ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ০৩ আগস্ট ২০২৪ – ( Today Current Affairs Practice Set 3rd August 2024)
ডেইলি জিকে কেরিয়ার (Daily GK Career) এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে। আর এইসব পরীক্ষার জন্য বহু ছাত্র-ছাত্রী প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু এর মাঝেও বহু ছাত্রছাত্রী এখনো ঠিক মত ভাবে তাদের প্রিপারেশন শুরু করতে পারেনি। তাই তাদের সুবিধার জন্য এবং যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। আজ পহেলা আগস্ট আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর mcq gk প্র্যাক্টিস সেট শেয়ার করা হলো। যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশ সহায়তা করবে।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ০৩ আগস্ট ২০২৪ – ( Today Current Affairs Practice Set 3rd August 2024)
আজকের প্র্যাকটিস সেটে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এ র গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন শেয়ার করা হলো।
১. বক্সিংয়ে ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি কে হয়েছেন?
ক) কাবিলান সাই অশোক
খ) সঞ্জীব রানা
গ) রাজীব প্রতাপ
ঘ) শচীন মিশ্র
উত্তর: কাবিলান সাই অশোক
২. ভারতের এপ্রিল-জুন রাজস্ব ঘাটতি ___________ এ দাঁড়িয়েছে।
ক) 1.06 lakh crore
খ)1.56 lakh crore
গ)1.16 lakh crore
ঘ)1.36 lakh crore
উত্তর: 1.36 lakh crore
৩. নিচের কোনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে বিশিষ্ট বিশেষ পরামর্শক মর্যাদা পেয়েছে?
ক)BITS
খ)IIM Ahmedabad
গ)IIT Kanpur
ঘ)KIIT
উত্তর:KIIT
৪. সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাজ্য সরকারগুলির সংরক্ষণের জন্য _________ এবং ___________ উপ-শ্রেণীবদ্ধ করার ক্ষমতা রয়েছে।
ক)ST and OBC
খ)OBC and SC
গ) SCs and STs
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: SCs and STs
৫. ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024-এ ভারত ____ স্থান পেয়েছে।
ক) ৪৮ তম
খ) ৪২ তম
গ) ৩৯ তম
ঘ) ৪১ তম
উত্তর: ৩৯ তম
৬. প্রতিরক্ষা মন্ত্রক UPDIC-এর অধীনে তিনটি পরীক্ষার সুবিধা স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকের অধীনে, একটি সুবিধা _______-এ স্থাপন করা হবে।
ক) আগ্রা
খ) ঝাঁসি
গ) লখনউ
ঘ) কোনোটিই নয়
উত্তর: লখনউ।
৭. যিনি প্রথম মহিলা হিসেবে ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস (সেনাবাহিনী) পদে নিযুক্ত হয়েছেন ?
ক)লেফটেন্যান্ট জেনারেল মাধুরী কানিটকার
খ)লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার
গ)লেফটেন্যান্ট জেনারেল রাজশ্রী রামাসেথু
ঘ)লেফটেন্যান্ট জেনারেল পুনিতা অরোরা
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার
৮. কে নয়াদিল্লির ভারত মণ্ডপে ‘আসন্ন যুগ যুগীন ভারত জাদুঘরের রাজ্য জাদুঘর কনক্লেভ’-এর উদ্বোধন করেছেন?
ক)রাজনাথ সিং
খ)গজেন্দ্র সিং শেখাওয়াত
গ)ডাঃ জিতেন্দর সিং
ঘ)অমিত শাহ
উত্তর: গজেন্দ্র সিং শেখাওয়াত
৯. 30 জুলাই, 2024-এ, কে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক (MD) পদ গ্রহণ করেন?
ক) বিক্রম সিং
খ) সঞ্জয় শুক্লা
গ)অনিল শর্মা
ঘ)রমেশ কুমার
উত্তর: সঞ্জয় শুক্লা
১০. 2024 সালে প্যারিস অলিম্পিকে 50-মিটার রাইফেল 3-পজিশন শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কে?
ক)স্বপ্নিল কুসলে
খ)রাজ্যবর্ধন সিং রাঠোর
গ)অভিনব বিন্দ্রা
ঘ)গগন নারাং
উত্তর: স্বপ্নিল কুসলে
|||||||||||||||||||||||||||||