ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা (List of Various Biosphere Reserves of India)
ডেইলি জিকে কেরিয়ার (Daily GK Career) এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা শেয়ার করছি সেগুলো সাধারণ জেনারেল নলেজ এর প্রশ্ন উত্তর। কোনো বনাঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে সেটিকে কেন্দ্রীয় সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে। এখানে গবেষক ও বনরক্ষী ছাড়া প্রবেশ নিষেধ।
ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা (List of Various Biosphere Reserves of India)
যেসব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ : WBCS, Clerkship, WBP, SI, miscellaneous exam, SSC CGL,MTS,GD,CHSL
আজকের পোস্টে বায়োস্ফিয়ার রিজার্ভ শেয়ার করলাম।
বায়োস্ফিয়ার রিজার্ভ | রাজ্যের নাম |
---|---|
নন্দা দেবী | উত্তরাঞ্চল |
মানস | অসম |
মান্নার উপসাগর | তামিলনাড়ু |
কাঞ্চনজঙ্ঘা | সিকিম |
ডিব্রু সইখোয়া | অসম |
দেহং দেবাং | অরুণাচল প্রদেশ |
গ্রেট নিকোবর | আন্দামান-নিকোবর |
আন্না মালাই | কেরালা |
সিমলিপাল | উড়িষ্যা |
পাঁচমারি | মধ্যপ্রদেশ |
সুন্দরবন | পশ্চিমবঙ্গ |
নীলগিরি | তামিলনাড়ু |
নকরেক | মেঘালয় |