বিভিন্ন পদাধিকারের নামের তালিকা 2024
ডেইলি জিকে কেরিয়ার (Daily GK Career) এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। বর্তমানে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের বহু পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা ভারতের কয়েকটি পদাধিকারের নামের তালিকা শেয়ার করেছি ।
পদাধিকার | নাম |
---|---|
ভারতের 14তম প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
ভারতের 15তম রাষ্ট্রপতি | দ্রৌপদী মুর্মু |
ভারতের 14তম উপ-রাষ্ট্রপতি | জগদীপ ধনখড় |
ভারতের প্রধান বিচারপতি | D.Y. চন্দ্রচূড় |
অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া | আর. ভেঙ্কটরামণী |
UPSC এর চেয়ারম্যান | ডঃ মনোজ সোনি |
লোকসভার স্পিকার | ওম বিড়লা |
ভারতের সেনাপ্রধান | মেজর জেনারেল মনোজ পান্ডে |
ভারতের বিমান বাহিনীর প্রধান | বীরেন্দ্র চৌধুরী |
ভারতের নৌবাহিনীর প্রধান | আর. হরি কুমার |
কোস্ট গার্ডের প্রধান | রত্নেশ পাল |
নির্বাচন কমিশনার | রাজীব কুমার |
CBI প্রধান | প্রবীণ সুদ |
RBI গভর্নর | শক্তিকান্ত দাস |
ISRO চেয়ারম্যান | ডঃ এস. সোমনাথ |