ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ৩১ জুলাই ২০২৪ – (31 July 2024 Current Affairs Practice Set )
বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এইসব পরীক্ষার জন্য বহু ছাত্র-ছাত্রী প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু এর মাঝেও বহু ছাত্রছাত্রী এখনো ঠিক মত ভাবে তাদের প্রিপারেশন শুরু করতে পারেনি। তাই তাদের সুবিধার জন্য এবং যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশ সহায়তা করবে।
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ৩১ জুলাই ২০২৪ – (31 July 2024 Current Affairs Practice Set )
আজকের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন শেয়ার করা হলো। আজকের ১০ টি কোশ্চেন পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর রয়েছে।
জুলাই মাসের ৩১ তারিখে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে প্রধান 10 টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর আকারে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি এগুলো তোমাদের সাম্প্রতিক যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে বেশ সাহায্য করবে।
Table of Contents
১. সাম্প্রতিক কোন ভারতীয় মহিলা প্যারিসের অলিম্পিকে শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে ?
ক) Manisha Keer
খ) Anjali Bhagwat
গ) Manu Bhaker
ঘ) Vedika Sharma
উত্তর : Manu Bhaker
২. সাম্প্রতিক কোন পূর্ব এশিয়ার দেশ একটি স্পেশাল স্টাম্প রিলিজ করেছেন এখানে অযোধ্যার রাম লালার ছবি রয়েছে ?
ক) Singapore
খ) Cambodia
গ) Thailand
ঘ) Laos
উত্তর : Laos
৩. ভারতীয় রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ডিজিটাল পেমেন্টে ভারত কত পারসেন্ট
ক) 47.5%
খ) 49.5%
গ) 48.5%
ঘ) 43.1%
উত্তর : 48.5%
Related Posts
৪. পৃথিবীর সব থেকে কনিষ্ঠ এবং দ্রুততম মহিলা প্যারাশই মার্চ যিনি একা ইংলিশ চ্যানেল পার করেছেন। তার নাম কি?
ক) Deepa Malik
খ) Jiya Rai
গ) Richa Mishra
ঘ) Devanshi Satija
উত্তর : Jiya Rai
৫. কোন ভারতীয় খেলোয়াড় এই প্রথম অলিম্পিকে টেবিল টেনিসে ১৬ রাউন্ড পর্যন্ত পৌঁছেছেন ?
ক) Anjali Kumari
খ) Piya Singh
গ) Prithika Kumari
ঘ) Manika Batra
উত্তর : Manika Batra
৬. ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং নিচের কোন ক্ষেত্রের জন্য "lifetime achievement award" লাভ করেছেন?
ক) Cancer care
খ) Diabetes care
গ) Asthma care
ঘ) HIV care
উত্তর : Diabetes care
৭. ভারত থেকে কোন উদ্ভিদ কে এক্সপোর্ট করতে শিথিল করল CITIES ?
ক) Agarwood
খ) Abutilon
গ) Dragon
ঘ) Baobab
উত্তর : Agarwood
৮. সাম্প্রতিক কে small industry development Bank of India এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন ?
ক) Deepak Gupta
খ) Anil Sharma
গ) Manoj Mittal
ঘ) Rajesh Kumar
উত্তর : Manoj Mittal
৯. ২৮ শে জুলাই কে ভেনিজুয়েলার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জন্য জয়লাভ করেছেন
ক) María Corina Machado
খ) Nicolás Maduro
গ) Henrique Capriles
ঘ) Juan Guaidó
উত্তর : Nicolás Maduro
১০. রিসেন্টলি কোন ডিপার্টমেন্ট "one DAE one subscription" নামের একটি পোর্টাল লঞ্চ করেছেন ?
ক) Department of Energy
খ) Department of Atomic Energy
গ) Department of Education
ঘ) Department of Commerce
উত্তর : Department of Atomic Energy
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।