইজ শেয়ার করা হয়।
কোনরকম সমস্যা হলে উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো।