গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব ১ (Important General Knowledge Questions and Answers Part 1)

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব ১ (Important General Knowledge Questions and Answers Part 1) 

ডেইলি জিকে কেরিয়ার (Daily GK Career) এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এইসব পরীক্ষার জন্য বহু ছাত্র-ছাত্রী প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু এর মাঝেও বহু ছাত্রছাত্রী এখনো ঠিক মত ভাবে তাদের প্রিপারেশন শুরু করতে পারেনি। তাই তাদের সুবিধার জন্য এবং যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর।

গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব ১ (Important General Knowledge Questions and Answers Part 1) 


প্রশ্ন :      রক্ত বিক্রি করে কে লাখপতি হয়েছিলেন ?
উত্তর:    মার্কিন যুক্তরাষ্ট্রের মিস্টার জোটমাস রক্ত বিক্রি করে 96 হাজার টাকা পেয়েছিলেন তার রক্তে দুষ্প্রাপ্য উপাদান ছিল।

 প্রশ্ন :      বেশি দিন অজ্ঞান অবস্থায় কে বেঁচে ছিল ?
উত্তর:    ৩৫ বছর অজ্ঞান অবস্থায় বেঁচে ছিলেন ম্যান সেটেরাস শহরের শ্রীমতি ক্যারোলিন।

প্রশ্ন :      পৃথিবীতে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোথায় ?
উত্তর:    পৃথিবীতে সবচেয়ে বেশি বজ্রপাত হয় জাভা দ্বীপে।

প্রশ্ন :      সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন দেশে ? / ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর:    জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় তাই জন্য জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।

 প্রশ্ন :      পৃথিবীতে সবচেয়ে বড় থিয়েটার কোথায় অবস্থিত ?
উত্তর:    চীনের বেইজিং শহরে যেখানে আসন সংখ্যা প্রায় দশ হাজারটি।

প্রশ্ন :      ১৭ বছর বয়সে কে ৭ বার পৃথিবী ভ্রমণ করেছিল ?
উত্তর:    ইংল্যান্ডের ওয়েন্ডিবেরী।

প্রশ্ন :      ভারতবর্ষের নাম ইন্ডিয়া হয়েছে কেন ?
উত্তর:    প্রাচীনকালে greek বণিকরা আমাদের দেশে সিন্ধু নদীর তীরে বাণিজ্য করতেন তারা সিন্দুকে বলতেন ইন্দাস। এই ইন্দাস শব্দ থেকে কালো ক্রমে ইন্ডিয়া শব্দটি এসেছে।

 প্রশ্ন :      ভারতের নাম হিন্দুস্তান হলো কিভাবে ?
উত্তর:    প্রাচীনকালে ইরান দেশের লোকেরা আমাদের দেশের সিন্ধু নদীকে হিন্দু নদ বলতো। সিন্ধু নদীকে উচ্চারণ করতে তাদের অসুবিধা হতো। কালক্রমে সিন্ধু নদের আশেপাশের জায়গা হিন্দুস্তান নামে পরিচিত হয়। এই ভাবেই দেশের নাম হিন্দুস্তান হিসেবে পরিচিত হয়ে ওঠে।

প্রশ্ন :      ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন ?
উত্তর:    টমাস স্টিফেনসন।

প্রশ্ন :      ভারতের মোট কতগুলি ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে ?
উত্তর:    একলাখ উনচল্লিশ হাজার 950 টি।

 প্রশ্ন :      ভারত কবে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু করে ?
উত্তর:    ১৮৪৮ খ্রিস্টাব্দে বোম্বাই এ।

প্রশ্ন :      ভারতের সর্বাধিক ব্যস্ততম রেল স্টেশন কোনটি ?
উত্তর:    হাওড়া।

প্রশ্ন :      ভারতে প্রথম টেলিভিশন বা দূরদর্শন চালু হয় কবে এবং কোথায় ?
উত্তর:    ১৯৫৯ সালে নিউ দিল্লি তে।

 প্রশ্ন :      ভারতের প্রথম দোতলা ট্রেন চালু হয় কোথায় কবে ?
উত্তর:    সিংহগড় এক্সপ্রেস বোম্বাই থেকে পুনে ১২ এপ্রিল 1978 সালে।

প্রশ্ন :      আমাদের দেশের নাম ভারত বর্ষ কিভাবে হয়েছে ?
উত্তর:    প্রাচীনকালে এই দেশের নাম ছিল জম্বু দ্বীপ। তখন ভরত নামে এক বিখ্যাত রাজার নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ।

প্রশ্ন :      ভারতের সর্বপ্রথম বাঙালি অর্থমন্ত্রীর নাম কি?
উত্তর:    শচীন চৌধুরী।

 প্রশ্ন :      ভারতের ডাকটিকি প্রথম কোথায় ছাপানো হয়?
উত্তর:    মহারাষ্ট্র।

প্রশ্ন :      ভারত কোন সালে প্রথম অলিম্পিকে যোগ দেয় ?
উত্তর:    ১৯২৪ সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন।

প্রশ্ন :      ভারতের কোথায় প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় ?
উত্তর:    রাজস্থানের পোখরাণ অঞ্চলে

 প্রশ্ন :      সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন ?
উত্তর:    মঙ্গল পান্ডে।

প্রশ্ন :      আগ্রার তাজমহল কবে তৈরি হয় ?
উত্তর:    ১৭৫৪ সালে।

প্রশ্ন :      সর্বপ্রথম বারুদ আবিষ্কার কোন দেশে হয়েছিল ?
উত্তর:    চীন দেশে।

 প্রশ্ন :      জীব হত্যা সবচেয়ে বেশি কোথায় হয় ?
উত্তর:    মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

প্রশ্ন :      পৃথিবীর সবচেয়ে মূল্যবান বেহালা কোথায় রয়েছে ?
উত্তর:    নিউইয়র্কে যার দাম চার লক্ষ টাকা।

প্রশ্ন :      পৃথিবীর মধ্যে নারী চিকিৎসক কোথায় সবচেয়ে বেশি ?
উত্তর:     রাশিয়ায়।

 
Admin

Hello Friends, welcome to our website Daily GK Career , founded on 27 April 2023 by Sandip Sanki. Daily GK Career is a free professional Education platform where we provide Free online mock test, govt exam, WBCS, RAIL, GROUP D, BANK, POST Office, wbp, psc Clark, SSC CGL, CHSL, MTS, gd, TET, NTA NET SET JRF PAPER1, CTET etc. etc. with a focus on dependability and daily. It is one of the basic needs of our everyday life. However, there are thousands of websites for Free useful and comprehensive content. We hope you enjoy our published content as much as we enjoy offering them to you.

1 تعليقات

أحدث أقدم